উপায় একাউন্ট খোলার নিয়ম | How to Open Upay Account
*268# ডায়াল করে বা Upay App ইনস্টল করে ঘরে বসেই উপায় একাউন্ট খুলতে পারবেন। দেখুন উপায় একাউন্ট খোলার নিয়ম।
উপায় হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (United Commercia bank বা UCB) এর একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। উপায় একাউন্ট এর মাধ্যমে আপনি অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মতোই সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পে বিল ইত্যাদি সেবা ঘরে বসেই পেতে পারবেন।
এছাড়া Upay এর অ্যাপ থেকে ঘরে বসেই একাউন্ট খোলা যায়। Upay App থেকে একাউন্ট খুলে আপনি পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস। আসুন দেখে উপায় একাউন্ট খোলার নিয়ম ও বিস্তারিত।
আবার উপায় একাউন্ট সম্পর্কে যেকোনো ধরনের তথ্য জানতে তাদের অ্যাপ বা হেল্পলাইন 16268 নাম্বারে কল করতে পারবেন অথবা তাদের Support Chat এর মাধ্যমেও যেকোন সহযোগিতা পেতে পারেন।
উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় একাউন্ট খোলার জন্য আপনার মোবাইলে Google Play Store থেকে Upay App টি ডাউনলোড করুন। App থেকে Registration বাটনে ক্লিক করে Mobile Number, NID এবং ব্যক্তিগত তথ্য দিয়ে একাউন্ট খুলতে পারবেন। তাছাড়া, শুধুমাত্র *268# ডায়াল করে আপনার NID নাম্বার ও প্রয়োজনীয় তথ্য দিয়েও উপায় একাউন্ট খোলা যাবে।
উপায় একাউন্ট খোলার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, সেলফি এবং একটি সচল মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। উপায় অ্যাপের মাধ্যমে খুব সহজে Upay Account খোলা যায়।
আরও পড়তে পারেন উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম।
উপায় অ্যাপ থেকে কিভাবে একাউন্ট খুলবেন, তা ছবিসহ ধাপে ধাপে দেখানো হলো। আশা করি আপনাদের কাজে লাগবে।
ধাপ ১: উপায় রেজিস্ট্রেশন করুন
আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে গিয়ে Upay App লিখে সার্চ করে সেটি ডাউনলোড করে নিন। অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে তা ইন্সটল করে নিন এবং অ্যাপে প্রবেশ করুন। অ্যাপে প্রবেশ করে নতুন একাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করুন।
ধাপ ২: Mobile Operator বাছাই করুন
এরপর আপনি যে নাম্বারে উপায় একাউন্ট খুলতে চান সে নাম্বারটি লিখুন এবং আপনার মোবাইল নাম্বারের অপারেটর সিলেক্ট করুন।
ধাপ ৩: OTP ভেরিফিকেশন করুন
মোবাইল নাম্বার দিয়ে অপারেটর সিলেক্ট করার পর Verify Number লেখা অপশনে ক্লিক করুন এবং OTP এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার দেয়া নাম্বারে OTP চলে আসবে এবং তা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে।
ধাপ ৪: জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন
এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়ার জন্য প্রথমে জাতীয় পরিচয়পত্রের উপরের অংশের ছবি তুলুন এবং এরপর জাতীয় পরিচয়পত্রের নিচের অংশের ছবি তুলুন।
অবশ্যই ছবি স্পষ্ট হতে হবে ; ঝাপসা ছবি গ্রহনযোগ্য হবে না। এরপর ছবিগুলো সাবমিট করুন।
ধাপ ৫: সেলফি তুলুন
আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য নিশ্চিত করার জন্য সেলফি স্টাইলে আপনার ছবি তুলুন। ছবি তোলার পর তা আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্যের সাথে মিলিয়ে ভেরিফাই করা হবে।
ধাপ ৬: অন্যান্য ব্যক্তিগত তথ্য দিন
সকল তথ্য ভেরিফাই হয়ে গেলে পরবর্তী ধাপে আপনার পেশা নির্বাচন করতে হবে। আপনি ব্যবসায়ী, চাকুরিজীবী বা অন্য যেই পেশায় যুক্ত আছেন তা সিলেক্ট করতে হবে। এরপর আপনি পুরুষ, মহিলা, নাকি অন্যান্য সে অনুযায়ী আপনার লিঙ্গ নির্বাচন করুন।
ধাপ ৬: সকল তথ্য যাচাই করুন
আপনার সকল প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে প্রদান করার পর তা একত্রে আপনার স্ক্রিনে দেখতে পাবেন। আপনার সকল তথ্য সঠিক এবং নির্ভুল কিনা তা মিলিয়ে নিন; ভুল থাকলে ঠিক করে নিন। আপনার বর্তমান ঠিকানা দিন এবং Terms and Conditions এ ক্লিক করে Confirm করুন।
ধাপ ৭: Temporary Pin দিয়ে লগইন করুন
আপনার সকল তথ্য Confirm করার পর তথ্য যাচাইয়ের জন্য আবেদনটি Manual Verification হবে। Upay থেকে কোন প্রতিনিধি তথ্য যাচাই বাছাই করে অনুমোদন দিলে উপায় একাউন্টে লগইন করার জন্য একটি Temporary Pin পাঠানো হবে আপনার মোবাইলে।
ধাপ ৮: ডিভাইস কনফার্ম করুন
লগইন করার পর আপনি যে ডিভাইস থেকে লগইন করছেন তার পারমিশন দিতে হবে OTP ভেরিফিকেশনের মাধ্যমে। Confirm Device ট্যাপ করার পর মোবাইলে একটি OTP আসবে, সেটি দিন।
ধাপ ৯: নতুন PIN Set করুন
এবার আপনাকে নিজের মত করে চার (৪) ডিজিটের একটি পিন সেট করতে হবে, যেটি দিয়ে আপনি ভবিষ্যতে উপায় একাউন্টে লগইন করবেন বা লেনদেন করবেন।
মনে রাখবেন, এই পিন নম্বরটি আপনি কারও সাথে শেয়ার করবেন না, এবং পিনটি এমনভাবে দিবেন যেটা আপনার মনে থাকবে এবং অন্য কেউ জানা বা অনুমান করতে পারবে না। এটি আপনার একাউন্টের নিরাপত্তার জন্য জরুরী।
ধাপ ১০: কনফার্মেশন
PIN Number সেট করার সাথে সাথেই আপনার একাউন্ট খোলার সব ধাপ সম্পন্ন হলো। এখন আপনি কোড ডায়াল করে বা অ্যাপ থেকে লেনদেন শুরু করতে পারবেন।
উপায় একাউন্ট কোড হলো *268#, এই কোড ডায়াল করে লেনদেন করতে পারবেন।
উপরোক্ত ধাপগুলি অনুসরণ করে খুব সহজে ঘরে বসেই আপনি আপনার উপায় একাউন্ট খুলে ফেলতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন।
উপায় একাউন্টের সুবিধা
উপায় মোবাইল ব্যাংকিং বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে যার ফলে উপায় একাউন্ট ব্যবহার করার সুবিধা অনেক।
উপায় একাউন্টের সুবিধাগুলো হচ্ছে:
- উপায় মোবাইল অ্যাপটি ইন্টারনেট কানেকশন ছাড়াই বা এমবি ছাড়াই অপারেট করা যায় যা এর একটি বড় সুবিধা।
- বিকাশ নগদের মতো উপায় একাউন্ট ব্যবহার করে আপনি খুব সহজে ঘরে বসে মোবাইল রিচার্জ, বিল পে করতে পারবেন।
- আপনি নতুন ইউজার হিসেবে অ্যাপের মাধ্যমে একাউন্ট খুললেই পেয়ে যাবে ৫০ টাকা পর্যন্ত বোনাস।
- উপায় একাউন্টে খুব কম খরচে সেন্ড মানি, ক্যাশ আউট করা যায়।
- উপায়ের চার্জসমূহ বিকাশ নগদ এর তুলনায় বেশ সাশ্রয়ী।
- উপায় একাউন্টের মাধ্যমে আপনি ব্যাংক থেকে যতবার ইচ্ছা অ্যাড মানি বা ক্যাশ ইন করতে পারবেন এবং ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
উপায় একাউন্ট রেফার বোনাস
উপায় একাউন্ট রেফার বোনাস হচ্ছে 50 টাকা। আপনি রেফার করে যত বেশি মানুষকে একাউন্ট খুলে দিবেন তত বেশি বোনাস পাবেন। উপায় একাউন্ট রেফার করতে একাউন্টে লগইন More > Refer অপশনে যান। রেফার কোডটি কারও নতুন একাউন্ট খোলার সময় রেফার অপশনে লিখে দিন, আর এভাবেই পেয়ে যাবেন রেফার বোনাস।
আবার কেউ উপায় অ্যাপের মাধ্যমে একাউন্ট খুললে তিনিও পাবেন ৫০ টাকা বোনাস।
উপায় একাউন্ট পিন ভুলে গেলে করনীয়
উপায় একাউন্ট পিন ভুলে গেলে করণীয় হচ্ছে:
- ডায়াল করুন *268#;
- 9 নাম্বার অপশন Reset Pin সিলেক্ট করতে Reply অপশন থেকে 9 লিখে Send করুন;
- NID নাম্বার দিয়ে পরবর্তী ধাপে যান।
- আপনার জন্ম তারিখ এবং সর্বশেষ লেনদেনের তথ্য দিয়ে Send করুন;
- সকল তথ্য সঠিক হলে নতুন পিন সেট করার অপশন আসবে এবং নতুন পিন কোড সেট করুন।
অনেক সময় আমরা ভুলবসত বা বিভিন্ন কারনবসত পিন কোড ভুলে যাই। আপনার উপায় একাউন্টটির ক্ষেত্রেও যদি আপনি পিন ভুলে যান তাহলে তা খুব সহজেই রিসেট করে নতুন পিন সেট করতে পারবেন।
এছাড়াও আপনি সরাসরি উপায়ের হেল্পলাইন নাম্বার ১৬২৬৮ এ কল দিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনার একাউন্টের পিন রিসেট করতে পারবেন।
এছাড়া, উপায় একাউন্টের পিন রিসেট করতে বা কোন প্রশ্ন থাকলে তা সরাসরি আলাপ করতে Upay Customer Support Chat যোগাযোগ করতে পারেন।
উপায় কোড | *268# |
উপায় কাস্টমার কেয়ার নাম্বার | 16268 |
শেষকথা
উপায় অ্যাপের মাধ্যমে ঘরে বসে উপায় একাউন্ট খোলা এখন অনেক সহজ। উপরের নির্দেশনা গুলো অনুসরণ করে উপায় অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি একটি উপায় একাউন্ট খুলে ফেলতে পারবেন।