টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড করুন

টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সহজেই। টিন সার্টিফিকেট হারালে চিন্তার কোন কারণ নাই যদি আপনার TIN Number জানা থাকে।

Advertisement

হয়তো আপনার টিন সার্টিফিকেট হারিয়ে গেছে। চিন্তার কোন কারণ নেই যদি আপনার কাছে টিন নাম্বার থাকে। আপনি সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন।

আর যদি আপনার কাছে TIN Number না থাকে, আপনি হারানো টিন সার্টিফিকেট ডাউনলোড করার প্রক্রিয়াটি দেখতে পারেন।

TIN number দিয়ে টিন সার্টিফিকেট বের করার জন্য আপানকে এনবিআরের E Return ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। আসুন দেখে নিই কিভাবে করবেন।

Advertisement

টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড

টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ভিজিট করুন E Return Registration লিংকে;
  • TIN নাম্বার ও মোবাইল নম্বর দিন;
  • ক্যাপচা পূরণ করে Verify ক্লিক করুন;
  • মোবাইলে আসা OTP দিন এবং Password সেট করে Submit করুন;
  • প্রোফাইলে লগইন করে Tax Record অপশন থেকে টিন সার্টিফিকেট ডাউনলোড করুন।

ধাপ ১: ই রিটার্ন ওয়েবসাইটে নিবন্ধন করুন

প্রথমে, E Return Registration এই লিঙ্কে যান এবং আপনার টিন নাম্বার এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিখুন। মোবাইল নম্বরের প্রথম শূন্য লিখবেন না। আপনাকে অবশ্যই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যেটি আপনার NID নম্বরের সাথে Biometric Registration করা আছে।

ই রিটার্ন রেজিস্ট্রেশন

তারপর Captcha Code টাইপ করুন এবং “Verify” বোতামে ক্লিক করুন।

Advertisement

আপনার দেওয়া মোবাইল নম্বরে আপনি একটি 6-সংখ্যার ওটিপি পাবেন। OTP টি পরবর্তী ধাপে লিখুন। আপনি যদি ওটিপি না পান, আপনি 5 মিনিট পরে এটি আবার পাঠাতে পারেন।

এখন, আপনার ই রিটার্ন অ্যাকাউন্টের জন্য একটি সুরক্ষিত Password সেট করুন। আপনার পাসওয়ার্ডে ন্যূনতম Capital Letter + Small Letter + Number + Mark থাকতে হবে। এখানে একটি নমুনা পাসওয়ার্ড “Dhaka123#।

টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড

অবশেষে, নিবন্ধন সম্পূর্ণ করতে “Submit” বাটনে ক্লিক করুন।

যে কেউই TIN থাকলে এখানে রেজিস্ট্রেশন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা, আয়কর সার্টিফিকেট সংগ্রহ করা এবং অন্যান্য সেবা নিতে পারবেন।

Advertisement

ধাপ ২: ই রিটার্ন অ্যাকাউন্টে লগইন করুন

সফলভাবে রেজিস্ট্রেশন করার পর, ১৩ ডিজিটের টিআইএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে যে Password আপনি প্রথম ধাপে সেট করেছেন।

এজন্য “Sign In” অপশনে গিয়ে টিন নাম্বার এবং পাসওয়ার্ড লিখুন। তারপর ক্যাপচা পূরণ করে Sign In ক্লিক করুন।

ধাপ ৩: টিআইএন সার্টিফিকেট ডাউনলোড করুন

ই রিটার্ন প্রোফাইলে লগইন করার পর, বামপাশে Tax Record অপশন থেকে TIN Certification লিংকে যান। এখানে আপনার টিন সার্টিফিকেট দেখতে পাবেন। Download বাটনে ক্লিক করে টিন সার্টিফিকেটের PDF ফাইল ডাউনলোড করতে পারবেন।

শেষ কথা

এই পদ্ধতিতে আপনার টিন নম্বর থাকলেই আপনি TIN সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যদি আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা TIN না থাকে, আপনি E TIN Registration ওয়েবসাইট থেকে আপনার Username বা Password পুনরুদ্ধার করেও টিন সার্টিফিকেট বের করতে পারেন।

Advertisement

আয়কর সংক্রান্ত আরও তথ্য

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *