ছাত্রদের টাকা জমানোর ১০ উপায়

ছাত্রজীবন থেকেই টাকা সঞ্চয়ের অভ্যাস গঠন ও আয় করার চেষ্টা করা উচিত। পরবর্তী জীবনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন, ছাত্রজীবনে টাকা জমানোর ১০টি উপায় বা টিপ।

Advertisement

ছাত্র জীবনে কিভাবে টাকা জমানো যায় তা নিয়ে অনেক ছাত্র-ছাত্রীই বিভিন্ন পন্থা অনুসরণ করেন। অনেকেই টাকা বাঁচানো ও সঞ্চয়ের উপায় খুঁজতে থাকেন।

টাকা জমানো খুব একটা জটিল বিষয় নয় তবে বেশ কিছু উপায় অনুসরণ করলে ছাত্ররা খুব সহজেই টাকা সঞ্চয় করতে বা জমাতে পারবে।

আজকে আমরা ছাত্রদের টাকা জমানোর কিছু ভাল উপায় নিয়ে আলোচনা করবো।

Advertisement

ছাত্রদের টাকা জমানোর উপায় সমূহ

ছাত্রদের টাকা জমানোর জন্য বাজেট তৈরি করা, পুরাতন বই কেনা, অপচয় না করা, সাশ্রয়ী অভ্যাস গড়ে তোলা ইত্যাদি বিভিন্ন উপায় রয়েছে।

১. বাজেট তৈরি করুন

ছাত্রদের টাকা জমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্ব পরিকল্পনার মাধ্যমে একটি বাজেট তৈরি করা। ছাত্রদের আয় ও ব্যয় এর রূপরেখা বা হিসাব রাখতে মূলত একটি বাজেট তৈরি করার গুরুত্ব অনেক।

Advertisement

পূর্ব পরিকল্পনার মাধ্যমে একটি মাসিক বাজেট তৈরি করে নিলে অতিরিক্ত ব্যয় বা অপচয় থেকে দূরে থাকা যায়।

যে সকল ক্ষেত্রে আপনাকে খরচ করতেই হবে সে সকল জিনিসে কত টাকা খরচ করবেন, কতটুকু কিনবেন বা কতটুকু প্রয়োজন এই সকল বিষয়ে সতর্ক থাকার জন্য এবং অপচয় রোধ করার জন্যই মূলত বাজেট তৈরি করতে হবে।

একটি বাজেট তৈরি করা হতে পারে আপনার ছাত্র জীবনে টাকা জমানোর মতো লক্ষ্যের সফলতার চাবিকাঠি।

২. পুরাতন বই কিনুন

ছাত্রদের টাকা জমানোর ক্ষেত্রে পুরাতন বই কেনাও একটি অন্যতম উপায় হতে পারে। অধিক মূল্যে নতুন বই কেনার তুলনায় স্বল্প মূল্যে পুরাতন বই কেনা বা ভাড়া নেওয়া ছাত্র জীবনে টাকা জমানোর ক্ষেত্রে অধিক সহায়তা করে থাকে।

Advertisement

ছাত্র জীবনে বই এর গুরুত্ব অনেক তবে পুরাতন বই দিয়েও যদি জ্ঞান অর্জন করা যায় তাহলে নতুন বই কিনে অতিরিক্ত টাকা অপচয় করার কোন মানেই হয় না।

অধিকাংশ ক্ষেত্রেই নতুন বই ও পুরাতন বইগুলোর মধ্যে খুব বেশি অমিল বা বৈসাদৃশ্য দেখা যায় না। 

আজকাল বিভিন্ন বইয়ের মার্কেটে বা দোকানে নতুন বইয়ের পাশাপাশি পুরাতন বইও বিক্রি করা হয় এবং এই পুরাতন বই কেনার মাধ্যমে ছাত্ররা অনেকাংশেই টাকা সেভ করতে পারে।

তাই খুব বেশি প্রয়োজন না হলে নতুন বইয়ের পরিবর্তে স্বল্প মূল্যে পুরাতন বই কিনে ছাত্ররা খুব সহজেই টাকা সাশ্রয় করতে পারবে ও টাকা জমাতে পারবে।

Advertisement

৩. Student Discount ব্যবহার করুন

ছাত্রদের টাকা বাঁচানোর ক্ষেত্রে আরেকটি অন্যতম উপায় হলো বিভিন্ন শপে বা কেনাকাটার ক্ষেত্রে Student Offer বা Discount নেওয়া।

অধিকাংশ সময়ই বিভিন্ন পণ্য ও কোম্পানিগুলো থেকে ছাত্র ছাত্রী দের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা ও ছাড় বা ডিসকাউন্ট এর ব্যবস্থা করা হয়।

তবে এ ক্ষেত্রে অবশ্যই ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে এবং এই আইডি কার্ড এর মাধ্যমেই একজন বিক্রেতা বুঝতে পারবে যে আপনি ছাত্র বা ছাত্রী।

অনেক খুচরা বিক্রেতা, রেস্তোরাঁ, শপিংমল, বিনোদনের জায়গা, বইয়ের দোকান ইত্যাদি বিভিন্ন জায়গায় কেনাকাটার ক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডটি দেখাতে পারলেই একজন ছাত্র বা ছাত্রী হিসেবে বিশেষ কিছু ডিসকাউন্ট ও সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন।

এই স্টুডেন্ট ডিসকাউন্ট এর সুযোগ সুবিধা গুলো ব্যবহার করে বেশ কিছুটা খরচ কমানো যায় এবং ছাত্র জীবনে টাকা জমানো যায়।

তাই ছাত্ররা টাকা জমানোর ক্ষেত্রে স্টুডেন্ট ডিসকাউন্ট ব্যবহার করার বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।

৪. পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন

নানা ধরনের খরচ কমিয়ে টাকা জমানোর ক্ষেত্রে ছাত্ররা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার বিষয়টি বিবেচনায় রাখতে পারেন।

প্রাইভেট ট্রান্সপোর্ট যেমন নিজস্ব গাড়ি, সাইকেল, বাইক ইত্যাদি ব্যবহার করলে জ্বালানি, রক্ষণাবেক্ষণ, পার্কিং এটাতে বিভিন্ন ক্ষেত্রে টাকা খরচ করতে হয় যা ছাত্র জীবনে টাকা জমানোর অন্তরায়।

তাই সম্ভব হলে নিজস্ব গাড়ি বা প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার না করে লোকাল বাসের মতো পাবলিক ট্রান্সপোর্ট গুলো ব্যবহার করতে হবে।

আমাদের দেশের পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে ছাত্র ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়ায় যাতায়াত করার সুবিধাও দেয়া হয়।

তবে এক্ষেত্রেও আপনি ছাত্র বা ছাত্রী তা প্রমাণ করার জন্য অবশ্যই আপনার একটি স্টুডেন্ট আইডি কার্ড আপনার সাথে থাকতে হবে। খরচ যত কম হবে টাকা জমানোর সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।

৫. সেকেন্ড হ্যান্ড আইটেম ব্যবহার করুন

ছাত্র জীবনে ছাত্রদের টাকা জমানোর জন্য আরও একটি অন্যতম উপায় হলো সেকেন্ড হ্যান্ড আইটেম গুলো ব্যবহার করা।

যেকোনো নতুন জিনিসের মূল্য সেকেন্ড হ্যান্ড আইটেম গুলোর তুলনায় অত্যাধিক হয়ে থাকে যা খরচের পরিমাণ অধিক মাত্রায় বৃদ্ধি করে ফেলে।

ছাত্র জীবনের টাকা জমানার জন্য অবশ্যই আপনাকে খরচের মাত্রা কমাতে হবে আর এজন্যই খুব বেশি প্রয়োজন না হলে নতুন জিনিসের পরিবর্তে সেকেন্ড হ্যান্ড আইটেমগুলো ব্যবহার করতে পারেন।

আজকাল বিভিন্ন সেকেন্ড হ্যান্ড আইটেম যেমন আসবাবপত্র, জামা কাপড়, জুতা,  ইলেকট্রনিক্স, বই ইত্যাদি কিনতে পাওয়া যায়।

বিভিন্ন অনলাইন প্লাটফর্ম বা পুরাতন মার্কেটে এ ধরনের সেকেন্ড হ্যান্ড আইটেম গুলো কিনতে পাওয়া যায় যার দাম নতুন জিনিসের তুলনায় অনেক কম হয়ে থাকে।

নতুনের মতো দেখতে অনেক সেকেন্ড হ্যান্ড আইটেম পাওয়া যায় যা একজন ছাত্র খুব সহজেই ব্যবহার করতে পারে।

৬. অপচয় করা এড়িয়ে চলুন

ছাত্র জীবনের টাকা জমানোর জন্য অবশ্যই আপনাকে অপচয় করা এড়িয়ে চলার বিষয়টি মাথায় রাখতে হবে এবং অপচয় করার অভ্যাস বাদ দিতে হবে।

একটি অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে সেই জিনিসটা আপনার সত্যিই প্রয়োজন কিনা আর এ ধরনের বিষয় বিবেচনা করার জন্য যেকোনো জিনিস কেনার আগে নিজেকে প্রশ্ন করুন ও সময় নিন।

অহেতুক ব্যয় করা বা অপচয় করা খুব সহজ বিষয় তবে টাকা সঞ্চয় করা খুবই কঠিন একটি চ্যালেঞ্জ। 

যেকোনো অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে তা আপনার কতটুকু প্রয়োজন সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে এবং তা যদি খুব বেশি প্রয়োজন না হয় তবে অযথা টাকা নষ্ট না করে বা অপচয় না করে টাকা জমিয়ে রাখতে হবে।

টাকা সঞ্চয় করার জন্য অপচয় করার অভ্যাস একেবারেই বাদ দিতে হবে তা না হলে টাকা জমানো আপনার জন্য কঠিন একটি বিষয় হয়ে উঠবে।

তাই ছাত্ররা টাকা অপচয় করার অভ্যাস এড়িয়ে চলতে পারলে খুব সহজেই টাকা সঞ্চয় করতে পারবে।

৭. ফ্রি ইভেন্টে যান

বিনোদনমূলক কর্মকাণ্ডে টাকা খরচ না করে টাকা জমিয়ে রাখার জন্য ছাত্ররা ফ্রি ইভেন্ট বা বিনামূল্যের ইভেন্ট গুলোতে অংশগ্রহণ করতে পারে।

ছাত্রজীবনে বিভিন্ন বিনোদনমূলক কর্মকান্ড যেমন বিভিন্ন ইভেন্ট, ট্যুর ইত্যাদিতে অংশগ্রহণ করা খুবই সাধারণ একটি বিষয়।

ছাত্র জীবনে বিনোদনের গুরুত্ব অনেক তবে টাকা জমানোর জন্য বিনোদনমূলক কর্মকান্ডে যাতে অতিরিক্ত খরচ করতে না হয় অবশ্যই সেই চেষ্টা করতে হবে আর তাই বিনামূল্যে বিভিন্ন ফ্রি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বা বিভিন্ন পাবলিক প্লেসেও বিভিন্ন সময় ফ্রি ইভেন্টের আয়োজন করা হয়ে থাকে যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে অংশগ্রহণ করতে পারে।

৮. পার্ট টাইম জব করুন

ছাত্রজীবনের টাকা আয় করার জন্য ও টাকা জমানোর জন্য পার্ট টাইম জব বা পার্ট টাইম কাজগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ছাত্ররা তাদের অবসর সময়ে বিভিন্ন ধরনের পার্ট টাইম জব করতে পারে যা থেকে তারা একটি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে এবং ভালো পরিমান অর্থও সঞ্চয় করতে পারবে।

আজকাল বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ও ওয়েবসাইট গুলোতেও ঘরে বসে পার্ট টাইম জব করা যায়।

৯. একটি সেভিংস অ্যাকাউন্ট খুলুন

টাকা সঞ্চয় করার জন্য বা টাকা জমানোর জন্য ছাত্ররা একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে যা তাদের টাকা জমানোর লক্ষ্য অর্জন করতে বিশেষভাবে সহায়তা করবে।

আজকাল প্রায় সকল ব্যাংকেই শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট একাউন্ট বা সেভিংস একাউন্ট খোলার সুযোগ সুবিধা দিয়ে থাকে।

এই সেভিংস অ্যাকাউন্ট গুলোতে ছাত্ররা তাদের টাকাগুলো সঞ্চয় করে রাখতে পারে যাতে করে যখন তখন খরচ না হয়ে যায় বা অপচয় না হয়। সাধারণত শিক্ষার্থীদের সেভিংস অ্যাকাউন্ট গুলোতে বাৎসরিক কোন চার্জ ধরা হয় না।

আরও পড়ুন:

১০. সাশ্রয়ী অভ্যাস গড়ে তুলুন

ছাত্র জীবনে টাকা সঞ্চয় বা টাকা জমাতে হলে অবশ্যই একজন ছাত্রকে সাশ্রয়ী অভ্যাস গড়ে তুলতে হবে। এক্ষেত্রে অপচয় করার অভ্যাস একেবারেই বাদ দিতে হবে এবং যথাসম্ভব টাকা সাশ্রয় করে চলতে হবে। 

প্রয়োজন ছাড়া কোনো ক্ষেত্রেই টাকা খরচ করা যাবে না।ছাত্রদের সাশ্রয়ী অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সচেতনতা বৃদ্ধি করা। 

টাকা জমানোর জন্য নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে ছাত্ররা সাশ্রয়ী অভ্যাস গড়ে তুলতে পারবে যা তাদের টাকা জমাতে বিশেষভাবে সহায়তা করবে।

শেষ কথা

ছাত্রদের মনে রাখতে হবে যে, উপরোক্ত প্রতিটি ছোট ছোট পদক্ষেপ টাকা সঞ্চয় বা জমানোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখে আর তাই তাদের আর্থিক অভ্যাস সম্পর্কে বিশেষভাবে সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *