বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি

সরকারি ব্যাংকে টাকা রাখা তুলনামূলকভাবে বেশি নিরাপদ। জেনে নিন বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি, এবং এসব ব্যাংকের সেবা সম্পর্কে।

Advertisement

বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি, কি কি এগুলো আমাদের জানা উচিত। সরকারি ব্যাংকে টাকা জমা রাখা অন্যান্য বেসরকারি মালিকানাধীন ব্যাংকের চাইতে অবশ্যই একটু বেশি নিরাপদ মনে করেন সবাই।

তাই, আপনাদের সাথে শেয়ার করলাম বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সরকারি ব্যাংক কয়টি ও কি কি এগুলোর ওয়েবসাইট ও সেবা সম্পর্কে কিছু তথ্য। আশা করি তথ্যগুলো আপনার কাজে লাগবে।

প্রথমেই সংক্ষেপে জানি বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি এবং এগুলো কি কি।

Advertisement

বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি

বর্তমানে বাংলাদেশের সরকারি ব্যাংক হচ্ছে ৭টি, এগুলো হলো:

  1. সোনালী ব্যাংক লিমিডেট
  2. জনতা ব্যাংক লিমিটেড
  3. রূপালী ব্যাংক লিমিটেড
  4. অগ্রণী ব্যাংক লিমিটেড
  5. বাংলাদেশ কৃষি ব্যাংক
  6. বেসিক ব্যাংক লিমিটেড
  7. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)

এই ব্যাংকগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। নিচের ছকে বাংলাদেশের সরকারি ব্যাংকের নাম সমূহ, প্রতিষ্ঠান সন ও ওয়েবসাইট দেয়া হলো।

Advertisement

আরও পড়ুন:

বাংলাদেশের সরকারি ব্যাংকের তালিকা

ব্যাংকের নামপ্রতিষ্ঠার সনওয়েবসাইট
Sonali Bank PLC১৯৭২www.sonalibank.com.bd
Janata Bank PLC১৯৭২www.jb.com.bd
Rupali Bank PLC১৯৭২www.rupalibank.com.bd
Agrani Bank PLC১৯৭২www.agranibank.org
বাংলাদেশ কৃষি ব্যাংক১৯৭৩www.krishibank.org.bd
বেসিক ব্যাংক লিমিটেড১৯৮৮www.basicbanklimited.com
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)২০০৯www.bdbl.com.bd
বাংলাদেশের সরকারি ব্যাংকের তালিকা

১. সোনালী ব্যাংক পিএলসি

এটি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। ১৯৭২ সালে সোনালী ব্যাংক লিমিটেড নামে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ক্রেন্দ্রীয় ব্যাংকের পরেই সরকারি ব্যাংক হিসেবে সোনালী ব্যাংককে বিবেচনা করা হয়। সম্প্রতি Public Limited Company গুলোর Short Name হিসেবে Limited পরিবর্তন করে PLC করা হয়।

তাই সোনালী ব্যাংক সহ অন্যান্য সকল ব্যাংক Limited পরিবর্তন করে PLC যুক্ত করে।

সোনালী ব্যাংকের সেবা সমূহ

সোনালী ব্যাংকের প্রধান সেবাগুলো হচ্ছে Corporate Banking, Project Finance, SME Financing, Consumer Loan, Trade Financing, আন্তর্জাতিক বাণিজ্য, ঋণ সিন্ডিকেশন, বৈদেশিক মুদ্রার লেনদেন, গ্রামীণ ও ক্ষুদ্র ঋণ, এনজিও-লিঙ্কেজ ঋণ, বিনিয়োগ, সরকারী ট্রেজারি ফাংশন, মানি মার্কেট অপারেশন, ক্যাপিটাল মার্কেট অপারেশন, রেমিটেন্স, লকার ইত্যাদি।

Advertisement

এছাড়া সোনালী ব্যাংক বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা প্রদানে কাজ করে। যেমন, বেতন ভাতা পরিশোধ, বিল সংগ্রহ, রাজস্ব আদায় ইত্যাদি। একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের হয়েও সোনালী ব্যাংক অনেক কার্যক্রম সম্পাদন করে।

মোট শাখা১২২৭ টি
প্রধান কার্যালয়৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ
ইমেইলitd@sonalibank.com.bd
SWIFT CodeBSONBDDH
মোবাইল অ্যাপSonali eShebaSonali e-Wallet
একাউন্টসোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

২. জনতা ব্যাংক পিএলসি

এটি বাংলাদেশের রাষ্ট্রয়ত্ব মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। জনতা ব্যাংক দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকটি প্রেসিডেনশিয়াল অর্ডার ২৬ নং এর আওতায় ১৯৭২ সালে জাতীয়করণ করা হয়।

মোট শাখা৯১৭ টি
প্রধান কার্যালয়জনতা ভবন, ১১০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ
ইমেইলmis@janatabank-bd.com
SWIFT CodeJANBBDDH
একাউন্টজনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

৩. রূপালী ব্যাংক পিএলসি

রূপালী ব্যাংক বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক যা বাংলাদেশ ব্যাংক (জাতীয়করণ) আদেশ ১৯৭২ এর অধীনে ২৬ শে মার্চে অন্তর্ভুক্ত হয়েছিল।

এই ব্যাংকটি গঠন করা হয়েছিল তিনটি পূর্ববর্তী বাণিজ্যিক ব্যাংক এর সমন্বয়ে। ব্যাংকগুলো হলো, মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, অস্ট্রেলিয়া ব্যাংক লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

Advertisement
মোট শাখা৫৮৩ টি
প্রধান কার্যালয়৩৪, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ
ইমেইলinfo@rupalibank.org, it@rupalibank.org
SWIFT CodeRUPBBDDH
হেল্পলাইন16495 & 09614016495
একাউন্টরূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

৪. অগ্রণী ব্যাংক পিএলসি

অগ্রণী ব্যাংক লিমিটেড ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। Agrani Bank Limited এর সদর দপ্তর মতিঝিল এ অবস্থিত।

মোট শাখা৯৬০ টি
প্রধান কার্যালয়৯/ডি, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ
ইমেইলdgmbcd@agranibank.org
SWIFT CodeAGBKBDDH
একাউন্টঅগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

৫. বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড

বাংলাদেশ কৃষি ব্যাংক শতভাগ সরকারি মালিকানাধীন একটি বিষেশায়িত ব্যাংক। দেশের প্রকৃতি নির্ভর ও ঝুঁকিপূর্ণ কৃষি খাতের উন্নয়নের জন্য রাষ্ট্রপতির ২৭ নং আদেশ অনুসারে ১৯৭৩ সালের ৩১ মার্চ এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়।

সেবাআমানত, ঋণ, আন্তর্জাতিক ব্যাংকিং, কর্পোরেট অর্থায়ন
মোট শাখা১০৩৮ টি
প্রধান কার্যালয়৮৩-৮৫ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ইমেইলinfo@krishibank.org.bd
SWIFT CodeBKBABDDH
একাউন্টকৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

৬. বেসিক ব্যাংক লিমিটেড

বেসিক ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন ব্যাংক যা ২ আগস্ট ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

মোট শাখা৭২ টি
প্রধান কার্যালয়Sena Kalyan Bhaban (6th Floor) 195 Motijheel C/A, Dhaka 1000 Bangladesh
ইমেইলbasicho@basicbanklimited.com
SWIFT CodeBKSIBDDH
একাউন্টবেসিক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

৭. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)

বিডিবিএল বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। বিডিবিএল ব্যাংক ১৬ নভেম্বর ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

মোট শাখা৪৬ টি
প্রধান কার্যালয়৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০, বাংলাদেশ
ইমেইলbasicho@basicbanklimited.com
SWIFT CodeBDDBBDDH

শেষকথা

নতুন ব্যবসার আইডিয়া, অনলাইনে ব্যাবসা, টাকা ইনকাম, ব্যাংকিং, ভ্যাট ও আয়কর সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আশা করি আপনার কাজে লাগবে।

এধরণের তথ্য সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ফলো করুন- MoneyAns এবং নিয়মিত ভিজিট করুন bn.moneyans.com, ধন্যবাদ।

সরকারি ব্যাংক নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের প্রথম সরকারি ব্যাংক কোনটি?

বাংলাদেশের প্রথম সরকারি ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক ১৯৫৯ সালে “ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড” নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৭২ সালে এটি পূবালী ব্যাংক নামে জাতীয়করণ করা হয় এবং পুনরায় ১৯৮৩ সালে এটি বেসরকারিকরণ করা হয়।

বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি?

বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী ব্যাংক লিঃ

সোনালী ব্যাংক কি সরকারি?

হ্যাঁ, সোনালী ব্যাংক লিঃ বাংলাদেশের সরকারি মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক।

পূবালী ব্যাংক কি সরকারি?

না, পূবালী ব্যাংক একটি বেসরকারি মালিকানাধীন ব্যাংক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *