আমদানি রপ্তানি লাইসেন্স করার নিয়ম

আমদানি রপ্তানি লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে ফি কত টাকা এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত প্রক্রিয়া।

Advertisement

যেসব পন্য আমরা উৎপাদন করতে পারিনা তা আমাদেরকে অন্য দেশ থেকে কিনে আনতে হয় যাকে আমদানি বলে। আবার পৃথীবির যেসব দেশে আমাদের দেশের উৎপাদিত পন্যের চাহিদা রয়েছে সেসব দেশে আমরা পন্য বিক্রয় বা রপ্তানি করে থাকি।

এই আমদানি ও রপ্তানি করার জন্য আমাদের লাইসেন্স প্রয়োজন হবে। আজ আলোচনা করবো আমদানি রপ্তানি লাইসেন্স করার নিয়ম

আশা করি তথ্যগুলো আপনার কাজে লাগবে। আসুন প্রথমে জানি আমদানি ও রপ্তানি লাইসেন্স সম্পর্কে।

Advertisement

আমদানি রপ্তানি লাইসেন্স

বিদেশ থেকে পন্য আমদানি করার জন্য প্রয়োজন IRC বা Import Registration Certificate যাকে বাংলায় আমদানি নিবন্ধন সনদ বলা হয়। এই রেজিস্ট্রেশন সনদ প্রদান করা হয আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিস থেকে। আপনি যদি শুধুমাত্র পন্য আমদানি করতে চান, সেক্ষেত্রে আমদানী লাইসেন্স করলেই হবে।

অপরদিকে বিদেশে পন্য রপ্তানির লাইসেন্সকে বলা হয় ERC বা Export Registration Certificate যার বাংলা অর্থ রপ্তানি নিবন্ধন সনদ। আপনার শুধুমাত্র রপ্তানি কার্যক্রম হয়ে থাকলে ইআরসি (ERC) লাইসেন্স করলেই চলবে।

Advertisement

আর যদি আপনার উভয় ধরনের ব্যবসাই থাকে সেক্ষেত্রে আপনাকে ২টি লাইসেন্সই করতে হবে।

আরও পড়ুন- ড্রাগ লাইসেন্স করার নিয়ম

আমদানি রপ্তানি লাইসেন্স ফি ও নবায়ন ফি

প্রতিষ্ঠান বছরে কি পরিমান আমদানি করবে তার মোট মূল্যের উপর ভিত্তি করে আমদানি লাইসেন্স ফি নির্ধারণ করা হয়।

অপরদিকে বিভিন্ন ধরণের রপ্তানির জন্য আলাদা আলাদা ERC লাইসেন্স ফি রয়েছে। সেপ্টেম্বর ২০২২ থেকে নতুন ফি কার্যকর করা হয়েছে। নতুন লাইসেন্স নিবন্ধন ফি এবং আমদানি রপ্তানি লাইসেন্স নবায়ন ফি নিচে ছকে দেখানো হলো।

Advertisement

আমদানিকারকগণ বছরের আমদানির মোট মূল্যের উপর ভিত্তি করে ৬ টি শ্রেণিতে বিভক্ত। লাইসেন্স করার ক্ষেত্রে এই ক্যাটাগরির উপর ভিত্তি করেই লাইসেন্স ফি নির্ধারণ করা হয়। এসব ফির সাথে অতিরিক্ত ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

আমদানি লাইসেন্স ফি

বার্ষিক মোট আমদানির সর্বোচ্চ মূল্যসীমানিবন্ধন ফিনবায়ন ফি
৫ লক্ষ৫,০০০৩,০০০
২৫ লক্ষ১০,০০০৬,০০০
৫০ লক্ষ২৪,০০০১০,০০০
১ কোটি৪০,০০০১৫,০০০
৫ কোটি৫০,০০০২২,০০০
২০ কোটি৬০,০০০২৪,০০০
৫০ কোটি৭০,০০০২৮,০০০
১০০ কোটি বা তার বেশি৮০,০০০৩২,০০০

রপ্তানি লাইসেন্স ফি

রপ্তানি সনদের ধরণনিবন্ধন ফিনবায়ন ফি
রপ্তানি নিবন্ধন সনদ১০,০০০৭,০০০
রপ্তানি নিবন্ধন (ইন্ডেটিং সার্ভিস)৫০,০০০২৫,০০০

আমদানি ও রপ্তানি লাইসেন্স করতে কি কি লাগবে

আমদানি ও রপ্তানি লাইসেন্স করার জন্য আপনার নিম্মোক্ত কাগজপত্র প্রয়োজন হবে।

  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট
  • আবেদনকারীর ছবি
  • হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স (কারখানা বা প্রতিষ্ঠানের ঠিকানায়)
  • ই টিআইএন (প্রথম বার)
  • ট্যাক্স অফিসে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার রিসিটের কপি
  • প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট (চলতি হিসাব)
  • ব্যাংকের প্রত্যয়নপত্র
  • চেম্বার অব কমার্স বা ব্যবসা সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের হালনাগাদকৃত সদস্য সনদ
  • নিবন্ধিত অংশীদারি চুক্তিপত্র
  • ফায়ার লাইসেন্স
  • সংশ্লিষ্ট অভিভাবকের সুপারিশ
  • কিছু প্রতিষ্ঠানের জন্য ইনকর্পোরেশন সনদ ও ফর্ম ১২

কাগজপত্র সব ঠিক থাকলে খুব অল্প সময়েই লাইসেন্স নিবন্ধন সম্পন্ন হয়। এরপর থেকে নিজের মত করে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করা যায়।

আমদানি রপ্তানি লাইসেন্স করার নিয়ম

আমদানি ও রপ্তানি লাইসেন্সের আবেদন করার জন্য প্রথমে olm.ccie.gov.bd সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাম পাশ থেকে লাইসেন্সের ধরণ অনুযায়ী Application Form Open করুন। ফরমে সকল তথ্য সঠিকভাবে পূরণ ও অনলাইন চালানের মাধ্য ফি ও ভ্যাট পরিশোধ করুন। সবশেষে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান ও আপলোড করে আবেদনটি সাবমিট করুন।

Advertisement

বর্তমানে ১ অক্টোবর ২০২২ থেকে যে কোন ধরণের আমদানি ও রপ্তানি লাইসেন্স নিবন্ধন ও নবায়ন আবেদন ও ফি পরিশোধ সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে। কোনরূপ ম্যানুয়েল চালানে ফি পরিশোধ এবং ম্যানুয়েল আবেদন গ্রহণ করা হয় না।

তাই অবশ্যই আপনাকে অনলাইনেই যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে হবে।

আমদানি রপ্তানি লাইসেন্স ফরম পূরণ

আমদানি রপ্তানি লাইসেন্স ফরম পূরণ করার সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেখানো হলো।

  1. প্রথমে ভিজিট করুন- https://olm.ccie.gov.bd এবং ডানপাশের উপর থেকে New Account/ID লিংকে ক্লিক করুন।
আমদানি রপ্তানি লাইসেন্স কিভাবে করতে হয়
  1. NID Card অনুসারে ইংরেজি নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ব্যবসায়িক ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন। মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ভেরিফিকেশন কোডটি ব্যবহার করে একাউন্ট ভেরিফাই করুন।
  2. তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগ ইন করতে হবে। লগইন করার পর নিজের একটি প্রোফাইল দেখাবে। এই প্রোফাইলের বাম পাশে এক সাথে অনেক গুলো ফরমের নাম দেখাবে। সেখান থেকে লাইসেন্সের ধরণ অনুযায়ী ফরমে ক্লিক করে ফরমটি খুলতে হবে।
আমদানি রপ্তানি লাইসেন্স ফরম
  1.  আবেদন পত্রটি পূরণ করার সময় সকল Mandatory Field (লাল-রঙ * চিহ্নিত) ঘর গুলো অবশ্যই পূরণ করতে হবে এবং সকল Mandatory Document (লাল-রঙ * চিহ্নিত) আপলোড করতে হবে। সব শেষে আবেদন পত্রটি জমা দিতে হবে। বিশেষ করে Regional Office Selection তা সঠিকভাবে করতে হবে ।
  2.  যদি শিল্প আইআরসি ৩ বছরের বেশি সময় ধরে অনবাইয়িত থাকে, তখন Office of the Chief Controller of Imports & Exports, Dhaka. এর অফিস সিলেক্ট করতে হবে ।
  3.  Owner Information এ Add New Person / Owner বাটনে ক্লিক করে Owner Information দেওয়ার পেজটা ওপেন করতে হবে। সেখানে প্রথমে Organization Type টা সিলেক্ট করতে হবে এবং অন্যান্য Mandatory Field (লাল-রঙ * চিহ্নিত) ঘর গুলো অবশ্যই পূরণ করে Add Person / Owner Button এ ক্লিক করতে হবে। তারপর Organization Type অনুযায়ী যদি একের অধীক অংশীদার থাকে তা Add করে নিতে হবে।
  4. শিল্প আমদানি লাইসেন্সের ক্ষেত্রে Machineries/Materials এর ইনফর্মেশন Add করার জন্য “Add Adhoc Item” button এ ক্লিক করুন। তারপর আবশ্যিক তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  5. তারপর অনলাইন Challan এর মাধ্যমে ফি ও ভ্যাট পরিশোধ করে Fees and VAT Add New বাটনে ক্লিক করে চালান আপলোড করতে হবে।
  6.  সবশেষে Undertaking এর Check Box এ  টীক দিয়ে যদি Draft করে রাখতে চান, সেক্ষেত্রে Draft এর Check Box এ টীক দিয়ে Save as Draft  এ ক্লিক করতে হবে এবং যদি সরাসরি আবেদনপত্রটি জমা দিতে চান সেক্ষেত্রে Draft এর Check Box এ টীক দেওয়া যাবে না তখন Save and Submit বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।

আপনার আবেদন সফলভাবে সাবমিট হলে পরবর্তী পেইজে দেখানে হবে একটা ট্র্যাকিং নাম্বার সহ কিছু প্রয়োজনীয় তথ্যাদি। এখানে পাশে ডিটেইল লিখা অপশন দেখাবে। সেখানে ক্লিক করে আমরা প্রয়োজনীয় সব তথ্যাদি দেখতে পারবেন।

আবেদন মন্জুর হয়েছে কিনা তা দেখার জন্য কিছুদিন পর আবার লগইন করে দেখতে হবে। যদি মন্জুর হয় তাহলে সেখানে সবুজ অক্ষরে “এপ্রুভ” লিখা দেখাবে।

শেষকথা

এখন ঘরে বসেই যে কোন ক্যাটাগরি ও ধরণের আমদানি রপ্তানি নিবন্ধন ও নবায়ন অনলাইনে করা যায়। এক্ষেত্রে আপনার সকল ডকুমেন্ট 100 DPI তে স্ক্যান করে নিবেন। ডকুমেন্টগুলো অবশ্যই JPEG বা PDF এবং 2MB সাইজের মধ্যে থাকতে হবে।

নতুন ব্যবসার আইডিয়া, টাকা ইনকাম, সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে টিপস ও পরামর্শ পেতে নিয়মিত ভিজিট করুন- moneyans.com এবং আমাদের ফেসবুক পেইজ ফলো করুন- MoneyAns

ক্যাটাগরিBusiness
হোমপেইজMoneyAns

FAQ’s

আমদানি ও রপ্তানি লাইসেন্স কি আলাদা?

হ্যাঁ, আমদানি ও রপ্তানি লাইসেন্স ২টি আলাদা লাইসেন্স। আমদানি লাইসেন্স কে IRC বা Import Registration Certificate বলা হয়, এবং রপ্তানি লাইসেন্সকে ERC বা Export Registration Certificate বলা হয়।

এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্স করার জন্য কি কি দরকার?

এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্স করার জন্য প্রয়োজন হবে, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ছবি, ট্রেড লাইসেন্স, টিআইএন, ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার রিসিটের কপি, প্রতিষ্ঠানের নামে চলতি ব্যাংক একাউন্ট, চেম্বার অব কমার্স বা ব্যবসা সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের হালনাগাদকৃত সদস্য সনদ, ফায়ার লাইসেন্স ও কিছু প্রতিষ্ঠানের জন্য ইনকর্পোরেশন সনদ ও ফর্ম ১২।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *