নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Balance Check

দেখুন কিভাবে নগদ একাউন্ট কোড ডায়াল করে অথবা মোবাইল অ্যাপের সাহায্যে নগদ একাউন্ট দেখবেন। চেক করতে পারবেন নগদে উপবৃত্তি ও ভাতার টাকা।

Advertisement

নগদ একাউন্টের টাকা দেখার দুটি উপায় রয়েছে, একটি হচ্ছে নগদ একাউন্ট দেখার কোড নাম্বার (USSD কোড) ডায়াল করে, অন্যটি হচ্ছে নগদ অ্যাপ ব্যবহার করে।

এই ব্লগে ছবিতে দেখানো হলো, নগদ একাউন্ট কিভাবে চেক করবেন।

USSD কোডের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার কোড নাম্বার হচ্ছে *167#। নগদ একাউন্ট দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

Advertisement

Nagad Balance Check Process:

  1. ডায়াল করুন *167#;
  2. My Nagad অপশন সিলেক্ট করতে 7 লিখে Send/Reply করুন;
  3. Balance Enquiry করতে 1 লিখে Send করুন;
  4. PIN নম্বর লিখে Send করুন;
  5. আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম

মোবাইল অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

নগদ অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার জন্য আপনার মোবাইলে Nagad App ইনস্টল করে লগইন করতে হবে। লগইন করার জন্য নগদ মোবাইল নম্বর ও পিন নম্বর লিখে “সাইন ইন” করুন। এবার Home screen এর উপরের দিকে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” বাটনে ক্লিক করে একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।

নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

নগদে উপবৃত্তির টাকা দেখার জন্য নগদ মোবাইল অ্যাপ থেকে একাউন্ট কোড *167# ডায়াল করে লেনদেন বিবরণী বা Statement চেক করুন। নগদ একাউন্টে উপবৃত্তির টাকা যোগ হলে তা লেনদেন বিবরণীতে Disbursement Received (Govt) হিসেবে যোগ হওয়া টাকার পরিমাণ দেখতে পাবেন।

Advertisement

কিভাবে নগদের লেনদেন বা স্টেটমেন্ট চেক করবেন তার প্রক্রিয়া নিচে দেখানো হলো।

  • ডায়াল করুন নগদ মোবাইল ব্যাংকিং কোড *167#;
  • My Nagad অপশনের জন্য 7 লিখে Send করুন;
  • Mini Statement সিলেক্ট করতে 2 লিখে Send করুন;
  • PIN নম্বর লিখে Send করুন;
  • Statement এর পরের পেইজে যেতে * Type করে Send করুন;
নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

নগদ মোবাইল অ্যপের মাধ্যমেই নগদ একাউন্টের লেনদেন বিবরণী (Transaction Statement) চেক করতে পারবেন। এজন্য Nagad App এ লগইন করে, নিচের দিক থেকে Transaction মেন্যুতে যান।

নগদ একাউন্ট সংক্রান্ত আরও তথ্য

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *