মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় 2024
মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে চান? এই ব্লগে মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় ও কিভাবে টাকা ইনকাম করবেন তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আমরা অনেকেই মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় জানতে চাই। জেনে নিন, ৫ টি বিশ্বস্ত মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়, এমাজন বাউন্টি প্রোগ্রাম এফিলিয়েট মার্কেটিং, Survey করে ইনকাম, Micro Work Site থেকে ইনকাম, Reselling করে ইনকাম ও Telecom ব্যবসা করে ইনকাম করার উপায়।
আমাদের অনেকেরই অনলাইন থেকে ইনকাম করার প্রবল ইচ্ছা রয়েছে। কিন্তু তার জন্য ডেস্কটপ বা ল্যাপটপ ম্যানেজ করা সকলের জন্য সম্ভব হয়ে উঠে না। আর মোবাইল আমাদের নিত্য প্রয়োজনীয় ও সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তি। তাই আমরা মোবাইল দিয়ে ইনকাম করতে চাই। আজকে আমরা জানবো ১০০% কার্যকরী ৫ টি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়।
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়
বর্তমানে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে। কিন্তু সকলের পক্ষে সবকিছু করা সম্ভব হয়ে উঠে না। এছাড়াও ইন্টারনেটে আমরা এমন অনেক তথ্য পেয়ে থাকি যা শুধু প্রতারনা। প্রয়োজনের সময় বিশ্বস্ত সাইট টি না পেলে আমরা অনেকেই মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে হাল ছেড়ে দেই।
আমরা অনেক যাচাই-বাছাই করে মোবাইল দিয়ে ইনকামের ৫ বিশ্বস্ত উপায় আজকের আলোচনায় রেখেছি। সেগুলো হলো-
- এফিলিয়েট মার্কেটিং ও Amazon Bounty Programme;
- Online Survey করে ইনকাম;
- Micro Work Site থেকে ইনকাম;
- মোবাইল দিয়ে Reselling করে ইনকাম;
- Telecom ব্যবসা করে ইনকাম।
এই উপায়গুলো থেকে কিভাবে বিভিন্ন সাইটে ইনকাম করা যাবে তা ধাপে ধাপে বিশ্লেষণ করা হলো-
1. এফিলিয়েট মার্কেটিং ও Amazon Bounty Programme
এফিলিয়েট মার্কেটিং অনলাইন থেকে ইনকামের এক বিস্তর উপায়। বিশ্বে বহু এফিলিয়েট/ ই-কমার্স সাইট রয়েছে। তবে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স সাইট হচ্ছে Amazon. এই Amazon এর কথা আমরা সকলেই কম বেশি শুনেছি। প্রায় সকল ধরনের প্রোডাক্ট ও সেবার ব্যবস্থা রয়েছে এই Amazon এ।
Amazon এ প্রতি মাসে প্রায় ২৫০ মিলিয়ন ভিজিটর আসে। Amazon এর প্রতি ঘন্টায় সেল হয় প্রায় ১৭ মিলিয়ন ডলার, যা সেকেন্ডের সেল ৪৭২২ ডলার। প্রতিবছর এর আয়ের পরিমান ৪৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পায় পূর্বের বছর থেকে।
বর্তমানে প্রায় ৩,৭০,০০০ মানুষ এর এফিলিয়েট পার্টনার হয়ে ঘরে বসে ইনকাম করছে লক্ষ টাকা। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়ে সেরা হতে পারে এই এফিলিয়েট মার্কেটিং। বিভিন্ন সাইটে অথবা ফেসবুক মার্কেটিং করে প্রডাক্ট সেল করে ইনকাম করা যায় এখানে।
তবে একজন প্রফেশনাল এফিলিয়েট মার্কেটার হতে হলে প্রয়োজন একটি ব্লগ সাইট অথবা একটি ফেইসবুক পেজ, ইন্সটাগ্রাম ফলোয়ার, ইউটিউব চ্যানেল। এখান থেকে যাই হোক না কেনো আপনার মূল লক্ষ হিউজ পরিমান ট্রাফিক/জনবল। যত বেশি ট্রাফিক তত বেশি সেল ও তত বেশি ইনকাম।
বিগত কয়েক বছর ধরে Amazon Bounty Programme চালু করেছে। এখানে মূলত অফার প্রমোট করে নির্দিষ্ট ইনকাম করা যায়। প্রডাক্ট সেল হোক বা না হোক কাস্টমার আপনার ট্রাকিং লিংক থেকে এখানে প্রডাক্ট ক্রয়ের উদ্দেশ্যে একাউন্ট খুলে প্রডাক্ট ভিজিট করলেই আপনি পেয়ে যাবেন আপনার ইনকাম।
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় হিসেবে এটি খুবই সহজ। তবে মজার ব্যাপার হলো কাস্টমারের কোন প্রডাক্ট কিনার বাধ্যকতা নেই এবং কোন খরচ ও করতে হবে না।
Amazon Bounty Programme এ যে বাউন্টি থেকে ইনকাম করা যায়-
- Amazon Baby Wishlist- শিশুর জন্মগ্রহনের পূর্বেই তার জন্য প্রয়োজনীয় প্রডাক্ট ক্রয়ের জন্য সিলেক্ট করে রাখা যায়। পরবর্তীতে পন্য না কিনলেও শুধু ভিজিট করার জন্য এফিলিয়েটর কমিশন পাবে। প্রতি রেফার 3$।
- Amazon Wedding list- বিবাহ সম্পর্কিত পন্য পূর্বে সিলেক্ট করার সুযোগ। প্রতি রেফার 3$।
- Amazon Audible Free Trial- ভিজিটর প্রায় ২,০০,০০০+ বিখ্যাত নানা ধরনের বইয়ের অডিও ভার্সন শুনতে এক্সেস পাবে। প্রতি রেফার 5$.
- Amazon Prime Music Free Trial- প্রাইম মেম্বার প্রায় ৭০ মিলিয়ন গান, মিউজিক, প্রিমিয়াম মিউজিক শুননতে এক্সেস পাবে। প্রতি রেফারে 5$.
- Amazon Prime Video Free Trial- প্রাইম মেম্বার মুভি, টিভি শো, কমিক্স, মেগাজিন ইস্যু ভিডিও এক্সেস পাবে। প্রতি রেফারে 3$.
- Amazon Prime Student Free Trial- প্রাইম মেম্বারগন বিভিন্ন শিক্ষা বিষয়ক অডিও, ভিডিও, রাইটিং দেখার এক্সেস পাবে। প্রতি একজন রেফারে পাবেন 3$.
Amazon এর এই অফারগুলো দিয়েছে বাড়তি ইনকাম করার সহজ উপায়। এখান থেকে ১০০% পেমেন্ট পাওয়া যায়। কিন্তু এর কিছু নিষেধাজ্ঞা রয়েছে-
- ফেক রেফার করা যাবেনা।
- ট্র্যাক করার মতো আপনার একটি ট্রাফিক সোর্স লাগবে। যেমন- ফেইসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টুইটার, পিন্টারেস্ট কিংবা একটি ব্লগ সাইট।
- একটি মোবাইল এবং একজন মানুষের তথ্য দিয়ে একটি মাত্র Amazon Associate Account খুলতে পারবে। অন্যথায়, সাসপেন্ড হবে।
বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গুগলে Amazon Associate Marketing সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়া আছে। তাই,আজই কাজ লাগান এই মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়।
2. Online Survey করে ইনকাম
Survey বা জরিপ সর্বত্রই লক্ষ করা যায়। বাংলাদেশে আমরা নানারকম জরিপ করে থাকি। যেমন- জনশুমারি, পরিবার শুমারি, কৃষি শুমারি। এই জরিপ গুলোর মাধ্যমে আমরা দেশের অবস্থা সম্পর্কে জানতে পারি।
এরকম ভাবেই বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের পন্য উৎপাদনের পূর্বে পন্যেস মান কেমন হলে ভালো হবে, কোন পন্যটির মার্কেটে চাহিদা বেশি ইত্যাদি জরিপ করে থাকে সাধারন মানুষের কাছে প্রশ্ন উত্তর গ্রহনের মাধ্যমে। অনলাইনে এরকম জরিপ করাই মূলত অনলাইন সার্ভে।
অনলাইনে জরিপ করার জন্য প্রতি প্রশ্নের উত্তরের বিনিময়ে নির্দিষ্ট পরিমান ইনকাম দেওয়া হয়। আমেরিকাসহ বিভিন্ন উন্নত রাষ্ট্রে এই Survey Programme করে থাকে প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো। কিছু Survey সাইট সেই জরিপের জন্য কাজ করে থাকে। এমন কয়েকটি বিশ্বস্ত সাইট হলো-
- Ysense
- Swagbucks
- Toluna
- Survey Junkie
- InBox Dollars
- Opinion Outpost
- Lifepoints
- Google Opinion Rewards
- Valued Opinions Uk
- Onepull
- Inbox Pounds
- Paid Viewpoint
- Branded Survey
এই Survey সাইটগুলো থেকে মোবাইল দিয়ে প্রতিদিন ৩-৪ ঘন্টা কাজ করে মাসে ৮-১৫ হাজার টাকা ইনকাম করা যায়।
তবে যেহেতু বেশিরভাগ Survey গুলো বিভিন্ন উন্নত রাষ্টের জন্য। তাই আপনার প্রয়োজন হবে একটি IP Address অথবা VPS. যা আপনি খুব কম মূল্যেই বিভিন্ন আইপি প্রোভাইডার সাইট থেকে ক্রয় করতে পারবেন। তাই, কাজে লাগাতে পারেন মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় টি।
3. Micro Job Site থেকে ইনকাম
ফ্রিল্যান্সিং টাকা ইনকামের একটা বিস্তর উপায়। তবে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করার মতো মেধা, ধৈর্য, অবস্থা কিংবা প্রয়োজনীয় কম্পিউটার, ল্যাপটপ সবার থাকে না। তাই মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় হিসেবে আমরা অনেকেই চাই সহজ ও ছোট ছোট কাজ করে ইনকাম করতে।
Micro Job Site গুলোতে আমরা ভিডিও দেখে, লাইক/ফলো করে, রেফার করে, সাইন আপ করে এবং ওয়েবসাইট ভিজিট করেও ইনকাম করতে পারি। এখানে কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। বর্তমানে এমন অনেক সাইট আছে।
কয়েকটি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় হিসেবে বিশ্বস্ত ও বেশি ইনকাম দেয় এমন সাইট আমরা বাছাই করেছি-
- Microworkers
- Rapidworkers
- Picoworkers ( বর্তমান নাম- Sproutgigs)
- Jobboy
- Work up job
- Micro work jobs
- Maxclerk
- Click worker
- Truelancer
- Worked bd
- Micro work bd
- Dhaka work
এই সাইটগুলোতে খুব সহজেই একাউন্ট খুলা যায়। আপনি যদি এই সাইট গুলো থেকে প্রতি সাইটে দিনে 0.5$ ডলারও ইনকাম করে থাকেন, তাহলে সব গুলো সাইট থেকে আপনি প্রতিদিন প্রায় 5-6$ ইনকাম করতে পারবেন। এটি অন্যতম সহজ একটি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়।
4. মোবাইল দিয়ে Reselling করে ইনকাম
কোন পন্য উৎপাদনকারীর থেকে কম মূল্যে ক্রয় করে তাতে লাভ যুক্ত করে বেশি দামে বিক্রি করার প্রক্রিয়াই Reselling. বর্তমানে দেশব্যাপী ও বিশ্বজুড়ে বহু মানুষ রিসেলিং করে ইনকাম করছে মোবাইল দিয়েই।
Reselling করতে প্রয়োজন হয়না কোন মূলধনের, স্টকহোমের বা পন্য পরিবহন ব্যবস্থার। এ সব কিছুই করে থাকে Resller নিয়োগকারী প্রতিষ্ঠান। আপনাকে শুধু কাস্টমার আনতে হবে এবং সেল করতে হবে। এরই মাঝে পেয়ে যাবেন আপনার বাড়তি ইনকাম। মোবাইল দিয়ে ফেইসবুক পেজ খুলে কিংবা বিভিন্ন ওয়েবসাইট বা গ্রুপে পন্যের প্রচার করাই আপনার কাজ।
বর্তমানে বাংলাদেশে অনেকগুলো Reseller প্রতিষ্ঠান রয়েছে-
- Shop up
- Reseller Hub
- Bbazar
- Bdshop
- Circle Bd
- Uddom
- Deshifi
- EGoal Bd
- My Bangla
- Cellbazar
- Bayomo
এখান থেকে পন্য বিক্রয় করা অন্যতম সহজ মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়।
5. Telecom ব্যবসা করে ইনকাম
আমাদের আজকের মূল অংশই মোবাইল, যা কিনা SIM বা নেটওয়ার্ক ছাড়া মোটামুটি মূল্যহীন। বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের প্রতিষ্ঠান গুলোর মধ্যে SIM কোম্পানি গুলোই সেরা। প্রতিদিন কোটি কোটি রিচার্জ ও অফার কিনা হয় এই কোম্পানিগুলো থেকে। কিন্তু Telecom সার্ভার গুলো ইনকামের এক অনন্য সুযোগ করে দিচ্ছে।
SIM কোম্পানিগুলো তাদের রিচার্জ ও অফার রেট এর একটা অংশ কমিশন দিয়ে থাকে এজেন্ট ও Telecom ব্যবসায়ীদের। Telecom ব্যবসায়ে কম সার্ভার থেকে কম মূল্যে অফার কিনে তা রেগুলার মূল্যে বিক্রয় করলে অনেক ইনকাম করা যায়।
উপরের ছবিতে দেখতেই পাচ্ছেন কোম্পানি থেকে দেওয়া রেগুলার মূল্য ও আপনার ক্রয়মূল্যে কতটা তফাৎ। প্রতিদিন ৩-৪ টি অফার সেল করতে পারলেও আপনি ২০০-৪০০ টাকা ইনকাম করতে পারবেন।
এমন অনেক টেলিকম থাকলেও কয়েকটি বিশ্বস্ত সার্ভার হলো-
- Islami Telecom
- Deshi Telecom
- Halal Telecom
- Genius Telecom
এখান থেকে আপনি কোন কাজ না করেই দিনে কিছুটা সময় দিয়ে ইনকাম করতে পারবেন মাসে ৮-১০ হাজার টাকা। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় এ এটি অন্যতম সহজ উপায়।
উপরোক্ত উপায়গুলোর যেকোন একটি উপায়ে কাজ করেও ইনকাম করা যায় অনেক। তাই এখনি বেছে নিন মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়।
FAQ’s
হ্যাঁ, মোবাইল দিয়ে টাকা ইনকাম করা সম্ভব। আপনার কোন স্কিল থাকলে সঠিক গাইডলাইন মেনে খুব সহজেই মোবাইল থেকে ভালো ইনকাম করা যায়।
মোবাইল দিয়ে Reselling, Telecom ব্যবসা, এফিলিয়েট মার্কেটিং, আর্টিকেল রাইটিং, Micro Job ইত্যাদি করে ইনকাম করা যায়।
বিভিন্ন পন্য উৎপাদনের পূর্বে কোম্পানি সেই পন্যের বাজার চাহিদা ও কোয়ালিটি সম্পর্কে জরিপ করে থাকে। অনলাইনে সেই জরিপ করাকেই Online Survey বলে।
ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করাই অনলাইন ইনকাম।
শেষকথা
প্রযুক্তির সহজ যুগে উপার্জনের পথও হয়ে উঠছে আরও সহজ। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করেই কাঙ্খিত ফলাফল পাওয়া যায়। সময় ও শ্রম দেওয়ার বিনিময়ে ঘরে বসেই মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় রয়েছে অনেক। আপনাকে শুধু বেছে নিতে হবে সঠিক মাধ্যমটি। তাই মূল্যবান সময়কে কাজে লাগিয়ে পছন্দের ইনকামের সুযোগটি বেছে নেওয়াই উচিৎ।
আমাদের আজকের লেখার মূল বিষয় ছিলো মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়। এখানে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইনকামের নির্দেশনা দেওয়া হয়েছে। লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম উপকারী লেখা পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। এবং আমাদের ফেইসবুক পেজে লাইক/ ফলো করে পাশেই থাকুন, ধন্যবাদ।