সর্বজনীন পেনশন: মাসে কত টাকা দিলে কত পেনশন

প্রতি মাসে ১০০০ টাকা নুন্যতম ১০ বছর জমা দিয়ে প্রতি মাসে ১৫৩০ টাকা করে পেনশন পাবেন ১৫ বছর। জেনে নিন মাসে কত টাকা দিলে কত পেনশন পাবেন।

Advertisement

বাংলাদেশে ১৮ বছর বয়স থেকে ৫০ বছর বয়সী সকল বেসরকারি চাকরিজীবি, ব্যবসায়ী, স্বনির্ভর, বেকার ও দরিদ্র সাধারণ জনগনকে পেনশন সুবিধার আওতায় আনতে বাংলাদেশ সরকার চালু করেছে সর্বজনীন পেনশন সুবিধা।

নুন্যতম ১০ বছর মাসিক কিস্তি জমা দিয়ে ৬০ বছর বয়স থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে মাসিক পেনশন। সর্বজনীন পেনশন ব্যবস্থায় আপাতত ৪টি Package বা Scheme চালু করা হয়েছে।

ভিন্ন ভিন্ন পেনশন স্কিম থাকলেও পেনশনের কত হবে তা নির্ভর করবে মাসিক কত টাকা চাঁদা জমা দিবেন এবং কত বছর জমা দিবেন তার উপর।

Advertisement

মাসে কত টাকা দিলে কত পেনশন?

প্রতি মাসে ১০০০ টাকা নুন্যতম ১০ বছর জমা দিয়ে প্রতি মাসে ১৫৩০ টাকা করে পেনশন পাবেন ১৫ বছর। এছাড়া, প্রতি মাসে ১০০০ হারে ২০ বছর জমা দিয়ে মাসিক পেনশন ৪,৯২৭ টাকা। এভাবে মাসিক চাঁদা ও বছর বৃদ্ধি পেলে পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে।

আসুন একনজরে দেখে নিই, মাসে কত টাকা দিলে কত পেনশন

Advertisement
চাঁদা প্রদানের সময় (বছর)১,০০০ টাকা২,০০০ টাকা৩,০০০ টাকা৫,০০০ টাকা৭,৫০০ টাকা১০,০০০ টাকা
৪২৩৪,৪৬৫৬৮,৯৩১১,০৩,৩৯৬১,৭২,৩২৭২,৫৮,৪৯১৩,৪৪,৬৫৫
৪০২৯,২০০৫৮,৪০০৮৭,৬০১১,৪৬,০০১২,১৯,০০১২,৯২,০০২
৩৫১৯,১৮৭৩৮,৩৭৪৫৭,৫৬১৯৫,৯৩৫১,৪৩,৯০২১,৯১,৮৭০
৩০১২,৪৬৬২৪,৯৩২৩৭,৩৯৮৬২,৩৩০৯৩,৪৯৫১,২৪,৬৬০
২৫৭,৯৫৫১৫,৯১০২৩,৮৬৪৩৯,৭৭৪৫৯,৬৬১৭৯,৫৪৮
২০৪,৯২৭৯,৮৫৪১৪,৭৮০২৪,৬৩৪৩৬,৯৫১৪৯,২৬৮
১৫২,৮৯৪৫,৭৮৯৮,৬৮৩১৪,৪৭২২১,৭০৮২৮,৯৪৪
১০১,৫৩০৩,০৬০৪,৫৯১৭,৬৫১১১,৪৭৭১৫,৩০২
মাসে কত টাকা দিলে কত পেনশন

সর্বজনীন পেনশন স্কিমসমূহ

সর্বজনীন পেনশন ব্যবস্থায় যেসব Scheme গুলো রয়েছে এগুলো হলো:

পেনশন স্কিমকাদের জন্যমাসিক চাঁদার পরিমাণ
প্রবাসপ্রবাসীদের জন্য৫০০০, ৭৫০০, ১০০০০ টাকা
প্রগতিবেসরকারি কর্মচারীদের জন্য২০০০, ৩০০০, ৫০০০ টাকা
সুরক্ষাআত্মকর্মসংস্থান বা অপ্রাতিষ্ঠানিক কর্মী, বেকার ও গৃহীনির জন্য১০০০, ২০০০, ৩০০০, ৫০০০ টাকা
সমতাখুবই স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য১,০০০ টাকা (চাঁদাদাতা ৫০০ টাকা + সরকারি অংশ ৫০০ টাকা)

১. প্রবাস পেনশন স্কিম

প্রবাস পেনশন স্কিমটি শুধুমাত্র বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের জন্য। এই স্কিমের আওতায় একজন নাগরিক মাসিক সর্বনিম্ন ৫০০০, ৭৫০০ এবং ১০০০০ টাকা চাঁদা জমা দিতে পারবেন। মাসিক কিস্তি জমা ও জমার বছরের উপর ভিত্তি করে পেনশন পাওয়া যাবে।

কোন নাগরিক চাইলে এই চাঁদার সমপরিমাণ অর্থ তিনি যে দেশে আছেন সে দেশের মুদ্রায় দিতে পারবেন। আবার দেশীয় মুদ্রাতেও দিতে পারবেন। এছাড়া ভবিষ্যতে যে কোন সময় স্কিম পরিবর্তনেরও সুযোগ রয়েছে।

স্কিম পরিবর্তনে কোন অসুবিধা নেই কারণ পেনশন কত টাকা হবে তা স্কিমের উপর নির্ভর করে না বরং মাসিক চাঁদা ও বছরের উপর নির্ভর করবে।

Advertisement
প্রবাস পেনশন স্কিম
প্রবাস পেনশন স্কিম: মাসে কত টাকা দিলে কত পাবেন

২. প্রগতি পেনশন স্কিম

প্রগতি পেনশন স্কিমটি শুধুমাত্র বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য । প্রগতি পেনশন স্কিমকেও ৩টি চাঁদার হারে ভাগ করা হয়েছে, যেমন ২০০০, ৩০০০ ও ৫০০০ টাকা। অর্থাৎ কেউ চাইলে এই স্কিমে মাসিক ২ হাজার, ৩ হাজার অথবা ৫ হাজার টাকা দিয়েও পেনশন চালু করতে পারেন।

আবার প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিকও প্রগতি স্কিমে অংশ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে মোট চাঁদার অর্ধেক কর্মচারী এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে।

প্রগতি পেনশন স্কিম
প্রগতি পেনশন স্কিম

৩. সুরক্ষা পেনশন স্কিম

সুরক্ষা পেনশন স্কিমটি স্বনির্ভর ব্যক্তি যেমন ব্যবসায়ি, ফ্রিল্যান্সার, কৃষক, বেকার ও গৃহীনিদের ব্যক্তির জন্য। এই স্কিমে চাঁদার হার ভাগ করা হয়েছে ৪টি যেমন, ১০০০, ২০০০, ৩০০০ এবং ৫০০০ টাকা।

প্রগতি পেনশন স্কিম
সুরক্ষা পেনশন স্কিম

৪. সমতা পেনশন স্কিম

দারিদ্রসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জন্য রয়েছে সমতা পেনশন স্কিম। এই স্কিমে শুধুমাত্র ১০০০ টাকা মাসিক চাঁদা যেখানে ব্যক্তি ৫০০ টাকা দিবে এবং বাকি ৫০০ টাকা সরকার দিবে। মূলত হতদরিদ্র মানুষের কথা বিবেচনা করে সরকার এই সুবিধা চালু করেছে।

Advertisement

এক্ষেত্রে দারিদ্রসীমা নির্ধারণ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। যেসব ব্যক্তিদের বার্ষিক আয় ৬০ হাজার টাকা বা তার কম তারাই কেবল এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন।

সমতা পেনশন স্কিম
সমতা পেনশন স্কিম

মাসিক চাঁদা কিভাবে জমা দিবেন

সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে অথবা অনলাইনে পেনশনের মাসিক চাঁদা জমা দেয়া যাবে। অনলাইনে সর্বজনীন পেনশনের চাঁদা জমা দিতে www.upension.gov.bd সাইটে গিয়ে আপনার পেনশনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর পেমেন্ট মেন্যুতে গিয়ে Sonali Payment Gateway এর মাধ্যমে কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাসিক কিস্তি জমা দিন।

সর্বজনীন পেনশনের সুবিধা

সর্বজনীন পেনশনের সুবিধাগুলো হচ্ছে এটি একটি বিনিয়োগ, তাই বিনিয়োগের জন্য কর রেয়াতের সুযোগ রয়েছে। তাছাড়া, এটি আয়করমুক্ত। পেনশনার ৬০ বছর বয়স থেকে ৭৫ বছর পর্যন্ত মাসিক পেনশন পাবেন। বিশেষ ক্ষেত্রে টাকার প্রয়োজন হলে জমাকৃত মোট অর্থের ৫০% পর্যন্ত ঋণ নেয়া যাবে।

সর্বজনীন পেনশনের সুবিধাগুলো হচ্ছে:

  • কমপক্ষে ১০ বছর মাসিক চাঁদা দিয়েই ৬০ বছর বয়স থেকে ৭৫ বছর পর্যন্ত ১৫ বছর মাসিক পেনশন।
  • এটি একটি আয়করমুক্ত বিনিয়োগ, তাই মাসিক পেনশন সম্পুর্ণ আয়করমুক্ত।
  • এই বিনিয়োগের জন্য কর রেয়াত পাওয়া যাবে।
  • নুন্যতম ১০ বছর চাঁদা দেয়ার আগে মারা গেলে নমিনি মুনাফা সহ সমুদয় টাকা এককালীণ পাবেন।
  • বিশেষ প্রয়োজনে টাকার দরকার হলে মোট জমাকৃত টাকার ৫০% ঋণ নেয়া যাবে।
  • অনলাইনে পেনশন চালু, কিস্তি জমা ও কত টাকা জমা হয়েছে চেক করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *