গরুর খামার করতে ব্যাংক লোন ২০২৪
গরু মোটাতাজাকরণ, ডেইরি ফার্ম ও কৃষি খামের অর্থায়নের জন্য বিভিন্ন ব্যাংক সহজ শর্তে লোন দিয়ে থাকে। জানুন গরুর খামার করতে ব্যাংক লোন নিয়ে বিস্তারিত।
বর্তমানে খামারি (Farming) ব্যবসা অনেক লাভজনক। খামারিদের সহযোগিতার জন্য বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো গরুর খামার করতে ব্যাংক লোন প্রদান করে। গরুর খামার করতে ব্যাংক লোন নেয়ার পদ্ধতি এবং কি কি শর্ত মানতে হবে এই সম্পর্কে বিস্তারিত নিয়ে নিচের লেখাটি সাজানো হয়েছে।
বর্তমানে লাভজনক ব্যবসা গুলোর মধ্যে খামার ব্যবসা অন্যতম। আপনি গরুর খামার ব্যবসা করতে চান কিন্তু আপনার হাতে পর্যাপ্ত মূলধন নেই সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে গরুর খামারের জন্য এই খাতে Bank Loan গ্রহণ করতে পারবেন।
আজকাল অনেক ব্যাংক গ্রাহকদের দ্রুত সময়ের মধ্যে অনলাইন লোন বা ডিজিটাল লোন বিতরণ করছে। তাই, স্বল্প মুলধনের প্রয়োজনে আপনি এসব অনলাইন লোনের আবেদন করতে পারেন।
গরুর খামার করতে ব্যাংক লোন
বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র্য বিমোচনের জন্য Bank গুলো নতুন খামার উদ্যোক্তাদের গরুর খামার করতে ব্যাংক লোন প্রদান করে। এই Loan গ্রহণের জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
জনসংখ্যা বৃদ্ধির ফলে চাকরির খাত কমে এসেছে এবং বাংলাদেশে বেকারত্বের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। তাই ব্যবসায়িকভাবে নিজেকে স্বাবলম্বী করার লক্ষ্যে অনেক নুতন উদ্যোক্তারা গরুর খামার করার সিদ্ধান্ত নিয়েছে।
বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো এই সকল উদ্যোক্তাদের সাহায্য করতে এবং তাদের অর্থনৈতিক অবস্থানের উন্নতি ঘটাতে গরুর খামার করার জন্য ব্যাংক লোন প্রদান করে। খামারিদের মূলধন সমস্যা হলে ব্যাংক থেকে গরুর খামার খাতে লোন গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন
- বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক
- ব্যাংক ঋণ পরিশোধ না করার শাস্তি
- ব্যাংক ঋণ নেয়ার আগে আপনার যা জানা উচিত
গরুর খামার করতে লোন গ্রহণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- কর্ম অভিজ্ঞতা সার্টিফিকেট বা Training Certificate;
- আবেদনকারীর National ID Card/ Passport;
- আবেদনকারীর Passport Size Color Photo;
- একজন Guarantor বা নিশ্চয়তাদানকারী;
- গরু পালন স্থানের ডকুমেন্টস এবং এ সম্পর্কিত অন্যান্য তথ্যাদি;
- Tin Certificate;
- Trade License;
- জামানত (বিশেষ ক্ষেত্রে)।
এছাড়াও ব্যাংকভেদে অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হতে পারে।
যে সকল ব্যাংক গরুর খামার করতে লোন প্রদান করে
- অগ্রণী ব্যাংক
- ইসলামী ব্যাংক
- ট্রাস্ট ব্যাংক
- ব্রাক ব্যাংক
- জনতা ব্যাংক
- ব্যাংক এশিয়া
- কর্মসংস্থান ব্যাংক
ব্যাংক | সুদের হার | ঋণের পরিমাণ | মেয়াদ |
অগ্রণী ব্যাংক | ৩% | ১,০০,০০০ থেকে ৩,০০,০০০ | ১ থেকে ৫ বছর |
ট্রাস্ট ব্যাংক | 9% | ১,০০,০০০ থেকে ৪,৫০,০০০ | ৪ বছর |
ব্রাক ব্যাংক | ৫% | ১,০০,০০০ থেকে ৩,০০,০০০ | ৩ বছর |
জনতা ব্যাংক | ৯% | ৯০,০০০ থেকে ৪,০০,০০০ | ৩ বছর |
ব্যাংক এশিয়া | ৮% | ১,০০,০০০ থেকে ৫,০০,০০০ | ৩ বছর |
কর্মসংস্থান ব্যাংক | 8% | ৫০,০০০ থেকে ৫,০০,০০০ | ২ থেকে ৫ বছর |
অগ্রণী ব্যাংক খামার লোন
গরুর খামার করতে অগ্রণী ব্যাংক খামারিদের লোন প্রদান করে। অগ্রণী ব্যাংক থেকে গরুর খামার করতে লোন গ্রহণের পূর্বে এই লোনের নীতিমালা সম্পর্কে জেনে নেয়া শ্রেয়। সাধারণত এই ব্যাংকগুলো বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে দুগ্নজাত উৎপাদন খাতে Bank Loan প্রদান করে।
লোন ফিচার
- মেয়াদ: ১ থেকে ২ বছর
- সুদের হার: ৩%
- ঋণের ক্ষেত্র: গবাদি পশু পালন
- ঋণের পরিমাণ: ১,০০,০০০ থেকে ৪,৫০,০০০ টাকা
- লোন সংক্রান্ত তথ্য: অগ্রণী ব্যাংক SME লোন
অগ্রণী ব্যাংক খামার লোন নিতে কি কি প্রয়োজন
- অগ্রণী ব্যাংক থেকে গরুর খামার করতে লোন গ্রহন করার জন্য অবশ্যই নিজস্ব খামার জমি থাকতে হবে।
- যে জমিতে আপনি খামার করা যাচ্ছেন উক্ত জমির দলিল/ ডকুমেন্টস প্রদান করতে হবে।
- ঋণ আবেদনকারীকে গরু পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে উক্ত সার্টিফিকেট প্রদান করতে হবে।
অগ্রণী ব্যাংক খামার লোনের শর্ত
অগ্রণী ব্যাংক থেকে গবাদি পশুর খামার করতে লোন গ্রহনের পূর্বে অবশ্যই আপনাকে এই বিষয়ে অভিজ্ঞ হতে হবে এবং যেই জমির উপরে আপনি খামার তৈরি করার চাচ্ছেন উক্ত জমির মালিকানা আপনার হতে হবে। এছাড়াও লোন গ্রহনের আগে Trade License প্রয়োজন হবে।
অগ্রণী ব্যাংক খামার লোনের মেয়াদ ও সুদের হার
সাধারণত অগ্রণী ব্যাংক থেকে গবাদিপশুর খামার করতে ৩% হারে সুদে সহজ শর্তে লোন প্রদান করে এবং উক্ত লোনের মেয়াদ সর্বোচ্চ ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত।
ট্রাস্ট ব্যাংক খামার লোন
ক্ষুদ্র পর্যায়ে গরুর খামার তৈরি করতে ট্রাস্ট ব্যাংক লোন প্রদান করে। বিশেষ করে যারা নতুন গরুর খামার ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ট্রাস্ট ব্যাংকের 4 Cow integrated Farm Loan এই লোন সার্ভিসটি অনেক উপকারী হবে।
ট্রাস্ট ব্যাংক থেকে গবাদি পশু পালন লোন গ্রহণের জন্য অবশ্যই আবেদনকারীকে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন অথবা গরু পালন বিষয়ে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এবং আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হলে লোন গ্রহণের উপযোগী বলে বিবেচিত হবে।
লোন ফিচার
- মেয়াদ: সর্বোচ্চ ৪৮ মাস তথা ৪ বছর।
- সুদের হার:
- ঋণের ক্ষেত্র: গবাদি পশু পালন
- ঋণের পরিমাণ: ১ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা
কি কি প্রয়োজন
লোন আবেদনকারীর ট্রেড লাইসেন্স এবং গরু পালনের স্থান/ খামারের দলিল ও মালিকানা। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই পূর্বে গরু পালন বিষয় ট্রেনিং নিতে হবে উক্ত ট্রেনিং প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত কর্ম অভিজ্ঞতা সার্টিফিকেট।
ব্র্যাক ব্যাংক খামার লোন
২০১৬ সাল থেকে ব্রাক ব্যাংক দুধ উৎপাদন খাতে লোন প্রদান করে। গরুর খামারিদের খুব সহজ শর্তে স্বল্প সময়ে ব্র্যাক ব্যাংক লোন প্রদান করে থাকে। প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত খামারিদের সুষ্ঠুভাবে খামার পরিচালনায় ব্র্যাক ব্যাংক দুধ উৎপাদন খাতে লোন প্রদান করে।
লোন ফিচার
- মেয়াদ: সর্বোচ্চ ৪৮ মাস তথা ৪ বছর।
- সুদের হার: ৫%
- ঋণের ক্ষেত্র: গবাদি পশু পালন
- ঋণের পরিমাণ: ১,০০,০০০ – ৩,০০,০০০ টাকা
ব্র্যাক ব্যাংক খামার লোন নিতে কি কি প্রয়োজন
ব্র্যাক ব্যাংক থেকে গরুর খামার করতে লোন গ্রহণের জন্য অবশ্যই আবেদনকারীকে ব্র্যাক ব্যাংকের সদস্য হতে হবে। লোন গ্রহণের পূর্বে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র ও গরুর খামারের জমির মালিকানা, ট্রেড লাইসেন্স সংগ্রহ করে রাখতে হবে। লোনের জন্য আবেদনের পরে ব্র্যাক ব্যাংক থেকে একটি Team খামার পরিদর্শনে আসবে।
ব্র্যাক ব্যাংক লোন নেয়ার শর্তাবলী
লোন গ্রহণের পূর্বে অবশ্যই আপনাকে একজন ব্রাক ব্যাংকের সদস্য হতে হবে এবং গরুর খামার বিষয়ক পূর্ণ অভিজ্ঞতা অথবা ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
জনতা ব্যাংক ডেইরি ফার্ম লোন
অন্যান্য সকল ব্যাংকের মতো গরুর খামার করতে জনতা ব্যাংক লোন প্রদান করে। খুব অল্প শর্তে জনতা ব্যাংক থেকে Agriculture Loan এর আওতায় উন্নত জাতের গাভী পালন, মহিষ ও ছাগল-ভেড়া পালন, দুগ্ধ উৎপাদনের জন্য লোন গ্রহন করতে পারবেন।
জনতা ব্যাংক ডেইরি ফার্ম লোন নিতে কি কি লাগে
জনতা ব্যাংক থেকে Agriculture লোনের আওতায় গাভী পালন লোন গ্রহণের জন্য অবশ্যই আবেদনকারীকে পূর্ণবয়স্ক হতে হবে এবং জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। গরুর খামারের জন্য নির্দিষ্ট স্থান/ জায়গার মালিকানা আবেদনকারীর হতে হবে এবং গরু পালন বিষয়ে পূর্ণ অভিজ্ঞতা বা ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
জনতা ব্যাংক ডেইরি ফার্ম লোনের সুদের হার ও মেয়াদ
জনতা ব্যাংক থেকে ৩ বছর মেয়াদে শতকরা ৯% হারে সুদে গরুর খামার করতে Agriculture Loan গ্রহণ করতে পারবেন। প্রতিটি গরুর জন্য ৯০,০০০ টাকা করে সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত লোন গ্রহন করতে পারবেন।
জনতা ব্যাংক ডেইরি ফার্ম লোনের শর্তাবলী
জনতা ব্যাংক থেকে উক্ত লোন গ্রহনের জন্য অবশ্যই আবেদনকারীকে বাংলাদেশের সু-নাগরিক হতে হবে এবং গাভী পালন সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। লোনের জন্য আবেদনকারীকে পূর্ণবয়স্ক হতে হবে।
ব্যাংক এশিয়া ডেইরি লোন
গরু পালনের জন্য ব্যাংক এশিয়ার ডেইরি সাপোর্ট লোন নিতে পারেন। ব্যাংক এশিয়া প্রধানত নিম্মোক্ত ক্ষেত্রে ডেইরি লোন দিয়ে থাকে,
- ষাঁড়/গরু/ছাগল/ভেড়া ক্রয়;
- গরুর মাংস ও মোটাতাজাকরণ;
- দুগ্ধ খামার;
- বায়োগ্যাস প্ল্যান্ট
লোন ফিচার
- সুদের হার: ৮%
- ঋণের ক্ষেত্র: গবাদি পশু পালন
- ঋণের পরিমাণ: ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা
- মেয়াদ: ১ থেকে ৩ বছর
- লোন সংক্রান্ত তথ্য: ব্যাংক এশিয়া কৃষি লোন
ব্যাংক এশিয়া ডেইরি লোন নিতে কি কি লাগে
ব্যাংক এশিয়া থেকে গরুর খামার করতে লোন গ্রহণের জন্য আবেদনকারীকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়াও লোনের জন্য আবেদনের পূর্বে খামারের জায়গা নির্ধারণ করতে হবে। আবেদনের পরে ব্যাংক এশিয়ার একটা টিম আপনার খামারের স্থান পরিদর্শনে আসবে।
৫ লক্ষ টাকার বেশি পরিমাণ ঋণের ক্ষেত্রে নগদ বা অনগদ সম্পত্তির জামানত প্রয়োজন হবে।
ব্যাংক এশিয়া ডেইরি লোন নেয়ার শর্তাবলী
ব্যাংক এশিয়া থেকে লোন গ্রহণের জন্য অবশ্যই আপনাকে গরুর খামারের উপর অভিজ্ঞ হতে হবে। পূর্ণ অভিজ্ঞতা ছাড়া ব্যাংক এশিয়া লোন প্রদান করবে না। এছাড়াও আবেদনকারীকে বাংলাদেশের সু-নাগরিক হতে হবে। পূর্বে ঋণভঙ্গার অভিযোগ থাকলে লোনের জন্য বিবেচিত হবে না।
কর্মসংস্থান ব্যাংক গবাদি পশু ঋণ
বেকার এবং অর্ধবেকার যুবকদের আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক বিভিন্ন খাতে লোন প্রদান করে। এসব খাতের মধ্যে অন্যতম হলো গবাদিপশু মোটাতাজাকরণ ও দুগ্ধ খামার লোন কর্মসূচি। কর্মসংস্থান ব্যাংক নিজস্ব কর্মসূচির আওতায় গবাদিপশু মোটাতাজাকরণ ও দুগ্ধ খামার খাতে লোন প্রদান করে।
কর্মসংস্থান ব্যাংকের এই ঋণ প্রধানত গরু মোটাতাজাকরণ, ছাগল মোটাতাজাকরণ, ভেড়া/মেষ মোটাতাজাকরণ, মহিষ মোটাতাজাকরণ, গরুর দুগ্ধ খামার, ছাগলের দুগ্ধ খামার, ভেড়ার দুগ্ধ খামার, মহিষ দুগ্ধ খামার ইত্যাদির জন্য দেয়া হয়।
লোন ফিচার
- সুদের হার: ৮%
- ঋণের ক্ষেত্র: গবাদি পশু পালন
- ঋণের পরিমাণ: ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা
- মেয়াদ: ২ বছর, তবে প্রকল্পের পরিমাণ এবং লোনের পরিমাণ বিশেষ বিবেচনায় সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত হতে পারে।
কি কি কাগজপত্র লাগে
- আবেদনকারীর সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
- গ্যারান্টারের সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
- আবেদনকারী ও গ্যারান্টারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- উদ্যোক্তার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে উদ্যোক্তার দলিল/পর্চার ফটোকপি
- স্থানীয় ইউ.পি চেয়ারম্যান/পৌর মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
- প্রশিক্ষণ/অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।
কর্মসংস্থান ব্যাংক লোন গ্রহণের শর্তাবলী
- লোন গ্রহনের পূর্বে আবেদনকারীকে অবশ্যই গরুর খামার বিষয়ক পূর্ব অভিজ্ঞতা এবং ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এই লোন শুধুমাত্র বেকার এবং অর্ধ বেকার যুবকদের ক্ষেত্রে প্রযোজ্য।
- আবেদনকারীর উপরে অন্য কোন প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপির অভিযোগ থাকলে লোন গ্রহনে অযোগ্য বলে বিবেচিত হবে।
- গরুর খামার করতে ব্যাংক লোন গ্রহণের পূর্বে অবশ্যই আপনার গরুর খামার সম্পর্কিত ধারণা থাকতে হবে অথবা গরু পালন সম্পর্কিত ট্রেনিং গ্রহণ করে সার্টিফিকেট সংগ্রহ করে নিতে হবে। লোনের জন্য আবেদনের সময় উক্ত সার্টিফিকেট প্রয়োজন হবে।
- আবেদনকারীর বিরুদ্ধে পূর্বে কোন বেসরকারি / মালিকানা প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপির অভিযোগ থাকলে অভিযুক্ত ব্যক্তি লোন গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
- লোন গ্রহনের পূর্বে গরুর খামারের জায়গা চিহ্নিত করতে হবে এবং উক্ত জায়গার মালিকানা আবেদনকারীর নামে হবে। গরুর খামারের জন্য অবশ্যই পর্যাপ্ত জায়গা চিহ্নিত করে রাখতে হবে।
- কিছু কিছু ক্ষেত্রে লোনের জন্য জামানত প্রয়োজন হতে পারে।
বিঃ দ্রঃ:- ব্যাংক কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী লোনের পরিমাণ ও সুদের হার এবং মেয়াদকাল পরিবর্তন হতে পারে।