আয়কর নির্দেশিকা ২০২৩-২০২৪: রিটার্ন দাখিলের পূর্বে আপনার যা জানা উচিত

নতুন আয়কর আইন ২০২৩ এবং আয়কর নির্দেশিকা ২০২৩-২০২৪ অনুযায়ী আয়করে বেশ কিছু পরিবর্তন আনা হয়। দেখুন আয়করে কি কি পরিবর্তন আনা হয়েছে।

Advertisement

আয়কর নির্দেশিকা ২০২৩-২০২৪ হল জাতীয় রাজস্ব বোর্ড (NBR) দ্বারা প্রকাশিত একটি নির্দেশিকা যেখানে বাংলাদেশের আয়কর আইনের অধীনে আয়কর দাখিলের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এবং নিয়মগুলির ব্যাখ্যা করা হয়।

আয়কর নির্দেশিকায় সাধারণত যে বিষয়গুলো অন্তভূক্ত থাকে এগুলো হলো:

  • করযোগ্য আয়ের সীমা;
  • বিভিন্ন আয়ের উপর আয়কর হার;
  • আয়কর ছাড় এবং রেয়াত;
  • রিটার্ন দাখিলের প্রক্রিয়া;
  • আয়কর পরিশোধের পদ্ধতি;
  • আয়কর আইনের অধীনে করদাতাদের অধিকার এবং দায়িত্ব।

আয়কর নির্দেশিকা আয়কর দাখিলের জন্য একটি মূল্যবান হাতিয়ার যা করদাতাদের তাদের আয়কর দায়িত্বগুলি সঠিকভাবে বুঝতে এবং পূরণ করতে সাহায্য করতে পারে।

Advertisement

আরও পড়ুন:

আয়কর রিটার্ন দাখিল বা কর সংক্রান্ত কোন সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই আপনার নির্দেশিকাটি পড়তে হবে।

আপনি হয়তো জেনে থাকতে পারেন, এখন অনলাইনেই income tax return filing করা যাবে। যে কেউই অনলাইনে তার income tax return জমা দিতে পারবেন। Tax আসলে তাও অনলাইনে পরিশোধ করা যাবে।

Advertisement

আয়কর নির্দেশিকা ২০২৩-২০২৪ এর সাধারণ বিষয়সমূহ

সাধারণত প্রতিবছরই আয়কর আইনে কিছুটা পরিবর্তন করা হয়। তাই নির্দেশিকাতেও কিছু পরিবর্তন আসে। ২০২৩-২০২৪ করবর্ষের আয়কর নির্দেশিকায় যেসব উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, এগুলো হলো:

১. করমুক্ত আয়ের সীমা

সাধারণ করদাতা অন্যান্য শ্রেণীর করদাতার জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। সাধারণ ব্যক্তি শ্রেণীর করদাতার করমূক্ত আয়ের সীমা ৩ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ৩,৫০,০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ ৩,৫০,০০০ টাকার বেশি বার্ষিক আয় থাকলে বাড়তি আয়ের উপর কর দিতে হবে।

করমুক্ত আয়ের সীমা নিচে উল্লেখ করা হলো:

Advertisement
করদাতার শ্রেণি২০২২-২০২৩২০২২-২০২৩
স্বাভাবিক করদাতা৩,০০,০০০৩,৫০,০০০
মহিলা ও ৬৫ বছরের বেশি৩,৫০,০০০৪,০০,০০০
প্রতিবন্ধী৪,৫০,০০০৪,৭৫,০০০
গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা৪,৭৫,০০০৫,০০,০০০
তৃতীয় লিঙ্গ৩,০০,০০০৪,৭৫,০০০

এছাড়া মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৪ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা করা হয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা করা হয়েছে।

তৃতীয় লিঙ্গ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৪ লক্ষ ৭৫ হাজার টাকা করা হয়েছে।

২. ন্যূনতম করহার

২০২৩-২০২৪ অর্থবছরের জন্য, যে সকল করদাতার রিটার্ন দাখিলের আইনী বাধ্যবাধকতা রয়েছে তাদের আয়কর করমুক্ত সীমার মধ্যে থাকলেও ন্যূনতম ২০০০ (দুই হাজার) টাকা কর পরিশোধ করতে হবে।

Advertisement

৩. রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা

নতুন আয়কর আইন ২০২৩ অনুযায়ী, রিটার্ন দাখিলে বাধ্যবাধকতার আওতা কিছুটা পরিবর্তন হয়েছে। যেমন এখন TIN সার্টিফিকেট থাকলেই Income Tax Return জমা দিতে হবে না। তবে, যাদের বিগত ৩ বছরের মধ্যে কোন বৎসর কর নির্ধারণ করা হলেই, তাকে Tax Return জমা দিতে হবে।

তাছাড়া, যাদের আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করবে, যাদের বাধ্যতামূলক Income Tax Return জমা দিতে হবে, তাদের ক্ষেত্রে আগের মতই রিটার্ন দাখিল করতে হবে।

কাদের রিটার্ন দাখিল করতে হবে

৩ ধরণের ব্যক্তিদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে,

  1. যাদের মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করবে;
  2. যাদের সংশ্লিষ্ট আয়বর্ষের অব্যবহিত পূর্ববর্তী ৩ বছরের মধ্যে কোন বছর কর নির্ধারণ করা হয়;
  3. যাদের ৪৩ ক্ষেত্রে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে

৪. ব্যক্তি করদাতার সারচার্জের হার বৃদ্ধি

ব্যক্তি করদাতার প্রদর্শনযোগ্য নীট পরিসম্পদের মূল্যের ভিত্তিতে করদাতার Surcharge পরিগণনার পূর্বে নির্ধারিত প্রদেয় আয়করের উপর সারচার্জ বা অতিরিক্ত কর আরোপ করা হয়। নিম্নোক্ত ভিত্তি ও হারে সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে, যথা:

আয়ের সীমাসারচার্জ হার
৪ কোটি টাকা পর্যন্ত০%
৪ কোটি থেকে ১০ কোটি; বা
দুইটি মোটরগড়ি; বা ৮০০০ বর্গফুট বা তার বেশি গৃহ-সম্পত্তি
১০%
১০ কোটি থেকে ২০ কোটি২০%
২০ কোটি থেকে ৫০ কোটি৩০%
৫০ কোটির অধিক৩৫%

৫. পরিবেশ সারচার্জ

নতুন আয়কর আইন ২০২৩ অনুযায়ী, পরিবেশ সারচার্জেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। কোন ব্যক্তির একাধিক গাড়ী থাকলে একের অধিক যত গাড়ি থাকবে তার উপর নিম্নোক্তহারে সারচার্জ আরোপের বিধান প্রস্তাব করা হয়েছে:

মোটর যানের শ্রেণিকরের হার
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত২৫,০০০
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের অধিক কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক নয়৫০,০০০
২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক নহে৭৫,০০০
২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক নহে১,৫০,০০০
৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক নহে২,০০,০০০
৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক৩,৫০,০০০

৬. ভ্রমণ কর বৃদ্ধি

দেশের অভ্যন্তরে আকাশ পথে ভ্রমণ এবং দেশের বাইরে আকাশপথে, স্থল কিংবা জলপথে ভ্রমণের ক্ষেত্রে Travel Tax আরোপ করা হয়েছে নতুন আয়কর আইনে।

আকাশ পথে দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে ২০০ টাকা এবং দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে স্থল ও জলপথে ১০০০ টাকা, আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে দেশভেদে ২০০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত কর ধার্য্য করা হবে।

আয়কর নির্দেশিকা ২০২৩-২০২৪ ডাউনলোড

লাভজনক ব্যবসার আইডিয়া, বিনিয়োগ, আয়কর, অনলাইনে টাকা আয় সম্পর্কে বিভিন্ন আপডেট তথ্য পেতে, আমাদের ফেসবুক পেইজ ফলো করে রাখুন- MoneyAns। এছাড়া নিয়মিত ভিজিট করুন bn.moneyans.com

তথ্যসূত্র:

1. আয়কর আইন ২০২৩;
2. বাজেটে আনীত আয়করে পরিবর্তনসমূহ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *