৫২ সপ্তাহের সর্বোচ্চ দরে ৫ শেয়ার – ২৭ জুলাই ২০২৫

গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ দরে লেনদেন হওয়া ৫ শেয়ার।

৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্যের ৫ শেয়ার

শেয়ার বাজারে বিদ্যমান মন্দা পরিস্থিতি পুরোপুরি না কাটলেও কিছু শেয়ার সপ্তাহের শুরুতে আজ রবিবার ক্রয় বিক্রয় হয়েছে গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ দরে। DSE Live Chart তথ্য অনুযায়ী আজ ২৭ জুলাই রবিবার যেসব শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, এপেক্স স্পিনিং, জিকিউ বলপেন, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স ইত্যাদি।

তবে গত সপ্তাহের শেষ দিনেও মেরিকো বাংলাদেশে সর্বোচ্চ দামে ক্রয়-বিক্রয় হয়েছে সর্বোচ্চ ২৭৫৮.৮০ টাকায়, যেখানে আজ সপ্তাহের শুরুতে ২৭০৬ টাকা ক্লোজিং প্রাইসে লেনদেন শেষ হয়।

৫২ সপ্তাহের সর্বোচ্চ দরে ৫ শেয়ার

Name of ShareSymbolOpening PriceClosing Price
Trust Islami Life InsuranceTILIL49.7052.20
APEX Spining and Knitting MillsAPEXSPINN135.10138.80
GQ Ball Pen IndustriesGQBALLPEN229.00226.20
Standard InsuranceSTANDARINS45.2045.40
Marico BangladeshMARICO2,705.002,706.20

শেয়ার বাজারের সাম্প্রতিক কিছু শেয়ারের উর্দ্ধগতি শেয়ারহোল্ডারদের মধ্যে কিছু স্বস্তি ফিরিয়ে এনেছে। অনেকে এখন লোকসান কাটিয়ে লাভ দেখছেন। তবে এর মধ্যেও কিছু কিছু বিনিয়োগকারী এখনো লোকসানে আছেন বলে জানা যাচ্ছে।

Similar Posts

মন্তব্য করুন