গুগল পে না গুগল ওয়ালেট? বাংলাদেশে কোনটি চালু হলো – Google যা বলছে
অনেকে বলছেন বাংলাদেশে Google Pay নয় বরং Google Wallet চালু হয়েছে। আর নয় বিভ্রান্তি, সত্যি জানুন Google থেকেই যে কোনটি চালু হয়েছে।

গত ২৪ জুন, সিটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগল ওয়ালেট (Google Wallet) এবং গুগল পে (Google Pay)। তবে, এই দুটি সেবা নিয়ে নেটিজেন এবং প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন শুধু গুগল ওয়ালেট চালু হয়েছে, আবার কেউ দাবি করছেন গুগল পেও এসেছে।
তাহলে বাংলাদেশে আসলে কোন সেবাটি চালু হয়েছে? গুগল নিজেই এই বিভ্রান্তি দূর করেছে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
গুগল ওয়ালেট vs গুগল পে: পার্থক্য কোথায়?
গুগল ওয়ালেট (Google Wallet) – ভার্চুয়াল কার্ড হোল্ডার
গুগল ওয়ালেট মূলত একটি ডিজিটাল ওয়ালেট যেখানে আপনি আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, লয়্যাল্টি কার্ড, এমনকি ট্রান্সপোর্ট কার্ডও সংরক্ষণ করতে পারবেন। এটি মূলত Contactless Payment (NFC)-এর জন্য ব্যবহৃত হয়।
Google Wallet কীভাবে কাজ করে?
আপনি আপনার ফোনে গুগল ওয়ালেট অ্যাপটি ইনস্টল করে অ্যাপে ব্যাংক কার্ড যুক্ত করবেন। এরপর দোকানে বা শপিং মলে পেমেন্টের সময় ফোনটি POS (পেমেন্ট টার্মিনাল) মেশিনে ট্যাপ করলেই টাকা কেটে নেওয়া হবে। আপনার সংগে ব্যাংক কার্ড থাকতে হবে না। শুধু VISA/Mastercard সমর্থিত POS মেশিনেই এটি কাজ করবে।
বাংলাদেশে ব্যবহারের সুবিধা
আপাতত সিটি ব্যাংকের ভিসা/মাস্টারকার্ডধারীরা এখনই এটি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন বা ওয়্যার OS ডিভাইস (স্মার্টওয়াচ) দিয়ে পেমেন্ট করা যাবে।
গুগল পে (Google Pay) – অনলাইন পেমেন্ট সিস্টেম
গুগল পে মূলত একটি ইন-অ্যাপ ও অনলাইন পেমেন্ট সিস্টেম, যা দিয়ে আপনি:
- অনলাইন শপিং সাইটে পেমেন্ট করতে পারবেন।
- অ্যাপের মধ্যে ট্রানজেকশন করতে পারবেন।
- পার্সন-টু-পার্সন (P2P) ট্রান্সফার করতে পারবেন।
বাংলাদেশে বর্তমান অবস্থা
গুগল পে বাংলাদেশে টেকনিক্যালি চালু হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না থাকায় এখনই এটি ব্যবহার করা যাচ্ছে না। ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে, গুগল পে-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট ও ব্যবহারকারীদের মধ্যে Fund Transfer করা যাবে।
কোনটি চালু হয়েছে? – Google যা বলছে
গুগলের সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ এশিয়ার কমিউনিকেশন ম্যানেজার জিউজিয়ান হো এক ইমেইলের জবাবে জানিয়েছেন:
“গুগল ওয়ালেট এবং গুগল পে উভয়ই বাংলাদেশে চালু হয়েছে। সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন। এছাড়াও, যেসব অনলাইন স্টোর বা অ্যাপে ‘Google Pay‘ অপশন থাকবে, সেখানেও গুগল ওয়ালেটের কার্ড ব্যবহার করা যাবে।”
তাহলে সংক্ষেপে:
- গুগল ওয়ালেট – ইতিমধ্যেই ব্যবহারযোগ্য (শুধু সিটি ব্যাংকের ভিসা/মাস্টারকার্ড)।
- গুগল পে – চালু হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায়।
কবে পুরোপুরি চালু হবে Google Pay?
বাংলাদেশে গুগল পে পুরোপুরি চালু করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন। বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেছেন:
“গুগল পে সেবা বাংলাদেশে উন্মুক্ত করা হয়েছে, কিন্তু এখনই ব্যবহার করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ও অনুমোদন পেলে ভবিষ্যতে গুগল পে-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট ও ফান্ড ট্রান্সফার করা যাবে।”
এদিকে, সিটি ব্যাংক ও গুগল যৌথভাবে নিরাপদ ও সহজ পেমেন্ট সিস্টেম গড়ে তুলতে কাজ করছে, যা বাংলাদেশের পেমেন্ট ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও এগিয়ে নেবে।