টিন সার্টিফিকেট বাতিল করা উচিত কিনা এবং যেভাবে বাতিল করবেন

জেনে নিন আয়কর রিটার্ন দেয়া বা ট্যাক্স দেয়ার ঝামেলা থেকে বাঁচতে টিন সার্টিফিকেট বাতিল করা উচিত হবে কিনা এবং টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম।

Advertisement

আপনার করযোগ্য আয় নেই তারপরও বিশেষ কোন প্রয়োজনে হয়তো টিন রেজিস্ট্রেশন করেছেন। তাই হয়তো এখন টিন সার্টিফিকেট বাতিল করতে চান। সেক্ষেত্রে আপনার জানা উচিত টিন সার্টিফিকেট বাতিল করা উচিত হবে কিনা এবং বাতিল করতে চাইলে কিভাবে টিন সার্টিফিকেট বাতিল করা যায়।

পূর্বের আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী টিআইএন সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট বাতিল করার কোন সুযোগ ছিল না। তবে নতুন আয়কর আইন ২০২৩ অনুযায়ী বিশেষ কিছু শর্তসাপেক্ষে টিন সার্টিফিকেট বাতিল করার বিধান রাখা হয়েছে।

অনেকেই আয় না থাকলেও রিটার্ন জমা দেয়া এবং আয়কর দেয়ার ভয়ে TIN Certificate বাতিল করতে চান। যেটার আসলেই কোন প্রয়োজন হবে না নতুন আইন অনুসারে। আবার, টিন সার্টিফিকেট বাতিল করার কিছু অসুবিধাও রয়েছে। তাই আপনাকে জেনে শুনেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisement

আজকের ব্লগে আলোচনা করবো, টিন সার্টিফিকেট বাতিল করা উচিত হবে কিনা বা কখন টিন সার্টিফিকেট বাতিল করা উচিত তা নিয়ে কিছু কথা বলব।

টিন সার্টিফিকেট বাতিল করা উচিত কিনা

টিন সার্টিফিকেট বাতিল করা উচিত কিনা তা নির্ভর করে আপনার ভবিষ্যত আয়ের সম্ভাবনা এবং অর্থনৈতিক কর্মকান্ডের উপর। যেসব ক্ষেত্রে বাধ্যতামূলক টিন সার্টিফিকেট বা আয়কর রিটার্ন প্রয়োজন হয়, ভবিষ্যতে এমন কোন কাজে আপনার TIN Certificate প্রয়োজন হবে কিনা, তা ভেবেই টিন সার্টিফিকেট বাতিল করা উচিত।

Advertisement

বর্তমানে অনেকেই আয়কর রিটার্ন দেয়ার ঝামেলা, অথবা কর পরিশোধ করার ভয়ে টিন সার্টিফিকেট বাতিল করতে চায়। যেটি আসলে মোটেও যুক্তিযুক্ত নয়।

কারণ টিন থাকলেই আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে না দুরে থাক কর দেয়া। শুধুমাত্র, আয়কর রিটার্ন দাখিলের শর্ত পালন হলেই রিটার্ন জমা দিতে হয়, এবং কর আসলেই কর পরিশোধ করতে হবে। ব্যক্তি করদাতাদের আয়কর সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে দেখুন – ব্যক্তি শ্রেণীর আয়কর ২০২৩-২০২৪

যদি আয়কর আইন অনুযায়ী, আপনি রিটার্ন দিতে বাধ্য না হন তাহলে আপনাকে রিটার্ন দেয়া বা নুন্যতম করও দিতে হবে না।

তাছাড়া, ভবিষ্যতে হয়তো জরুরী কোন সেবা পেতে আপনার টিন সার্টিফিকেট বা আয়কর রিটার্ন জমা দিতে হতে পারে। এখন আয় না থাকলেও ভবিষ্যতে আপনার আয় বৃদ্ধি পেতে পারে। অথবা, কোন বিনিয়োগ করা, সঞ্চয়পত্র ক্রয় করা, জমি ক্রয় বিক্রয় করা সহ অনেক সেবা পেতে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রয়োজন হয়।

Advertisement

এমতাবস্থায়, টিন সার্টিফিকেট না থাকলে আপনিই বিপদে পড়বেন। সুতরাং, টিন বাতিল করার শর্তগুলো রয়েছে সেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তখনি আপনার টিন সার্টিফিকেট বাতিল করা উচিত।

আসুন জেনে নিই, টিন সার্টিফিকেট বাতিল করার শর্তগুলো কি কি।

টিন সার্টিফিকেট বাতিল করার শর্তাবলী

আয়কর আইন ২০২৩ এর ২৬২ (১) ধারা অনুযায়ী টিন সার্টিফিকেট বাতিলের যে শর্তগুলো হলো:

  • ধারা ২৬৪ এর অধীন রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে আর বাধ্য না হন এবং ধারা ২ এর দফা ২২ এর অধীন করদাতা হিসাবে আর সংজ্ঞায়িত না হন;
  • পরপর বিগত ৩ (তিন) বৎসর করযোগ্য আয় শূন্য হন এবং শারীরিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতে কোনো করযোগ্য আয় শূন্য থাকিবেন; বা ধারা ১৬৬ এর অধীন আর রিটার্ন দাখিলের প্রয়োজন নাই;
  • মৃত্যু, অবসায়ন, অবলুপ্তি (dissolution) বা অনুরূপ অন্য কোনো কারণে অস্তিত্বহীন হইয়া যান;
  • স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন এবং বাংলাদেশে আয় উপার্জক কোনো কর্মকাণ্ড করিবেন না;
  • ডুপ্লিকেট (duplicate) নিবন্ধন বা ভুল নিবন্ধন পাইয়া থাকেন;
  • আইনি মর্যাদা পরিবর্তন করেন;
  • অন্য কোনো আইনানুগ কারণ প্রদর্শন করেন।

টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম

টিন সার্টিফিকেট বাতিল করার জন্য প্রথমে আপনাকে টিন বাতিলের যে কোন ১টি শর্ত পালন করতে হবে। এরপর আপনার Taxes Circle এর উপ-কর কমিশনার বরাবর উপযুক্ত কারণসহ টিন সার্টিফিকেট বাতিল করার দরখাস্ত করুন। আবেদনের সাথে পূর্বের দাখিল করা রিটার্নের রিসিট, টিন সার্টিফিকেট ও এনআইডি কার্ডের কপি জমা দিন।

Advertisement

NBR কর্তৃপক্ষ টিন সার্টিফিকেট বাতিলের ক্ষেত্রে নিম্মোক্ত বিষয়গুলো যাচাই করবেন:

  • করদাতা কর্তৃক পরিশোধ্য কোনো বকেয়া কর নাই;
  • করদাতার বিরুদ্ধে কোনো কর নির্ধারণ নিষ্পন্নাধীন নাই;
  • আয়কর বিষয়ে কোনো বিরোধ নাই;
  • টিন সার্টিফিকেট বাতিলের যে কারণ উল্লেখ করা হয়েছে তা সঠিক।

উপ-কর কমিশনার আবেদন যথোপযুক্ত মনে করলে এবং আইন অনুসারে অন্যান্য সকল শর্ত পালন হলে টিন সার্টিফিকেট বাতিল অর্থাৎ করদাতার নিবন্ধন নিষ্ক্রিয় করবেন। এক্ষেত্রে টিন সার্টিফিকেট সম্পূর্ণভাবে বাতিল করা হবে না, শুধুমাত্র Inactive বা Dormant করা হবে।

বেশিরভাগ ক্ষেত্রেই যে ২টি কারণে টিন সার্টিফিকেট বাতিল করার প্রয়োজন হয় এগুলো হলো, করদাতা মারা গেলে বা করদারা কোন আয় না থাকলে। আসুন জেনে নিই, এই ২ ক্ষেত্রে কিভাবে TIN Certificate বাতিলের আবেদন করবেন।

১. করদাতা মারা গেলে

কোন করদাতা মারা গেলে এবং ভবিষ্যতে উক্ত টিন সার্টিফিকেট কোন প্রতিষ্ঠান বা ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহার না করা হলে, টিন রেজিস্ট্রেশন বাতিল করা যাবে।

করদাতা মারা গেলে, টিন সার্টিফিকেট বাতিল করার জন্য যা যা প্রয়োজন হবে,

  • ওয়ারিশ কর্তৃক লিখিত আবেদন
  • টিন সার্টিফিকেটের কপি
  • পূববর্তী আয়কর রিটার্নের রিসিট/প্রত্যয়ন কপি
  • করদাতার মৃত্যু সনদের কপি
  • করদাতার জাতীয় পরিচয় পত্রের কপি

২. করযোগ্য আয় না থাকলে

করযোগ্য আয় না থাকলে প্রতিবছর আয়কর রিটার্ণ জমা দেয়া অনেকের জন্য একটি ঝামেলাপূর্ণ কাজ। তাই আমরা অনেকেই চাই টিন সার্টিফিকেট বন্ধ করতে। কিন্তু নতুন আয়কর আইন ২০২৩ অনুসারে এটি বন্ধ করার প্রয়োজন নেই, কারণ করযোগ্য আয় না থাকলে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে না।

তারপরও যারা TIN Registration বাতিল করতে চান, চাইলে বাতিল করতে পারেন। এজন্য আয় না থাকার প্রমাণ হিসেবে যে কোন ডকুমেন্ট উপস্থাপন করতে পারেন। অথবা, পরপর ৩ বছর শুন্য রিটার্ন দাখিল করার প্রমাণ থাকলে তাও সাবমিট করা যাবে।

করযোগ্য আয় না থাকলে, টিন সার্টিফিকেট বাতিল করার জন্য প্রয়োজন হবে,

  • লিখিত আবেদন
  • টিন সার্টিফিকেটের কপি
  • পূববর্তী আয়কর রিটার্নের রিসিট/প্রত্যয়ন কপি
  • করদাতার জাতীয় পরিচয় পত্রের কপি

টিন সার্টিফিকেট বাতিলের আবেদন

টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করতে হবে আপনার কর সার্কেলের উপ-কর কমিশনার বরাবর। TIN Certificate বাতিলের উপযুক্ত কারণ ব্যাখ্যা করে, আবেদনের সাথে প্রয়োজনীয় প্রমাণ, টিন সার্টিফিকেটের কপি ও এনআইডি কার্ডের কপি সংযুক্ত করে লিখিত আবেদন জমা দিতে হবে।

শেষকথা

ব্যক্তি মারা গেলে বা বিশেষ জরুরী কারণে টিন বাতিল করা যৌক্তিক বিষয়। কিন্তু করযোগ্য আয় না থাকলে টিন বন্ধ বা বাতিল করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ, নতুন আয়কর আইন ২০২৩ অনুযায়ী করযোগ্য আয় না থাকলে বা আয় করসীমা অতিক্রম না করলে আপনাকে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রয়োজন নেই।

এছাড়া, ভবিষ্যতে অনেক জরুরী সেবা নিতে আমাদের আয়কর সার্টিফিকেট বা রিটার্ন জমা দেয়ার প্রয়োজনও হতে পারে। সেই দিক বিবেচনা করে টিন বাতিল না করলেই বেশি সুবিধা জনক।

তারপরও আপনার টিন বন্ধ করার শর্ত পালন হলে, উপযুক্ত কারণ থাকলে এবং তা সন্তোষজনক হলে, আপনার টিন সার্টিফিকেট Inactive করা যাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *