শেয়ার বাজারের শেয়ার এনালাইসিস করার চমৎকার ৫ টুলস

নিয়মিত শেয়ার মার্কেট এনালাইসিস করার জন্য এই চমৎকার ৫টি Share Analysis Tools বা ‍Software ব্যবহার করতে পারেন। এতে আপনার অনেক সময় বাঁচবে ও কাজ হবে সহজ।

শেয়ার এনালাইসিস করার চমৎকার ৫ টুলস

শেয়ার বাজারে বিনিয়োগে সফলতার মূল চাবিকাঠি হলো সঠিক তথ্য এবং কার্যকরী অ্যানালাইসিস। বাংলাদেশের শেয়ার মার্কেট Dhaka Stock Exchange (DSE) এবং Chattogram Stock Exchange (CSE) লিস্টেড বিভিন্ন শেয়ারের তথ্য এনালাইসিস করার জন্য বেশ কিছু সাইট ও অ্যাপ আছে। এগুলোর মাধ্যমে বিনিয়োগকারীরা রিয়েল-টাইম ডাটা, টেকনিক্যাল চার্টিং, ফান্ডামেন্টাল রিসার্চ এবং মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ করতে পারে।

এই ব্লগে আমি সবচেয়ে কার্যকরী ও সুবিধাজনক ৫ টি Share Analysis Tools শেয়ার করবো। আপনি নতুন বা পুরাতন যেমন বিনিয়োগকারীই হন না কেন, আপনার এইগুলো ব্যবহার করা উচিত।

শেয়ার এনালাইসিস করার সেরা টুলগুলো কি কি?

শেয়ার বাজার ও শেয়ার এনালাইসিস করার জন্য সেরা কয়েকটি টুল হয়ে BullBD, Amar Stock এবং Lankabd.com। তবে এগুলো ছাড়াও শেয়ার বাজারের অথেনটিক ও রিয়েলটাইম তথ্য পাওয়ার জন্য DSE এবং CSE এর অফিসিয়াল সাইট ব্যবহার করতে পারেন।

Share Analysis করার জন্য এই টুলগুলোর বিশেষ ফিচার ও সুবিধা নিয়ে সংক্ষেপে কিছু তথ্য দিলাম।

1. LankaBD (lankabd.com)

আমার ব্যবহার অভিজ্ঞতা থেকে বলতে পারি LankaBangla Financial Portal (LankaBD) থেকে আপনার প্রয়োজনীয় সব তথ্যই পাবেন। LankaBD-এর সবচেয়ে ভাল সুবিধা হচ্ছে একই সাথে আপনি DSE এবং CSE এর শেয়ার মার্কেটের রিয়েলটাইম তথ্য দেখতে পাবেন।

LankaBD-তেও আপনি শেয়ার এনালাইসিস করার জন্য বিভিন্ন ইন্ডিকেটর, শেয়ারের মৌলিক তথ্য ছাড়াও বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন:

  • DSE এবং CSE দুই এক্সচেঞ্জের শেয়ার ডাটা একই প্ল্যাটফর্মে।
  • বিভিন্ন শেয়ারের নিউজ, ঘোষনা, লভ্যাংশ, শেয়ার মূল্য ইত্যাদির আপডেট তথ্য ও আর্কাইভ পাওয়া যাবে।
  • শেয়ার এনালাইসিসের জন্য, Advanced Chart, Minute Chart, Market Map, Stock Screener রয়েছে।
  • LankaBangla-এর নিজস্ব মার্কেট এনালাইসিস ও গাইডলাইন।

2. BullBD – টেকনিক্যাল এনালাইসিস ও নিউজ

BullBD শেয়ার বিনিয়োগকারীদের জন্য আরও একটি কার্যকরী অ্যানালাইসিস টুল, যেটি উল্লেখযোগ্য কিছু সুবিধা দেয় যেমন:

  • রিয়েল-টাইম মার্কেট ডাটা: DSE ও CSE-এর লাইভ শেয়ার প্রাইস, ইনডেক্স আপডেট এবং ট্রেড ভলিউম।
  • এডভান্সড চার্টিং টুলস: ক্যান্ডেলস্টিক চার্ট, MACD, RSI, Bollinger Bands, Moving Average সহ বিভিন্ন ইন্ডিকেটর।
  • মার্কেট সেন্টিমেন্ট: Market Radar থেকে ক্রেতারা কোন ধরণের শেয়ার কিনছে তা সহজেই বুঝতে পারবেন।
  • Alert সেটাপ: আপনার বিভিন্ন শেয়ারের জন্য Price ও Volume অনুসারে এলার্ট সেট করতে পারবেন।
  • ফান্ডামেন্টাল ডাটা ও নিউজ : EPS, P/E Ratio, NAV, ডিভিডেন্ড ইতিহাস এবং কোম্পানির আর্থিক প্রতিবেদন, এবং বিভিন্ন ঘোষণা ও সংবাদ পাবেন একজায়গাতেই।
  • পোর্টফোলিও ট্র্যাকিং: নিজের শেয়ার হোল্ডিং মনিটর করার সুবিধাও আছে বুলবিডিতে।
  • সিকিউরিটি স্ক্রিনার: P/E, মার্কেট ক্যাপ, সেক্টর অনুযায়ী শেয়ার ফিল্টার করার অপশন।
  • ডেস্কটপ এবং মোবাইল অ্যাপ

কিভাবে BullBD ব্যবহার করব?

বুলবিডির ওয়েবসাইট bullbd.com ভিজিট করেই আপনি শেয়ার প্রাইস ও বিভিন্ন ডেটা এনালাইসিস করতে পারবেন। তবে সবচেয়ে কার্যকরীভাবে ব্যবহার করতে প্রথমে আপনাকে Login অপশনে গিয়ে Register করে নিতে হবে। তারপর লগইন করবেন।

এছাড়া আপনার এন্ড্রয়েড মোবাইলে Google Play Store থেকে BullBD অ্যাপটি ডাউনলোড করে ও রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারেন।

কোন শেয়ার সম্পর্কে তথ্য বের করার জন্য সার্চ বক্সে কোম্পানীর ‍Symbol নামটি লিখে সার্চ করুন।

3. AmarStock

AmarStock ও অনেক জনপ্রিয় একটি শেয়ার এনালাইসিস টুল। বাংলাদেশের শেয়ার মার্কেটের অনেক বিনিয়োগকারী এই টুলটি ব্যবহার করে থাকে। AmarStock এ পাবেন প্রফেশনাল চার্ট, মার্কেট সেন্টিমেন্ট ট্র্যাকিং, ডাটা ডাউনলোড এবং নিজের Portfolio তৈরি করে ট্র্যাকিং করার সুবিধা।

আমার স্টকে শুধুমাত্র ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজারের তথ্য এনালাইসিস করা যাবে। এখানে আপনারা যে সুবিধাগুলো পাবেন এগুলো হচ্ছে:

  • প্রফেশনাল চার্ট: ফিবোনাচি রিট্রেসমেন্ট, ইচিমোকু ক্লাউড, মুভিং এভারেজ সহ ৫০+ ইন্ডিকেটর।
  • ডাটা ডাউনলোড: CSV/Excel ফরমেটে ডাউনলোড করার সুবিধা।
  • মার্কেট সেন্টিমেন্ট ট্র্যাকিং: টপ গেইনার্স, টপ লুজার্স, এবং সেক্টর পারফরম্যান্স।
  • অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ

4. DSE অফিসিয়াল ওয়েবসাইট (www.dsebd.org)

ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট সবচেয়ে নির্ভরযোগ্য ডাটা সরবরাহ করে। যেকোন সংবাদ ও রিয়েলটাইম তথ্যের জন্য DSE ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

  • অথেন্টিক ও রিয়েলটাইম শেয়ার লাইভ প্রাইস, ইনডেক্স, ট্রেড ভলিউম দেখতে পারবেন।
  • Top Gainers, Losers, Market Highlights দেখতে পাবেন।
  • বিভিন্ন কোম্পানির ও শেয়ার সম্পর্কিত ঘোষনা, এজিএম এবং লভ্যাংশ সম্পর্কিত তথ্য।

৫. CSE অফিসিয়াল ওয়েবসাইট (www.cse.com.bd)

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল সাইট CSE-এর শেয়ার সম্পর্কে অফিসিয়াল ও অথেনটিক তথ্যের জন্য এই সাইট ভিজিট করতে পারেন।

CSE Stock Exchange সাইট থেকেও প্রায় সব ধরণের তথ্য পাবেন। তবে এগুলো মেন্যু থেকে খুঁজে বের করতে হবে। যেমন  Current Market Price, Historical Price, Market Summary, Circuit Breaker সব পাবেন মেন্যুতে।

CSE সাইটে শেয়ারের Symbol দিয়ে সার্চ করে সব মৌলিক তথ্য যেমন শেষ ২ দিনের Price Comparison, মৌলিক তথ্য যেমন Number of Shares, Dividend, P/E Ratio, Capital and Category সম্পর্কে দেখতে পারবেন।

তবে আমার মতে সবচেয়ে ভাল হয়, LankaBangla Portal (Lankabd.com) ব্যবহার করা। কারণ এটি আপনার ব্যবহার করতে খুব সহজ হবে এবং সবকিছু একই পেইজে একসাথেই দেখতে পাবেন।

যাইহোক শেয়ার এনালাইসিস করার জন্য টুলগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম।

দয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনি কোনটি ব্যবহার করছেন। এবং সেটি কেন সেটি আপনার পছন্দের।

যদি সম্ভব হয়, সেই টুল নিয়েও আরও বিস্তারিত লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Similar Posts

মন্তব্য করুন