দোকানের হিসাব রাখার সেরা ৬ ফ্রি সফটওয়্যার | ফ্রি ব্যবসায়িক সফটওয়্যার

হিসাব নিকাশ ছাড়া কখনই ব্যবসার প্রকৃত লাভ-লোকসান জানা যায় না। জানুন ব্যবসার হিসাব রাখার জন্য সেরা ফ্রি কিছু সফটওয়্যার সম্পর্কে যা আপনার সত্যিই আপনার দরকার।

Advertisement

ব্যবসা ছোট হোক বা বড়, হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসার মজুদ পন্যের হিসাব, দেনা পাওনা, ক্রয়-বিক্রয় ও লাভ-লোকসানের সঠিক হিসাব না থাকলে হাজার চেষ্টা করেও আপনার ব্যবসাকে Next Level নিতে পারবেন না।

অনেকে সময়ের অভাবে বা সঠিক ও গ্রহনযোগ্য পদ্ধতিতে হিসাব রাখার জ্ঞানের অভাবে ব্যবসার হিসাব রাখতে পারছেন না। তাদের জন্য আমি কিছু Free Mobile Apps ও Computer Software নিয়ে এসেছি যেগুলো আপনার ব্যবসার হিসাব রাখার খুবই প্রয়োজন।

আমি শেয়ার করছি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য উপযোগী এবং Forbs এর প্রকাশিত Best Free Accounting Software যেগুলো আপনার ব্যবসার হিসাব নিকাশকে খুবই সহজ ও স্মার্ট করবে। ব্যবসার হিসাব রাখার এই সফটওয়্যার ব্যবহার করলে আর প্রয়োজন হবে না হিসাব রাখার খাতা।

Advertisement

দোকানের হিসাব রাখার সেরা ফ্রি সফটওয়্যার

আজকে আপনাদের দৈনন্দিন হিসাব-নিকাশের কাজকে আরও সহজ করতে, আমরা কথা বলেছি Computer এবং Mobile এ ব্যবহার করার জন্য ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার নিয়ে। যেগুলো কিনা আপনার হিসাব রাখার কাজকে কয়েক গুণে ফলপ্রসূ করে দিবে।

১. টালি খাতা (TallyKhata) – মোবাইলে হিসাব রাখার সফটওয়্যার

টালি-খাতা বাংলাদেশের App Developer দ্বারা তৈরি মোবাইলে হিসাব রাখার ফ্রি ব্যবসায়িক সফটওয়্যার। এই অ্যাপে রয়েছে চমৎকার সব ফিচার। ছোট-বড় সকল ব্যাবসায়িক কাজেই কার্যকর এই অ্যাপ। তাছাড়া হিসাবের সব তথ্য ব্যাকআপ হয়ে থাকবে তাই, তথ্য হারানোর কোন ভয় নেই।

Advertisement
দোকানের হিসাব রাখার সফটওয়্যার টালিখাতা

এই অ্যাপে রয়েছে-

  • কাস্টমারদের বাকি রাখা সংক্রান্ত হিসাব রাখারা সুবিধা ও বাকি আদায়ের ক্ষেত্রে Customer দের কাছে SMS পাঠানোর সুবিধা
  • ১০০% নির্ভুল গাণিতিক হিসাব প্রদানের সুবিধা
  • ব্যবসায়িক লোনের জন্য আবেদন সংক্রান্ত সুবিধা
  • Digital Payment করার সুবিধা

হিসাব নিকাশ বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড – ‍TallyKhata Download

২. এস ম্যানেজার

এস-ম্যানেজার বাংলাদেশ তৈরি আরও একটি চমৎকার হিসাব-নিকাসের অ্যাপ। এটি বর্তমানে প্রায় ৩০০০০+ ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের সুবিধা দিয়ে আসছে।

এতে রয়েছে চমৎকার বেশ কিছু ফিচার। যেমনঃ

Advertisement
  • দৈনিক সকল বিক্রয়ের হিসাব রাখা যায়
  • বাকিতে বিক্রয়ের হিসাব
  • পন্যের স্টকের হিসাব
  • বাকি আদায়ের জন্য এসএমএস পাঠানোর সুবিধা
  • ক্রেতার লিস্ট ও রিপোর্ট
  • ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কালেকশন
  • ডিজিটাল লোনের জন্য আবেদনের সুযোগ
  • ক্রেডিট কার্ড ব্যবহারকারী কাস্টমারের কাছে কিস্তিতে পন্য বিক্রয়ের সুবিধা।
  • ব্যবসার পাশাপাশি মোবাইলে টপ-আপ করে আয় করার সুযোগ।
  • এত কিছু ছাড়াও এস-ম্যানেজার মার্কেটিং সুবিধাও দিয়ে থাকে। বর্তমানে S Manager App অ্যাপ মাসিক ও বাৎসরিক কয়েকটি প্যাকেজের মাধ্যমে বেশ কার্যকরী সুবিধা দিয়ে থাকে।

দোকানের হিসাব রাখার সফটওয়্যার APK ডাউনলোড – ‍SManager Download

৩. জিএনইউক্যাশ

জিএনইউক্যাশ অ্যান্ড্রয়েড মার্কেটের একটি জনপ্রিয় হিসাব-নিকাশ সংক্রান্ত ফ্রি ব্যবসায়িক সফটওয়্যার। এটিতে সাধারণ হিসাব-নিকাশের কার্যাদি ছাড়াও কঠিনতর কাজও সম্পাদন করা সম্ভব। এই অ্যাপে বেশ কিছু ফিচার রয়েছে যা কিনা স্বয়ংক্রিয়ভাবেই অনেক কাজ সম্পাদন করে দেয়।

  • দ্বৈত তথ্য প্রদানের সুবিধা;
  • পূর্ব তালিকাভুক্ত লেনদেন সুবিধা;
  • গ্রাফ তৈরির সুবিধা;
  • ব্যাল্যান্স শিট তৈরির সুবিধা;
  • পোর্টফলিও মূল্যায়ন সুবিধা সহ আর বেশ কয়েকটি যুগোপযোগী সুবিধা।

GNU Cash ডাউনলোড – ‍GNU Cash Download

কম্পিউটারের জন্য ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার

১. Akaunting

Akaunting একটি Open Source এবং অনলাইন ভিত্তিক সফটওয়্যার। এটি সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। আপনাকে কখনোই এর বাড়তি কোন সুবিধার জন্য টাকা খরচ করতে হবে না।

Advertisement
দোকানের হিসাব রাখার সফটওয়্যার Akaunting

অনলাইন এবং অফলাইন দুইভাবে ব্যবহার করার জনপ্রিয় এবং ফ্রি হিসাব রাখার সফটওয়্যার। যারা ফ্রিতে সফটওয়্যার খুজছেন, তাদের জন্য এটা তাদের জন্য সেরা পছন্দ হতে পারে।

এই সফটওয়্যারের ফিচারসূমহ:

  • মোবাইল, কম্পিউটার এবং অনলাইন সব রকমভাবে ব্যবহার করা যায়।
  • ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে তৈরি। ছোট ব্যবসায়ের জন্য যা প্রয়োজন তার সব কিছু আছে।
  • সফটওয়্যারটিতে কখনো আজীবন Update পাবেন তাও আবার একদম ফ্রিতে।
  • Free Cloud Version এবং Self Hosted Version যেটি নিজস্ব হোস্টিং সার্ভারে ইনস্টল করতে পারবেন।
  • অনেকগুলো ভাষা ও মুদ্রা সাপোর্ট করে।

হিসাব নিকাশ বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড Akaunting

২. ZipBooks

ZipBooks ফ্রি এবং পেইড উভয় ধরণের সেবাই প্রদান করে। তবে ফ্রি ভার্সনেই আপনার ব্যবসায়ের মৌলিক হিসাব নিকাশগুলো সেরে যাবে। ফ্রি ভার্সনে যে ফিচারগুলো পাবেন

  • Unlimited Invoice তৈরি করতে পারবেন।
  • আনলিমিডেট কাস্টমার ও সাপ্লায়ার ম্যানেজ করতে পারবেন
  • সকল রিপোর্ট দেখতে পারবেন।
  • পেপাল ও Square এর মাধ্যমে Worldwide কাস্টমারের কাছ থেকে পেমেন্ট সংগ্রহ করতে পারবেন।

ভিজিট ZipBooks

৩. ZOHO Books

Zoho Books ফোর্বস এর সেরা ফ্রি একাউন্টিং সফটওয়্যারের তালিকায় ২য়। এই সফটওয়ারটিও সম্পূর্ন অনলাইনভিত্তিক। তাই এটি আপনার Mobile, Computer থেকে যেকোন স্থান থেকেই পরিচালনা করতে পারবেন।

সুবিধা ও ফিচারসমূহ:

  • আনিলিমিডেট ক্লায়েন্ট ও সাপ্লায়ার লিস্ট করতে পারবেন
  • প্রতি ক্লায়েন্টে জন্য আলাদা পোর্টাল তৈরি করা যাবে।
  • স্বয়ংক্রীয় পেমেন্ট রিমাইন্ডার
  • ইনভয়েস কাস্টমাইজেশন
  • মাসিক সাবস্ক্রিপশন ও বার বার ইনভয়েস করা যাবে।
  • ম্যানুয়েল জার্নাল
  • International Payment Gateways (Paypal, Stripe)

অসুবিধা- Zoho Books এর একটা লিমিটেশন হচ্ছে, Limited Invoice (Yearly 1000 invoice)। এখানে আপনি বাৎসরিক ১০০০টির বেশি ইনভয়েস তৈরি করতে পারবেন না। যদি আপনার বিক্রয় ও কাস্টমার বেশি হয় এটি আপনার জন্য উপযুক্ত নয়।

ভিজিট Zoho Books

হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার বেশি উপযোগী?

হিসাব নিকাশের জন্য Akaunting সফটওয়্যারটি বেশি উপযোগী কারণ এটি সম্পূর্ণ ফ্রি এবং Open Source সফটওয়্যার। তাছাড়া এটি Multilingual এবং Multicurrency Supported।

FAQs

দোকানের হিসাব রাখার ফ্রি সফটওয়্যার কোনটি?

দোকানের হিসাব রাখার ফ্রি সফটওয়্যার হচ্ছে Akaunting এবং TallyKhata। কম্পিউটারে ব্যবহারের জন্য Akaunting এবং মোবাইলে ব্যবহার করতে পারেন TallyKhata App।

হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার বেশি উপযোগী?

হিসাব নিকাশের জন্য Akaunting সফটওয়্যারটি বেশি উপযোগী কারণ এটি সম্পূর্ণ ফ্রি এবং Open Source সফটওয়্যার। এটি Multilingual এবং Multicurrency Supported।

শেষকথা

আমার মতে আপনি যদি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবসার হিসাব রাখতে চান, তাহলে TallyKhata অ্যাপটি আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ও সুবিধাজনক হবে। এটি বাংলাদেশের ব্যবসায়িদের জন্যই উপযোগী করে তৈরি করা হয়েছে।

আর যদি Computer থেকে দোকানের হিসাব রাখতে ব্যবহার করতে পারেন Akaunting যেটির সকল ফিচার সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, এটি চাইলে অনলাইন ভার্সনও আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।

অন্য সফটওয়্যারগুলোতে ফ্রি ভার্সনে কিছু লিমিটেড ফিচার থাকে এবং বাড়তি সুবিধার জন্য পেমেন্ট করতে হবে।

ক্যাটাগরিBusiness
হোমপেইজMoneyans

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *