ড্রাগ লাইসেন্স করার নিয়ম ও অনলাইন আবেদন প্রক্রিয়া ২০২৪ (ভিডিও)
ঔষধের ফার্মেসি বা অনলাইন ফার্মেসি খুলতে প্রয়োজন হবে ড্রাগ লাইসেন্স। জেনে নিন ড্রাগ লাইসেন্স করার নিয়ম এবং ড্রাগ লাইসেন্স অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত।
ঔষধের দোকান বা ফার্মেসি অথবা মেডিকেল শপ খোলার পূর্বে অবশ্যই ড্রাগ লাইসেন্স সংগ্রহ করতে হবে। ড্রাগ লাইসেন্স হলো সরকার কর্তৃক প্রদত্ত একটি অনুমোদন যা একজন ব্যক্তিকে ওষুধ বিক্রি করার অনুমতি দেয়। ড্রাগ লাইসেন্স পেতে হলে আপনাকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইট ADLRS থেকে অনলাইনে আবেদন করতে হবে।
ড্রাগ লাইসেন্স হল একটি সরকারি অনুমতি যা একজন ব্যক্তিকে নির্দিষ্ট ড্রাগ বা ওষুধ বিক্রি, বিতরণ বা উৎপাদন করতে দেয়। ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে, একজন ব্যক্তিকে অবশ্যই নির্দিষ্ট শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে এবং নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। বিভিন্ন দেশে Drug License পাওয়ার শর্ত ভিন্ন ভিন্ন হতে পারে।
বাংলাদেশে কিভাবে আপনি নিজের ঔষধ ব্যবসা বা ফার্মেসী ব্যবসা করার জন্য ড্রাগ লাইসেন্স করবেন, কি কি লাগবে বিস্তারিত তথ্য শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে।
ড্রাগ লাইসেন্স করার নিয়ম
ড্রাগ লাইসেন্স করার জন্য প্রথমে Automated Drug License Registration System- https://adlrs.dgdabd.com/ ওয়েবসাইটে Registration করুন। এরপর লগইন করে Apply for New License অপশনে যান এবং লাইসেন্সের তথ্য দিন ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। সবশেষে ফি পেমেন্ট তথ্য ও Pharmacist এর তথ্য ও ছবি দিয়ে লাইসেন্স আবেদন সাবমিট করুন।
বাংলাদেশ খুচরা ও পাইকারী ব্যবসার জন্য Automated Drug License Registration এবং Renew করা যায়। তাই, খুব সহজেই ঘরে বসেই পেয়ে যাবেন গুরুত্বপূণ এই লাইসেন্স।
অনলাইন আবেদনের মাসখানেকের মধ্যে আপনার আবেদন অনুমোদিত হলে, অলাইন থেকে Automated Drug License প্রিন্ট নিয়ে ব্যবহার করতে পারবেন।
ড্রাগ লাইসেন্স করতে কি কি লাগে
- পূরণকৃত Form 7 এর স্ক্যান কপি, Download Form 7;
- আবেদনকারীর NID Card এর ফটোকপি;
- ট্রেড লাইসেন্সের Scanned Copy;
- মডেল ফার্মেসী বা অনলাইন ফার্মেসী;
- আবেদন ফি ও ভ্যাট পেমেন্টের চালান কপি (Online/Offline)
- আবেদনকারীর ব্যাংক সচ্ছলতার সনদপত্র;
- ফার্মাসিস্টের সার্টিফিকেট, অঙ্গীকারনামা ও এনআইডি কার্ডের ফটোকপি;
- দোকান ঘর ভাড়ার চুক্তিনামা;
- দোকান ঘরের ছবি;
ড্রাগ লাইসেন্স করতে কত টাকা লাগে?
ড্রাগ লাইসেন্স করতে পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাটসহ 2875 টাকা এবং গ্রাম এলাকায় ভ্যাটসহ ১৭২৫ টাকা আবেদন ফি লাগে। ট্রেজারী চালান বা অনলাইন পেমেন্টের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।
ড্রাগ লাইসেন্স ফি
লাইসেন্সের ধরণ | পৌরসভা ও সিটি কর্পোরেশন | পৌরসভা ও সিটি কর্পোরেশনের বাইরে |
---|---|---|
এলোপ্যাথিক | ২৫০০ টাকা | ১৫০০ টাকা |
আয়ুর্বেদিক ইউনানী হোমিওপ্যাথিক বায়োকেমিক হারবাল | ২০০০ টাকা | ১০০০ টাকা |
আরও পড়তে পারেন:
ড্রাগ লাইসেন্স অনলাইন আবেদন করার নিয়ম
ড্রাগ লাইসেন্স অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্রের Scanned Copy সংগ্রহ করুন। তারপর ভিজিট করুন https://adlrs.dgdabd.com/ এই সাইটে। প্রথমে Registration করার পর লগইন করে আপনার ছবি আপলোড করুন। তারপর Apply for New License অপশনে গিয়ে সকল তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে অনলাইন আবেদন সাবমিট করুন।
Drug License এর অনলাইন আবেদন প্রক্রিয়াটি ভিডিও সহ নিচে বিস্তারিত ধাপে ধাপে দেয় হলো:
ধাপ ১: রেজিস্ট্রেশন করুন
Automated Drug License Registration System লিংকে ভিজিট করে Registration এ ক্লিক করুন।
এখানে নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য দিয়ে Submit করুন। আপনার মোবাইলে একটি 6 ডিজিটের OTP পাঠানো হবে। OTP ভেরিফিকেশনের পর আপনি একাউন্টে লগইন করতে পারবেন।
ধাপ ২: প্রোফাইলে লগইন করুন
রেজিস্ট্রেশন শেষ হলে, প্রোফাইলে লগইন করুন। মোবাইলে ওটিপি না আসলে ২৪ ঘন্টা পর আবার লগইন করার চেষ্টা করুন। Log in করার পর প্রথমেই আপনার প্রোফাইল পিকচারটি আপলোড করুন। তারপর লাইসেন্সের জন্য আবেদন করবেন।
ধাপ ৩: নতুন ড্রাগ লাইসেন্সের আবেদন করুন
এবার স্ক্রীনের বাম পাশ থেকে Apply for New License লিংকে ক্লিক করে ড্রাগ লাইসেন্স অনলাইন আবেদন ফরম ওপেন করুন।
এবার আপনাকে লাইসেন্সের ধরণ সিলেক্ট করতে হবে। আপনার ব্যবসা কি পাইকারী না খুচরা, ঔষধের ধরণ Allopathic, Homeopathic নাকি Unani এসব ধরণ সিলেক্ট করুন।
এরপর Drug License সম্পর্কিত অন্যান্য তথ্য, লাইসেন্স ফি ও ভ্যাট পরিশোধের চালান নম্বর, মালিকের তথ্য, Pharmacist এর তথ্য ইত্যাদি সঠিকভাবে দিয়ে আবেদন পূরণ করুন।
সবশেষে আবেদনের সকল তথ্য পুনরায় চেক করে লাইসেন্স আবেদন সাবমিট করুন। আবেদনের কোন তথ্যে ভুল থাকলে Submit Application না দিয়ে Edit Application ক্লিক করে তথ্য সংশোধন করে নিন।
তারপর সব ঠিক থাকলে লাইসেন্স আবেদনটি Submit করুন।
আবেদনের পর প্রোফাইলের বাম পাশে Active License মেন্যু থেকে আপনার আবেদনের অবস্থা চেক করতে পারবেন।
ড্রাগ লাইসেন্স নবায়ন
অনলাইন থেকেই ড্রাগ লাইসেন্স নবায়ন করা যায়। ড্রাগ লাইসেন্স নবায়ন করার জন্য Automated Drug License Registration System এ লগইন করে Old License মেন্যুতে যান। এরপর Renew বাটনে ক্লিক করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে এবং ফি পরিশোধন করে Drug License Renew করতে পারবেন।
যদি আপনার পুরাতন লাইসেন্সটি অনলাইন বা অটোমেটেড লাইসেন্স না হয়ে থাকে, প্রথমে Old License নাম্বার ও লাইসেন্সের Scanned Copy আপলোড করে পুরাতন লাইসেন্সের তালিকায় যুক্ত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে ঔষধ প্রশাসন অধিদপ্তরে যোগাযোগ করতে হবে।
ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তারিখ জানতে অনলাইনে ড্রাগ লাইসেন্স চেক করে দেখতে পারেন।
ড্রাগ লাইসেন্স নবায়ন করতে যে সকল কাগজপত্রের প্রয়োজন:
- মালিকের ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র ( ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট)।
- লাইসেন্স ফি জমা দেয়ার ট্রেজারী চালানের মুল কপি।
- দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি। নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি।
- নিয়োজিত ফার্মাসিস্ট/কবিরাজ/হাকিম/ হোমিও ডাক্তারের অঙ্গীকারনামা।
- দোকানের ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটো কপি কপি৷
- নিয়োজিত ফার্মাসিস্ট/কবিরাজ/হাকিম/হোমিও ডাক্তারের রেজিস্ট্রেশন সনদের মুল কপি ও সত্যায়িত ফটোকপি
- মালিকের নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি / ভোটার আই.ডি কার্ডের ফটোকপি ।
ড্রাগ লাইসেন্স মালিকানা পরিবর্তন
ড্রাগ লাইসেন্স মালিকানা পরিবর্তন করতে হলে আপনাকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করতে হবে। আবেদনের সাথে আপনাকে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
- ড্রাগ লাইসেন্সের মূল কপি;
- নতুন মালিকের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র;
- নতুন মালিকের পরিচয়পত্র;
- নতুন মালিকের আবেদনপত্র;
আপনার আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আপনি ড্রাগ লাইসেন্স মালিকানা পরিবর্তন করতে পারেন।
ড্রাগ লাইসেন্স অফিস কোথায় তা আপনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে অথবা ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিসে যোগাযোগ করে জানতে পারেন।
ড্রাগ লাইসেন্স অনলাইন আবেদন করার নিয়ম (Video)
ড্রাগ লাইসেন্স অফিস কোথায়?
বাংলাদেশে ড্রাগ লাইসেন্স ইস্যু করে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঠিকানা নিম্নরূপ:
ঔষধ প্রশাসন, ১০৫-১০৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
টেলিফোন: ৮৮০-২-৯৫৫৬১২৬, ৯৫৫৩৪৫৬
ই-মেইল: drugs@citech.net
যাই হোকে, লাইসেন্সের জন্য আপনাকে ঔষধ প্রশাসনের অফিসে আসতে হবে না। অনলাইনে আবেদন করেই পেয়ে যাবেন ড্রাগ লাইসেন্স।
আপনারা যারা Pharmacy ব্যবসা বা বিভিন্ন কেমিক্যালের ব্যবসার করবেন তাদের জন্য এই Drug License থাকাটা জরুরী। উপরের দেখানো পদ্ধতি অনুসরণ করে ঘরে বসেই আপনার ব্যবসার জন্য ড্রাগ লাইসেন্স করে নিতে পারেন।
আশা করি পোস্টটি আপনার উপকারে লেগেছে। ব্যবসা-বাণিজ্য ও অনলাইনে টাকা আয় সংক্রান্ত বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে নিয়মিত ভিজিট করুন Moneyans.com। এছাড়া লেটেস্ট আপডেট পেতে, আমাদের ফেসবুক পেইজ Moneyans ফলো করে রাখুন লেটেস্ট আপডেট পেতে।