ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক সুন্দর নামের তালিকা
এই ব্লগে আমরা জানবো, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, নাম নির্বাচনে কি কি বিষয় লক্ষ রাখতে হবে ও ভিন্ন ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক সুন্দর নামের তালিকা সম্পর্কে।
বাংলাদেশের প্রায় ৯১.৪ শতাংশ মানুষ মুসলিম। এই মুসলিম রাষ্ট্রে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম হিসেবে বেশিরভাগ ব্যবসায়ী ইসলামিক ব্যবসার নাম নির্বাচনে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইসলামিক নাম বাছাই করতে এই ব্লগটি আপনাকে সহযোগিতা করতে পারে।
যদি আপনার কোন Business Name পছন্দ হয়, সে নামে যাতে আর কেউ ব্যবসা করতে না পারে তার জন্য Business name registration করতে হবে। Business name registration করার জন্য আপনাকে Company Registration করতে হবে।
ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক নাম
ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো প্রতিষ্ঠানের পরিচয় (Identity)। আপনার কি পন্য কেমন প্রতিষ্ঠান তা ব্যবসায়ের নাম দেখেই বোঝা যায়। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসার একটি সুন্দর নাম ব্যবসার প্রাণের সমতূল্য। একজন মানুষের যেমন নামের পরিচয় থাকে তেমনি একটি প্রতিষ্ঠানেরও একটি সুন্দর নামের প্রয়োজন আছে।
ব্যবসার প্রচার ও প্রসারের জন্য বিজ্ঞাপনের মতো কাজ করে সুন্দর নাম। আপনার পন্য বা সেবাগুলো কোন ভোক্তা বা ক্রেতা ক্রয় করে তার সুবিধা-অসুবিধা গুলো অন্যকে বলে প্রভাবিত করতে পারবে। আর আপনার ব্যবসায়টি যদি হয় অনলাইন ভিত্তিক তাহলে আপনার সফলতার প্রথম ধাপ ব্যবসায়ের একটি সুন্দর নাম বা Domain Name নির্বাচন করা।
পন্যের ব্রান্ডিংয়ের জন্য একটি সুন্দর নাম আবশ্যক। মার্কেটিং অফিসারদের মতে পন্যের সেল বাড়াতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোম্পানির নাম বা Brand Name। তাই ব্যবসার একটি সহজ, সাবলীল ও সুন্দর নাম আপনার ব্যবসাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
আরও পড়তে পারেন:
- দোকানের হিসাব রাখার সেরা ফ্রি সফটওয়্যার
- ১০ স্টক ব্যবসার আইডিয়া
- ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
ব্যবসার নাম নির্বাচনে লক্ষনীয় কি কি
একটি ব্যবসা শুরু করার পূর্বেই তার নাম নির্বাচন করতে হয়। আপনার ব্যবসাটির ধরন, কেমন পন্য, অবস্থান ইত্যাদি বিষয় লক্ষ রেখে নাম নির্বাচন করতে হয়। এসব বিষয় বিবেচনা করে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য Best business name বাছাই করতে পারেন। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইসলামিক একটি সুন্দর নাম নির্বাচনে লক্ষনীয় বিষয়গুলো নিচে আলোচনা করা হলো।
১. ব্যবসার ধরন
আপনার ব্যবসাটি একমালিকানা ব্যবসা, যৌথ ব্যবসা নাকি কোম্পানি তা লক্ষ রেখে নাম নির্বাচন করতে হবে।
- একক মালিকানার ব্যবসা হলে আপনার নাম দিয়েও ব্যবসার নাম রাখতে পারেন। যেমন- Habiba Fashion।
- যৌথ ব্যবসা হলে পার্টনারের নাম ব্যবহার করেও নাম দেওয়া যায়। যেমন- K & K Fashion.
- কোম্পানির ক্ষেত্রে কোন নির্দিষ্ট ব্যক্তির নাম ব্যবহার না করে ভিন্নধর্মী নাম সিলেক্ট করলে তার Marketing প্রসার বেশি হয়। তাই একটি সতন্ত্র নাম দিতে পারেন। যেমন- বসুন্ধরা, ফ্রেশ, প্রান।
আরও পড়ুন- কাপড়ের ব্যবসা করার নিয়ম
২. পন্যের ধরন
কোন ধরনের পন্য নিয়ে আপনার ব্যবসা তা খেয়াল রাখতে হবে। যেমন-
- শপ হলে- মুসলিম ফ্যাশন, ইসলামিক বস্ত্রবিতান, কায়্যুম বুটিক্স ইত্যাদি।
- মুদির দোকান হলে- আড়ং।
- ওষুধের ফার্মেসী হলে- বিসমিল্লাহ ফার্মেসি
- হোটেল বা রেস্তোরা হলে- ইকরা ফুড কর্নার
- কোম্পানি হলে – হালাল ফুডস এন্ড ভ্যারাইটিজ, লাফয ইত্যাদি।
৩. সহজ ও সাবলীল নাম
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটি যেনো আপনার Consumer বা Customer দের জন্য উচ্চারনে ও লিখায় সহজ ও বোধগম্য হয়। যেমন- Ali Electronics।
৪. ব্যবসার প্রতিযোগিতা বিবেচনা
আপনি যেই পন্যের ব্যবসা করছেন আপনার আশেপাশে কেউ সেই পন্যের ব্যবসা করলে তা লক্ষ রেখে ভিন্ন ও আরও সুন্দর নাম বাছাই করতে হবে। ইউনিক নাম বাছাই করতে পারলে তার প্রতি ক্রেতা বেশি আকৃষ্ট হয়।
৫. অনলাইন মার্কেট রিসার্চ
আপনার ব্যবসাটি যদি অনলাইন (online business) ভিত্তিক হয় তাহলে Online Market Research করে নাম নির্বাচন করতে হবে। পূর্বে ব্যবহৃত হয়নি এমন সুন্দর ও ব্যবসায়ের সাথে মানানসই Domain Name নির্বাচন করতে হবে।
ব্যবসার সুন্দর নাম কোথায় পাব
বিভিন্ন Domain Provider ও Business Name Generator সাইটে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইসলামিক সুন্দর নাম পাবেন যা নাম বাছাই করতে সহায়তা করবে। এবং আপনি যদি অনলাইন ব্যবসা করেন তাহলে তাদের কাছ থেকেই Domain সংগ্রহ করতে পারবেন। নিচে এমন কয়েকটি সাইট দেয়া হলো যেখানে Business Name Search করতে পারবেন।
- Business Name Generator
- wizlogo.com
- Lean Domain Search
- NameSnack.com
- Shopify Business Name Generator
এই সাইটগুলো ভিজিট করে আপনার ব্যবসার ধরন ও পছন্দের নামের ক্যাটাগরি লিখলেই হাজার হাজার নাম জেনারেট হয়ে যাবে। যেমন- Islamic Business Name লিখে সার্চ করলে ব্যবসার ইসলামিক নাম Generate করবে।
ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক নামের তালিকা
ব্যবসার জন্য একটি সুন্দর নাম বাছাই করা খুবই সৃজনশীল বিষয় এবং কঠিন। তাই আপনার ধারণার জন্য নিচে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক সুন্দর নামের তালিকা দেওয়া হলো:
ইসলামিক কোম্পানির নাম (Islamic Company Name)
আপনার ব্যবসা যদি বড় পরিসরে হয়ে থাকে তাহলে সুন্দর কিছু Company Name বিবেচনা করতে পারে। বিভিন্ন ইসলামিক কোম্পানির নাম হতে পারে:
- তালহিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ
- হুদাইব ইন্টারন্যাশনাল
- আল-বাকিল ফাউন্ডেশন
- আল-হিকমা প্রাইভেট লিমিটেড
- ইস্পেস ইসলামিক লিমিটেড
- মক্কা ফুডস এন্ড ব্যাবারেজ
- শাফি’ই টেক্সটাইল
- খতিব নেটওয়ার্কিং লিমিটেড
- সুলতান এন্টারপ্রাইজ
- আদ-দ্বীন গ্রুপ
- ইয়া-হাইফা ফাউন্ডেশন
- যায়া মটরস
- ইবাদাহ ইন্ডাস্ট্রিজ
- ফাতওয়া পাবলিকেশন
- আল-হক্ক গ্রুপ
ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক নাম
আপনার ব্যবসা যদি কাপড়, জুতা, প্রসাধনী ও অন্যান্য অনলাইন ও অফলাইন শপিংয়ের অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে এই ধরণের Shop Name বিবেচনা করতে পারেন।
- Islamic Corner
- Muslim Shop
- Halal Shop
- Islamic Zone
- Iqra Fashion
- সালাম জোন
- Ummah Fashion House
- The Islamic Way
- Living Islam
- Tawaf Express
- আল-হুদা ফ্যাশন
- শাহাদা ফ্যাশন
- আল-হায়াত ফ্যাশন
- যাইতুন এক্সপ্রেস
- সালাফি ফ্যাশন
- সালেহ জিন্স
- Rehman’s T-shirt
- ইবতে হালাল ফ্যাশন
- দাউদ ফ্যাশন
- দাওয়াহ ফ্যাশন
- The Halal Guys
- ইসলামিক হাটবাজার
ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকা
আপনার ব্যবসা যদি কাপড়, জুতা, প্রসাধনী ও অন্যান্য অনলাইন ও অফলাইন শপিংয়ের অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে নিচের ইসলামিক দোকানের সুন্দর নামগুলো দেখতে পারেন।
- ইসলামিক কর্নার
- মুসলিম শপ
- হালাল শপ
- ইসলামিক জোন
- ইকরা ফ্যাশন
- সালাম জোন
- Ummah Fashion House
- The Islamic Way
- লিভিং ইসলাম
- তাওয়াফ এক্সপ্রেস
- আল-হুদা ফ্যাশন
- শাহাদা ফ্যাশন
- আল-হায়াত ফ্যাশন
- যাইতুন এক্সপ্রেস
- সালাফি ফ্যাশন
- সালেহ জিন্স
- Rehman’s T-shirt
- ইবতে হালাল ফ্যাশন
- দাউদ ফ্যাশন
- দাওয়াহ ফ্যাশন
- The Halal Guys
- ইসলামিক হাটবাজার
- স্টোর
- The Lion Grocery
- মুসলিম স্টোর
- আল-হুদা জেনারেল স্টোর
- ইকরা নিত্য সামগ্রী
- আস-সুন্নাহ জেনারেল স্টোর
- আল-হাকিম জেনারেল স্টোর
ওষুধের ফার্মেসি ইসলামিক নাম
ওষুধ ফার্মেসি শুরু করতে বেছে নিন আপনার ব্যবসার পছন্দের নাম-
- খলিল ফার্মেসি
- আলি উসামা ফার্মেসি
- হালাল ফার্মেসি
- হালাল ড্রাগ হাউস
- আত-তাওবার ওষুধ ঘর
- Islamic Easy Health
- ইসলামিয়া মেডিসিন হাউস
- আল-শেফা ফার্মেসি
- আল-হেরা মেডিসিন কর্নার
- উম্মাহ দাওয়াহ ফার্মেসি
ইসলামিক অনলাইন শপের নাম – Islamic Page Name
আপনার ব্যবসাটি যদি অনলাইন ভিত্তিক হয় তবে বিভিন্ন পেইজের ডোমেইন তালিকা থেকে বেছে নিন আপনার পছন্দের ইসলামিক পেইজের নাম:
- Hands of Islam
- Al-Hakim shop
- Dawaah Islamic Shop
- Ummah Store
- Jesmin Beauty
- Fiqar Shop
- Bazar of Halal
- Noor Hakeem Store
- Aqsa Islamic Store
- At-Tawfik Online Store
- The Hijab Store
- Sunnah Business Shop
- Al-hayat Fashion
- Nashifa Designs
- The Persian Door
- Jobaliq Shop
- The Islamic Dress
- Halal Grocery
- Kabab Ghor
- Islamic Beauty Shop
- Makka Online Shop
উপরোক্ত তালিকায় ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক সুন্দর নামের তালিকা করা হয়েছে। ইসলামকে ভালোবেসে বেছে নিন আপনার ব্যবসার জন্য পছন্দনীয় নাম।
FAQs
শেষকথা
একটি ব্যবসার উন্নতির (Business Growth) জন্য সর্বপ্রথম প্রয়োজন তার পরিচয়। তাই সুন্দর নামের মাধ্যমে ব্যবসাকে পরিচিত করা যায় সকলের কাছে। ব্যবসার ব্রান্ডিং করতে মানুষের আকর্ষনের মূল বিষয় নাম।
পন্য ভালো হলেও আকর্ষনীয় নামের অভাবে তার প্রসার হয় না। তাই ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক সুন্দর নামের তালিকা থেকে বেছে নিন আপনার পছন্দের নাম টি।
আশা করি আপনাদের উপকারী তথ্য দিতে পেড়েছি। এমন ভালো লাগলে এবং আপনার কোন গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নিয়মিত এমন তথ্য জানতে আমাদের ফেইসবুক পেইজে ফলো করে পাশে থাকুন, ধন্যবাদ।