কেউ টাকা ধার চাইলে সুন্দরভাবে ‘না’ বলবেন যেভাবে
পরিচিতরা যখন বারবার আপনার কাছে টাকা ধার চাইতে থাকে, তখন সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে অনেক সময় নিজের পকেটের কথা না ভেবেই ধার দিয়ে দেন। তবে মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই ধার দেওয়া মানেই আর টাকা ফেরত পাওয়া যাবে না।

প্রায়ই দেখা যায় মাসের শেষের দিকে হাতে থাকা টাকা ফুরিয়ে যায়। তখন অনেকেই চিন্তা না করেই বন্ধু, আত্মীয় বা পরিচিতজনদের কাছ থেকে টাকা ধার চেয়ে বসেন। কারও কাছে এটা অভ্যাসেও পরিণত হয়। এরকম কেউ আপনার কাছে টাকা চেয়ে বসলে কি করবেন আপনি?
কিভাবে কৌশলে এড়িয়ে যাবেন বা কিভাবে সুন্দরভাবে না বলবেন – দেখুন এই ব্লগে।
টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়
যুক্তরাষ্ট্রের আর্থিক সেবা সংস্থা ব্যাংরেট (Bankrate)-এর ২০২৪ সালের ‘আর্থিক ট্যাবু’ জরিপে দেখা গেছে—প্রায় এক-চতুর্থাংশ মানুষ ধার দিয়েছেন এই ভেবে যে টাকা ফেরত পাবেন। কিন্তু বাস্তবে অনেকেই টাকা ফেরত পাননি। শুধু আর্থিক ক্ষতিই নয়, সম্পর্কেও দেখা দিয়েছে দূরত্ব।
তাহলে কি সবাইকেই টাকা ধার দেওয়া বন্ধ করে দিতে হবে? না মোটেও তা নয়। আসলে বিষয়টা হলো —আপনার সামর্থ্যের বাইরে গিয়ে ধার দিলে আপনি নিজেই বিপদে পড়বেন।
তাই নিজের অবস্থান বিবেচনা করে ঠিক করতে হবে আপনি টাকা ধার দিয়ে অসুবিধায় পড়বেন কিনা। বা টাকা ধার দিলে কত টাকা ধার দিলে আপনি অসুবিধায় পড়বেন না।
কেউ টাকা ধার চাইলে প্রথমে যা করবেন
আর্থিক থেরাপিস্ট এজা ইভান্সের পরামর্শ হলো, প্রথমেই নিজের অবস্থান পরিষ্কার করবেন যে, আপনি টাকা ধার দিতে পারবেন কিনা। যদি ধার দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে সোজাসাপ্টা “না” জানিয়ে দিন। অন্যকে টাকা ধার দিয়ে দিয়ে নিজে অসুবিধায় পড়া বা আর্থিক ঝুঁকিতে যেন না পড়েন।
তিনি আরও বলেন, অনেক সময় ঘনিষ্ঠজনরা আপনার খরচের ধরন দেখে ধরে নেন আপনার হাতে টাকা আছে। কিন্তু মনে রাখবেন, আপনার খরচ ও বাজেট আপনি ছাড়া আর কেউ ভালো জানে না। শুধু অ্যাকাউন্টে টাকা আছে মানেই সেটা অন্যকে ধার দিতে হবে এমন কোনো নিয়ম নেই।
সুন্দরভাবে ‘না’ বলবেন যেভাবে
যদি টাকা ধার না দিতে পারেন, সেক্ষেত্রে তাকে সুন্দরভাবে আপনার আর্থিক সমস্যা বুঝিয়ে বলার চেষ্টা করুন। যেমন বলতে পারেন, “এই মাসে আমার কিছু পারিবারিক বাড়তি খরচ আছে, এর বাইরে আমার কাছে কোন টাকা নাই। তাই আপাতত ধার দিতে পারবেন না। ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় অবশ্যই সাহায্য করবো”
অথবা, আপনি টাকা না দিয়ে অন্য কোনভাবে সহযোগিতা করার প্রস্তাব দিতে পারেন। যেমন বলতে পারেন, “এই মুহুর্তে টাকা ধার দেয়ার মত বাড়তি টাকা নাই, তবে অন্য কোনভাবে সহযোগিতা করতে পারি কিনা?”
সরাসরি “না” বলা কঠিন হলে কী করবেন?
অনেক সময় এমন কেউ টাকা ধার চায় যে, সরাসরি “না” বলা কঠিন হয়ে যায়। এ ক্ষেত্রে কৌশল নিতে পারেন যেমন,
যতটুকু ধার দিলে আপনার কোন অসুবিধা হবে না, ততটুকুই ধার দিন। যেমন, কেউ ৫,০০০ টাকা চাইলে আপনি ৫০০ বা ১,০০০ টাকার বেশি দেবেন না। খোলাখুলি বলুন যে, এই মুহুর্তে আপনার কাছে এত টাকা দেয়ার মত নাই।
অথবা, আপনি টাকা না দিয়ে অন্য কোনভাবে সহযোগিতা করার প্রস্তাব দিতে পারেন। যেমন বলতে পারেন, “এই মুহুর্তে টাকা ধার দেয়ার মত বাড়তি টাকা নাই, তবে অন্য কোনভাবে সহযোগিতা করতে পারি কিনা?”
এভাবে আংশিক সাহায্য করলে সম্পর্কও অটুট থাকবে, আবার আপনার আর্থিক অবস্থার উপর চাপও কম পড়বে।
শেষ কথা
খুব ঘনিষ্ট কোন বন্ধু বান্ধব বা পরিচিতজনকে ধার না দিতে পারলে অনেকেই ভেতরে ভেতরে অপরাধবোধ কাজ করে। আসলে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে যে, আপনি টাকার জন্য বিপদে পড়লে আপনি সহযোগিতা নাও পেতে পারেন, আপনাকেই আপনাকেই নিজের প্রয়োজন বা সমস্যা মেটাতে হবে।
তাই, কেউ টাকা ধার চাইলে আবেগে পড়ে না গিয়ে আগে নিজের সামর্থ্য বিবেচনা করুন। যদি সামর্থ্যের বাইরে হয়, তাহলে সম্পর্ক নষ্ট না করেই ভদ্রভাবে “না” বলতে শিখুন। শুরুতে কঠিন মনে হলেও, ভবিষ্যতে এটি আপনার আর্থিক নিরাপত্তা ও মানসিক শান্তি দুটোই বজায় রাখবে।
যদিও কথাগুলো স্বার্থপরের মত মনে হবে, কিন্তু সেভাবে বলছিনা। আমিও কয়েকজনকে ধার দিয়ে বছরের পর বছর টাকাগুলো পাইনি। কখনো পাবো কিনা নিশ্চিতও নই। ধার দেয়ার সময় আমি চিন্তাই রেখেছি, এই টাকা পাওয়া না গেলেও আমার আফসোসের কিছু থাকবে না।
আপনিও কাউকে ধার দেয়ার সময় যদি মনে করেন, এই টাকা পাওয়া কষ্টকর হবে। তাহলে সেই পরিমাণ টাকা ধার দেন, যেটা না দিলেও আপনার খুব অসুবিধা হবে না বা বিপদে পড়বেন না।