মালয়েশিয়া টাকার রেট কত | ১ রিংগিত কত টাকা

জেনে নিন মালয়েশিয়া আজকের টাকার রেট। আজ ২ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, রোজ শনিবার মালয়েশিয়া রিংগিতের রেট কত টাকা। ব্যাংক, বিকাশ ও নগদ বিক্রয়ে এক রিংগিত (Malaysian Ringgit) কত টাকা পাবেন বিস্তারিত তথ্য।

Advertisement

প্রবাস থেকে টাকা পাঠানোর আগে সবসময় আপনাদের মালয়েশিয়া টাকার রেট কত জেনে পাঠানো উচিত। মালয়েশিয়া থেকে আপনি বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশে যে রেট পাবেন তা শেয়ার করা হলো।

তবে বাংলাদশ থেকে মালয়েশিয়া রিংগিত ক্রয় করতে চান, সেক্ষেত্রে রিংগিতের মূল্য ভিন্ন হবে। এটি সাধারণত ৫০ পয়সা থেকে ১ টাকা কম হয়ে থাকবে।

মালয়েশিয়া আজকের টাকার রেট
মালয়েশিয়া টাকার রেট

এখানে আপনি যা জানতে পারবেন:

Advertisement
  • আজকে মালয়েশিয়া টাকার রেট কত?
  • মালয়েশিয়া ১ রিংগিত বাংলাদেশের কত টাকা?
  • ১৫০০ রিংগিত কত টাকা?
  • মালয়েশিয়া রিংগিত আজকের রেট কত বাংলাদেশ?
  • মালয়েশিয়া আজকের টাকার রেট

মালয়েশিয়া ১ রিংগিত বাংলাদেশের কত টাকা

আজকে মালয়েশিয়া টাকার রেট কত: আজ ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মালয়েশিয়া ১ রিংগিত সমান বাংলাদেশি ২৪ টাকা ২৫ পয়সা।

মালয়েশিয়া রিংগিত টু টাকা (Malaysian Ringgit to Bangladeshi Taka)

মালয়েশিয়া রিংগিত বাংলাদেশী টাকা
১ মালয়েশিয়া রিংগিত২৪.২৫ টাকা
১০ মালয়েশিয়া রিংগিত২৪২ টাকা
১০০ মালয়েশিয়া রিংগিত২৪২৫ টাকা
১০০০ মালয়েশিয়া রিংগিত২৪২৫০ টাকা
১৫০০ মালয়েশিয়া রিংগিত৩৬৩৭৫ টাকা
Malaysian Ringgit to Bangladeshi Taka Rate

উল্লেখ্য যে, উক্ত টাকার রেট শুধুমাত্র যারা প্রবাস থেকে দেশে টাকা পাঠাবেন তাদের জন্য প্রযোজ্য হবে। এছাড়া বিভিন্ন রেমিট্যান্স প্রেরণকারী App, এজেন্ট বা অনলাইন ট্রান্সফারের ক্ষেত্রে টাকার রেট ভিন্ন হবে। তাছাড়া, বাংলাদেশি টাকা থেকে মালয়েশিয়ান রিংগিত ক্রয়ের ক্ষেত্রে রেট ভিন্ন হবে।

Advertisement

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে আমরা বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময়ে টাকার রেট শেয়ার করে থাকি।

প্রিয় ভিজিটর, আপনাদের অনেকেই হয়তো প্রবাসী। আপনার কষ্টার্জিত টাকা প্রতিনিয়তই দেশে পাঠিয়ে থাকেন। অনেকে হয়তো মালয়েশিয়ান রিংগিত ও টাকার বিনিময় মূল্য না জানার কারণে বাংলাদেশ কম টাকা পেলেও বুঝতে পারেন না।

তাই আপনার উচিত যখনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, সেই দিনের টাকার রেট দেখে টাকা পাঠানোর জন্য। আর যারা মালয়েশিয়া ভ্রমণে যাবেন তাদের ও উচিত হবে রিংগিতের রেট জেনে রিংগিত ক্রয় করা।

দেশে বৈধ উপায়ে পাঠালেই তা বৈধ টাকা হিসেবে গণ্য হবে। তা না হলে, আপনার কষ্টার্জিত টাকা অবৈধ হয়ে যাবে। যাই হোক সামান্য বেশি লাভের জন্য, হুন্ডি বা অন্য কোন অবৈধ পন্থায় টাকা পাঠানো থেকে বিরত থাকুন। ব্যাংকের মাধ্যমে বা বৈধ উপায়ে টাকা পাঠালে আপনারা সরকারিভাবে ২.৫ শতাংশ Cash Incentive পাবেন।

Advertisement

FAQs

রিংগিত কোন দেশের মুদ্রার নাম?

রিংগিত মালয়েশিয়ার মুদ্রার নাম।

মালয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?

মালয়েশিয়ার এক রিংগিত বাংলাদেশের ২৪.৫০ টাকা। তবে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, রেমিট্যান্স কোম্পানী ভেদে রিংগিতের মূল্য কিছুটা ভিন্ন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *