Bangla QR কি? Bangla QR Code দিয়ে যেভাবে লেনদেন করবেন

Bangla QR বাংলাদেশ ব্যাংকের চালু করা একটি Contactless ও সহজ পেমেন্ট মাধ্যম। জানুন বাংলা কিউআর কি এবং এর সুবিধা ও ব্যবহার সম্পর্কে।

Advertisement

Bangla QR হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চালু করা একটি QR Code ভিত্তিক লেনদেনের প্ল্যাটফর্ম। এটি চালু করা হয় ২০২১ সালে। বাংলা কিউআরের মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের স্বাভাবিক কেনা কাটা ও লেনদেন Cashless পদ্ধতিতে সম্পাদন করা।

আজকের ব্লগে আমরা জানব বাংলা কিউআর কি (What is Bangla QR), এর সুবিধা এবং কিভাবে বাংলা কিউআর ব্যবহার করে আপনি লেনদেন করবেন।

Bangla QR কি?

Bangla QR হচ্ছে একটি QR কোড ভিত্তিক কেন্দ্রীয় Digital Payment Method যার মাধ্যমে যে কোন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। Bangla QR বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে SSLCOMMERZ এর ডেভলপ করা একটি পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডে যুক্ত থাকবে দেশের সকল ব্যাংক এবং Card Network সমূহ।

বাংলা কিউআরের এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে আপনি যে কোন Banking App অথবা Mobile Banking App ব্যবহার করে QR Code স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ বাংলা কিউ আর সকল ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের সাথে কাজ করবে।

এর ফলে আপনাকে ভিন্ন ভিন্ন Payment Gateway এর পেমেন্টের জন্য ভিন্ন ভিন্ন QR Code Scan করতে হবে না।

Advertisement

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনের সীমা তুলে নেয়া হয়েছে। তাই, আনলিমিটেড লেনদেন করা যাবে এর লেনদেন পদ্ধতিতে। তবে বড় অংকের ও সন্দেহজনক লেনদেনগুলো বাংলাদেশ ব্যাংক অন্যান্য লেনদেনের মতই স্বাভাবিকভাবে যাচাই করবে।

আরও পড়ুন:

Bangla QR Code ব্যবহার করে যেভাবে লেনদেন করবেন

বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করতে, বিকাশ, সেলফিন বা আপনার যে কোন ব্যাংকিং অ্যাপ যেটি Bangla QR Support করে তা চালু করুন। তারপর Bangla QR অথবা Scan to Pay অপশনে গিয়ে Marchant এর QR Code টি স্ক্যান করুন। পেমেন্টের টাকা পরিমাণ চেক করে সঠিক থাকলে আপনার PIN দিয়ে নিশ্চিত করুন। তৎক্ষণাৎ বিক্রেতার একাউন্টে টাকা জমা হবে।

পেমেন্ট শেষে আপনি একটি Digital Receipt পাবেন যেটি Image ফরমেটে আপনার গ্যালারিতে Save করতে পারবেন।

Advertisement

তবে বর্তমানে সকল Bank, Mobile Banking এবং Card Network এখনো যুক্ত হয়নি।

ব্যবসায়িক পেমেন্ট রিসিভ করতে বাংলা কিউআর

আপনার ব্যবসা প্রতিষ্ঠানের Payment Receive করার জন্য Bangla QR ব্যবহার করতে পারেন। এজন্য আপনার নাম, ইমেইল, মোবাইল নাম্বার, এবং ব্যবসা প্রতিষ্ঠান বা স্টোরের নাম সহ যোগাযোগ করতে হবে ‍SSLCOMMERZ এর সাথে। এই লিংক থেকে Bangla QR এর জন্য আবেদন করুন।

বাংলা কিউআর পেমেন্টের সুবিধা

বাংলা কিউআর কোডের বেশ কয়েকটি সুবিধা রয়েছে। বাংলা কিউআর লেনদেনকে আরও সহজ, দ্রুত এবং আরও নিরাপদ করে। এটি সবচেয়ে ব্যবসায়ী Marchant দের জন্যও লাভজনক হবে, কারণ এরফলে তাদের লেনদেন ব্যয় অনেক কম হবে এবং একটি মাত্র QR Code এর সাহায্যে যে কোন Payment Method এর মাধ্যমে Payment Receive করতে পারবে।

বাংলা কিউআর কোডের কিছু সুবিধা হল:

Advertisement
  • বাংলা কিউআরের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকের কাছ থেকে Contactless Payment রিসিভ করতে পারবে।
  • বাংলা কিউআর ব্যবহার করতে ব্যবসায়ীর কোন Setup Cost, Hardware বা Maintenance Cost নাই।
  • এটি লেনদেনকে আরও সহজ করে তোলে, কারণ গ্রাহকদের ভিন্ন ভিন্ন Payment Network এর আলাদা আলাদা কিউআর কোড স্ক্যান করতে বা পেমেন্ট অ্যাপ ব্যবহার করতে হবে না।
  • এটি লেনদেনকে আরও দ্রুত করে তোলে, কারণ গ্রাহকদের তাদের স্মার্টফোন ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে।
  • এটি লেনদেনকে আরও নিরাপদ করে তোলে, কারণ এটি একটি Encryption ব্যবহার করে যাতে লেনদেনের তথ্যের গোপনীয়তা নিশ্চিত হয়।
  • স্বল্প ফির বিনিময়ে পেমেন্ট রিসিভ করার কারণে, এটি ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে পারে।

শেষকথা

Bangladesh Bank মূলত Digital Payment System আরও উন্নত করা এবং বাংলাদেশ সরকারের Cashless Society গঠনে একধাপ এগিয়ে নিতে এই কেন্দ্রীয় Payment Method চালু করে।

যাই হোক, এটি অনলাইনে কেনাকাটা করা বা বিল পেমেন্টে গ্রাহকদের কিছুটা সুবিধা হবে। একই সাথে ব্যাবসায়ীদের জন্যও এটি একটি সহজ, লাভজক ও দ্রুততম মাধ্যম হতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *