অনলাইনে ড্রাগ লাইসেন্স চেক করার নিয়ম | Drug License Check BD

কোন প্রতিষ্ঠানের মেডিসিন বা কেমিক্যাল বিক্রয় করার জন্য সরকার অনুমোদিত কিনা অথবা ড্রাগ লাইসেন্সের মেয়াদ আছে কিনা তা অনলাইনে ড্রাগ লাইসেন্স চেক করেই জানা যাবে।

Advertisement

ড্রাগ লাইসেন্স হচ্ছে একটি সরকারি অনুমোদন যেটি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট ড্রাগ বা ওষুধ বিক্রি, বিতরণ বা উৎপাদন করতে দেয়। ড্রাগ লাইসেন্স আবেদন এবং লাইসেন্স চেক করার সকল সুবিধা অনলাইনে দেয়া হয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন দ্বারা।

অনেক সময় আমাদের কোন Pharmacy বা Medicine বৈধ কিনা জানার প্রয়োজন হতে পারে। অনলাইনে ড্রাগ লাইসেন্স চেক করে সহজেই আপনি এটি জেনে নিতে পারেন।

এই ব্লগে আমি আলোচনা করবো বিভিন্ন ধরণের ড্রাগ লাইসেন্স অনলাইনে চেক করার উপায় নিয়ে। অর্থাৎ কোন ব্যবসা প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স আছে কিনা, অথবা কোন মেডিসিনের Drug License আছে কিনা এসব কিভাবে চেক করবেন।

Advertisement

আরও পড়তে পারেন:

ফার্মেসি ড্রাগ লাইসেন্স চেক করার উপায়

ফার্মেসির ড্রাগ লাইসেন্স চেক করার জন্য নিজের ধাপগুলো অনুসরণ করুন:

  • Bangladesh Drug Administration ওয়েবসাইট ভিজিট করুন;
  • Menu থেকে Pharmacies এবং ফার্মেসির ধরণ সিলেক্ট করুন;
  • ফার্মেসির লোকেশনের District এবং Upazila সিলেক্ট করুন;
  • তালিকা থেকে ড্রাগ লাইসেন্সের নং ও মেয়াদ চেক করতে পারবেন।

এছাড়া কোন ফার্মেসির ড্রাগ লাইসেন্স আবেদনের বর্তমান অবস্থা চেক করতে হলে ADLRS (Automated Drug License Registration System) ওয়েবসাইটে লগইন করে চেক করতে হবে। ADLRS ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় যে Email/Mobile নাম্বার ও Password সেট করেছেন তা ব্যবহার করে লগইন করতে হবে।

Advertisement

ADLRS প্রোফাইলে লগইন করার পর, আপনার আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে নেটিফিকেশন দেখতে পাবেন।

ঔষধের ড্রাগ লাইসেন্স চেক করার উপায়

কোন ঔষধের ড্রাগ লাইসেন্সে চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • Bangladesh Drug Administration ওয়েবসাইট ভিজিট করুন;
  • Registered Products মেন্যু থেকে ঔষধের ধরণ সিলেক্ট করুন;
  • Search অপশনে ঔষধের নাম লিখে Go ক্লিক করুন;
  • ঔষধের Drug License থাকলে বা অনুমোদিত হলে নিচের তালিকায় দেখানো হবে।

এছাড়া, Choose Option থেকে যেকোন ঔষধের কোম্পানির নাম (Manufacturer), Brand Name, Generic Name দিয়েও সার্চ করে লাইসেন্স চেক করা যাবে।

অ্যাপের মাধ্যমে ঔষধ কোম্পানি ও ঔষধের ড্রাগ লাইসেন্স চেক

বাংলাদেশ ঔষধ প্রশাসনের মোবাইল অ্যাপের মাধ্যমে কোন ঔষধ কোম্পানি এবং ঔষধের ড্রাগ লাইসেন্স চেক করা যায়। এজন্য আপনার মোবাইলে DGDA Drug Verification অ্যাপটি ইনস্টল করুন। অ্যাপে প্রবেশ করার পর Search অপশন থেকে নাম অনুসারে সার্চ করে ঔষধটি বৈধ কিনা চেক করা যাবে।

Advertisement

যদি সেই Medicine টি খুঁজে পাওয়া না যায়, তাহলে বুঝতে পারবেন ঔষধটি অনুমোদিত নয়।

ড্রাগ লাইসেন্স চেক করার নিয়ম

এভাবে বাংলাদেশ ঔষধ প্রশাসনের ডাটাবেইজ থেকে বিভিন্ন মেডিসিন বা ঔষধের Drug License চেক করে জানতে পারবেন ঔষধটি বিক্রির জন্য সরকার অনুমোদিত বা বৈধ কিনা।

এই অ্যাপের আরও একটি ভাল ব্যবহার আছে, যেটি হচ্ছে কোন ঔষধের খারাপ দিক বা পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে অভিযোগ করা যাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *