চালু হলো পাঠাও পে: সকল সুবিধা এক অ্যাপে আরও থাকছে ক্যাশব্যাক !

এখন এক অ্যাপেই সকল লেনদেন করতে পারবেন। চালু হলো ডেলিভারী সার্ভিস পাঠাও এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পাঠাও পে (Pathao Pay)। জানুন কি কি সুবিধা ও কিভাবে ব্যবহার করবেন।

পাঠাও পে ব্যবহারের সুবিধা

অনলাইন পেমেন্টের জগতে বাংলাদেশে যুক্ত হলো আরও একটি নতুন নাম — Pathao Pay। রাইড শেয়ারিং ও ডেলিভারি সার্ভিসের জনপ্রিয় অ্যাপ Pathao এখন ডিজিটাল পেমেন্টের সুবিধাও নিয়ে এসেছে।

সম্প্রতি Pathao Pay চালু হওয়ায় ব্যবহারকারীরা এখন আরও সহজে ও নিরাপদে লেনদেন করতে পারবেন। চলুন, জেনে নিই Pathao Pay কী, কীভাবে কাজ করে এবং এর সুবিধাগুলো সম্পর্কে।

Pathao Pay কী?

Pathao Pay হলো Pathao-এর নতুন ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, অনলাইন শপিং, এমনকি Pathao রাইড ও ডেলিভারি সার্ভিসের পেমেন্টও করতে পারবেন।

ব্যাংক, মোবাইল ব্যাংকিং ও কার্ড থেকে ইনস্ট্যান্ট টাকা অ্যাড করা এবং ওয়ালেটে থাকা ব্যালেন্স ব্যাংক, এটিএম বুথ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে তুলতে পারবেন।

পাঠাও পে হতে পারে একটি সম্পূর্ণ ডিজিটাল পেমেন্ট সিস্টেম, যা বাংলাদেশের ক্রমবর্ধমান ফিনটেক শিল্পকে আরও এগিয়ে নেবে।

পাঠাও পে’র সুবিধা কি কি?

পাঠাও পে’র উল্লেখযোগ্য ও ইউনিক সুবিধাগুলো হচ্ছে, প্রত্যেক ব্যবহারকারী তার নিজের জন্য একটি পেমেন্ট লিংক তৈরি করে পেমেন্ট কালেকশন করতে পারবেন। ‍Split Pay এর মাধ্যমে কোন পেমেন্ট এমাউন্ট কয়েকজনের মধ্যে ভাগাভাগি করা যাবে, ব্যাংক এবং এটিএমের মাধ্যমে টাকা তোলা যাবে। পাঠাও পে কার্ড দিয়ে দেশে বিদেশে কেনাকাটা শপিং ও টাকা তোলার সুবিধাতো আছে।

১. Pay Tag (পেমেন্ট লিংক)

পাঠাও পেতে আপনি আপনার জন্য একটি ইউনিক পেমেন্টে লিংক (Pay Tag) তৈরি করতে পারবেন। এছাড়াও, কারও কাছ থেকে পেমেন্ট কালেকশনের জন্য Payment Request লিংক তৈরি এবং বিভিন্ন এমাউন্ট দিয়ে আলাদা আলাদা পেমেন্ট লিংক তৈরি করা যাবে।

এই ধরনের সুবিধা খুব প্রয়োজনীয় হলেও, বিদ্যমান কোন মোবাইল ফাইন্যান্সে সার্ভিসে এই সুবিধা নেই। তাই এক্ষেত্রে পাঠাও পেতে আপনি এই সুবিধাটি নিতে পারে।

বিশেষ করে যারা, অনলাইনে পন্য বা সেবা বিক্রয় করেন, তাদের জন্য এটা খুব কাজে লাগতে পারে।

২. Split Pay (পেমেন্ট ভাগাভাগি)

কোন বিল বা পেমেন্টের টাকা বন্ধুরা কয়েকজনে মিলে ভাগাভাগি করে দিতে চাইলে, এখানে আছে Split Pay অপশন। এজন্য, অ্যা “Transactions”-এ গিয়ে ‘Split Payment’ অপশন ট্যাপ করে যাদের সাথে টাকার এমাউন্ট ভাগাভাগি করতে চান তাদের সিলেক্ট করুন। এরপর টাকার পরিমাণ ভাগ করে PIN দিয়ে নিশ্চিত করে “Request” ট্যাপ করুন।

৩. Pathao Pay Card

Pathao Pay Card

Pathao Pay Card হচ্ছে একটি ইন্টারন্যাশনাল মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, যেটা দিয়ে আপনি দেশে এবং দেশের বাইরে থেকেও কেনাকাটা ও লেনদেন করতে পারবেন। মাস্টারকার্ড পাওয়ার্ড এই কার্ড সুবিধা দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB)।

তবে পাঠাও পে কার্ড দিয়ে দেশের বাইরের কোন ওয়েবসাইটে পেমেন্ট এবং বিদেশে শপিং ও বিল পেমেন্টের জন্য পাসপোর্টে ডলার বা সেই কারেন্সি এনডোর্সমেন্ট করা থাকতে হবে।

কার্ডটি পাওয়া যাবে ৩টি ইউনিক ডিজাইনে , Starlit Horizon, Purple Haze এবং Sunshine Beach ডিজাইনে। এই কার্ডের মাধ্যমে রিয়েল-টাইম ওয়ালেটে ব্যালেন্স আনা, ব্যালেন্স সিঙ্কিং, ডুয়াল কারেন্সি সাপোর্ট, পিন ছাড়াই ৫ হাজার টাকা পর্যন্ত NFC Tap & Pay এবং এমটিবির এটিএম থেকে বিনা মূল্যে টাকা তোলা যাবে।

৪. পাঠাও রাইড ও ডেলিভারিতে ক্যাশলেস পেমেন্ট

Pathao অ্যাপে এখন ক্যাশলেস পেমেন্টের সুবিধা চালু হয়েছে। অর্থাৎ, রাইড বা ডেলিভারির পেমেন্ট Pathao Pay ওয়ালেট থেকে করলে অতিরিক্ত ক্যাশ হ্যান্ডেলিংয়ের ঝামেলা থাকবে না।

৫. বিল পেমেন্ট ও মোবাইল রিচার্জ

Pathao Pay-এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই—

  • মোবাইল রিচার্জ (গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
  • ইন্টারনেট বিল (ISP)
  • ইউটিলিটি বিল (ডেস্কো, ওয়াসা, গ্যাস বিল ইত্যাদি) পরিশোধ করতে পারবেন।

৬. নিরাপদ ও সুরক্ষিত লেনদেন

Pathao Pay-এ সব লেনদেন হয় উচ্চ নিরাপত্তা প্রোটোকলের মাধ্যমে। PIN, OTP বা বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে টাকা পাঠানো যায়, তাই ফ্রড বা হ্যাকিংয়ের ঝুঁকি কম।

৭. Cashback ও অফার

নতুন সার্ভিস হিসেবে Pathao Pay বিভিন্ন ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার দিচ্ছে। প্রথমবার ব্যবহারকারীরা বিশেষ সুবিধা পাবেন, যা তাদের লেনদেনকে আরও সাশ্রয়ী করবে।

৮. ব্যাংক ও কার্ডের মাধ্যমে ওয়ালেট টপ-আপ

আপাতত আপনার ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ডের মাধ্যমে পাঠাও ওয়ালেটে টাকা আনতে পারবেন। তবে ভবিষ্যতে বিভিন্ন ব্যাংক একাউন্ট এবং অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন, বিকাশ, নগদ ও রকেট থেকেও ব্যালেন্স এড করার সুবিধা যুক্ত হতে পারে।

৯. ব্যাংক ও এটিএম ‍বুথের মাধ্যমে টাকা উত্তোলন

পাঠাও পে থেকে ব্যাংক একাউন্ট এবং ATM বুথের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে। আপাতত ‍শুধুমাত্র One Bank ATM থেকে টাকা তুলতে পারবেন।

ভবিষ্যতে অন্যান্য ব্যাংক ও এটিএমও এই তালিকায় ধীরে ধীরে যুক্ত হবে। অর্থাৎ সবধরণের লেনদেনই করতে পারছেন Pathao Pay এর মাধ্যমে।

আসুন এবার দেখে নিই, কিভাবে পাঠাও পে একাউন্ট খুলবেন বা Pathao Pay সাইন আপ করবেন।

কীভাবে Pathao Pay একাউন্ট খুলবেন

পাঠাও পে একাউন্ট খোলা খুবই সহজ একটি প্রক্রিয়া এবং ফ্রি। মাত্র কয়েক মিনিটি আপনার মোবাইল ভেরিফিকেশন, এনআইডি কার্ডের ছবি ও সেলফি তুলেই পাঠাও পে একাউন্ট খুলে ফেলতে পারেন।

আপনাদের সুবিধার জন্য, কিভাবে পাঠাও পে একাউন্ট খুলবেন তার ধাপে ধাপে প্রক্রিয়াটি ছবিতে দেখানো হলো।

ধাপ ১: মোবাইল ভেরিফিকেশন করুন

চলে যান Google Play Store অথবা আইফোন হলে App Store। এরপর Search করুন “Pathao Pay” লিখে।

অ্যাপটি ইনস্টল করার পর প্রথমেই আপনার মোবাইল নাম্বার দিয়ে OTP ভেরিফিকেশন করতে হবে। এরপর আপনার নাম (ইংরেজিতে) ও জন্ম তারিখ দিয়ে Continue করুন।

ধাপ ২: পিন সেট করুন

এবার একাউন্টে লগইন ও লেনদেনের জন্য 5 ডিজিটের একটি পিন সেটাপ করতে হবে।

ধাপ ৩: এনআইডি ভেরিফাই করুন

পিন নাম্বার দিয়ে লগইন করার পর, Verify Identity অপশন দেখতে পাবেন। এখানে প্রবেশ করে, Start Verification ট্যাপ করুন।

এবার আপনার এনআইডি কার্ডের সামনের দিক ও পেছনের দিক Scan করে Submit করুন।

খেয়াল রাখবেন NID Card এর ছবি যেন ঠিকঠাকভাবে স্কয়ার বক্সের ভেতরে থাকে।

শেষ কথা

Pathao Pay বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে। এটি শুধু পেমেন্টের মাধ্যমই নয়, বরং আর্থিক সেবাকে সবার দোরগোড়ায় পৌঁছে দেবে। আপনি যদি Pathao ব্যবহারকারী হন, তাহলে আজই Pathao Pay ট্রাই করুন এবং ডিজিটাল লেনদেনের সুবিধা নিন!

Similar Posts

মন্তব্য করুন