ক্রেডিট কার্ড বন্ধ করার উপায় – যা অবশ্যই খেয়াল রাখতে হবে

ক্রেডিট কার্ড বন্ধ করার জন্য ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করে আবেদন করতে হয়। জানুন ক্রেডিট কার্ড বন্ধ করার ‍উপায় এবং যেসব বিষয় বিবেচনা করবেন।

ক্রেডিট কার্ড বন্ধ করার উপায়
Advertisement

ক্রেডিট কার্ড বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় একটি কার্ড যা কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের ব্যাংক একাউন্টে ব্যালেন্স না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় সকল ধরণের পেমেন্ট ও কেনাকাটা করা যায়।

ক্রেডিট কার্ডে দেয়া লেনদেনের লিমিট একটি লোনের মত কাজ করে। নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করা টাকা সুদ সহ পরিশোধ করতে হয়। ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা উভয়ই রয়েছে। এটি অনেকের জন্য সুবিধাজনক এবং অনেকের জন্য লোকসানের কারণ।

যদি আপনি আপনার ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করতে চান, কিছু প্রয়োজনীয় Step অনুসরণ করে আপনার ক্রেডিট কার্ড বন্ধ করতে পারেন।

ক্রেডিট কার্ড বন্ধ করতে আপনি যে ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করবেন এগুলো নিচে আলোচনা করা হলো। আসুন জেনে নিই, ক্রেডিট কার্ড বন্ধ করার ধাপসমূহ।

Advertisement

ক্রেডিট কার্ড বন্ধ করার উপায়

ক্রেডিট কার্ড বন্ধ করার জন্য কার্ডের সমস্ত বকেয়া বিল পরিশোধ করে আপনাকে ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে বা ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করতে হবে। ক্রেডিট কার্ড বন্ধের জন্য ইমেলের মাধ্যমেও আবেদন করতে পারেন। এছাড়া, মোবাইল অ্যাপ বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ক্রেডিট কার্ড বাতিলের আবেদন করা যায় যদি ব্যাংক সেই সুবিধা প্রদান করে।

ধাপ ১ – বকেয়া পরিশোধ করুন

ক্রেডিট কার্ড বন্ধ করার সর্বপ্রথম ধাপ হলো কার্ড এর সকল বকেয়া ব্যালেন্স পরিশোধ করা। আপনার ক্রেডিট কার্ড বন্ধ করার আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে ক্রেডিট কার্ডের সকল বকেয়া ব্যালেন্স সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়েছে।

কারণ বকেয়া ব্যালেন্স পরিশোধ না করলে ক্রেডিট কার্ড বন্ধ করার অনুমতি নাও পেতে পারেন।

Advertisement

ধাপ ২ – পয়েন্ট রিডিম করুন

ক্রেডিট কার্ড বন্ধ করার আগেই কার্ডে অন্তর্ভুক্ত কোনো পুরস্কার, ক্যাশব্যাক বা পয়েন্ট থাকলে তা রিডিম করতে পারেন।

ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নানা রকম সুযোগ-সুবিধার পাশাপাশি নির্দিষ্ট সময় পর পর কিছু পুরস্কার, ক্যাশব্যাক বা পয়েন্ট দেয়া হয়ে থাকে যা নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করলে পরবর্তীতে আর ব্যবহারযোগ্য থাকে না।

একবার ক্রেডিট কার্ড বন্ধ হয়ে গেলে আপনি এই সুবিধা বা পয়েন্ট গুলো আর ব্যবহার করতে পারবেন না। তাই ক্রেডিট কার্ড বন্ধ করার আবেদন করার পূর্বেই কোনো পয়েন্ট থাকলে তা রিডিম করে ফেলাই শ্রেয়।

ধাপ ৩ – ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করুন

আপনার ক্রেডিট কার্ড বন্ধ করার জন্য অবশ্যই কার্ড ইস্যুকারী ব্যাংকের ক্রেডিট কার্ডের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। অথবা সরাসরি ব্যাংকে যেয়েও আপনি কার্ড যোগাযোগ করতে পারবেন।

Advertisement

আপনি সরাসরি ব্যাংকে গিয়ে প্রতিনিধির সাথে যোগাযোগ করে ক্রেডিট কার্ড বন্ধ করার আবেদন ফরম সংগ্রহ করতে পারেন। আবেদন ফরমে সকল তথ্য সঠিকভাবে দিতে হবে এবং আবেদন ফরম পূরণ করার পর তা ব্যাংকে জমা দিতে হবে।

আবার আপনি চাইলে Online Banking App বা অনলাইন ব্যাংকিং সিস্টেমে Log in করেও ক্রেডিট কার্ড বন্ধ করার Request করতে পারেন যদি ইস্যুকারী ব্যাংক সেই ‍সুবিধা দিয়ে থাকে।

Advertisement

ধাপ ৪ – কার্ডটি নষ্ট করুন

ক্রেডিট কার্ড বন্ধের আবেদন করার পর ব্যাংক থেকে ইমেইলের মাধ্যমে আপনাকে Credit Card বন্ধ করার কনফার্মেশন মেইল পাঠানো হবে। এরপর আপনার অচল কার্ডটি নষ্ট করে ফেলুন।

বন্ধ হওয়া কার্ডের সাহায্যে স্বাভাবিকভাবে লেনদেন করা না গেলেও, কার্ডের ইলেক্ট্রনিক চিপের মধ্যে থাকা ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশংকা থাকে। তাই, আপনার ক্রেডিট কার্ডটিকে লম্বা ও আড়াআড়ি ভাবে চার টুকরো করে কেটে ফেলে দিতে হবে যাতে কার্ডটি রিসাইকেল করা না যায় এবং আপনার ব্যক্তিগত তথ্য চুরি না হতে পারে।

ধাপ ৫ – ক্রেডিট রিপোর্ট মনিটর করুন

আপনার ক্রেডিট কার্ড বন্ধের আবেদন সঠিকভাবে রিপোর্ট করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য Credit Report চেক করা খুবই গুরুত্বপূর্ণ।

ক্রেডিট রিপোর্টে যদি “Closed by Consumer” লেখা স্ট্যাটাসটি দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার রিপোর্ট মনিটরিং করে আপডেট করা হয়েছে এবং এতে কোনো ধরনের ত্রুটি নেই।

ধাপ ৬ – Payment Information আপডেট করুন

আপনার ক্রেডিট কার্ড বন্ধ করার ক্ষেত্রে আবেদনের পর এবং ক্রেডিট কার্ড বন্ধ হওয়ার আগে অবশ্যই কার্ডের Payment information আপডেট করতে হবে।

আপনার ক্রেডিট কার্ডটি যদি কোন ওয়েবসাইটে Automatic payment method হিসেবে যুক্ত থাকে তবে তা রিমুভ করে অন্য কোনো কার্ডের সাথে লিংক আপ করতে হবে।

আপনার ক্রেডিট কার্ড বন্ধ হওয়ার আগেই এই payment information গুলো আপডেট করতে হবে।

ধাপ ৭ – অপেক্ষা করুন

ক্রেডিট কার্ড পুরোপুরিভাবে বন্ধ হওয়ার জন্য একটি বা দুটি বিলিং চক্র বা ৭২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

আপনার আবেদনের সময় দেওয়া সকল তথ্য যদি সঠিক হয় এবং কোনো বকেয়া না থাকে তাহলে খুব দ্রুতই আপনার ক্রেডিট কার্ড বন্ধ করার আবেদন অনুমোদিত হবে এবং আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সুতরাং উপরোক্ত ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করে আপনারা ক্রেডিট কার্ড বন্ধ করতে পারবেন তবে ক্রেডিট কার্ড বন্ধ করার পূর্বে কিছু বিষয়ের‍ প্রতি লক্ষ্য রাখতে হবে যেমন – আপনার ক্রেডিট স্কোরের উপর নেতিবাচক প্রভাব পড়ছে কিনা, বন্ধ করার পূর্বে কোনো বার্ষিক চার্জ ধরছে কিনা ইত্যাদি।

ক্রেডিট কার্ড বন্ধ ক

শেষ কথা

একটি ক্রেডিট কার্ড বন্ধ করার আগে এর সুবিধা ও অসুবিধা গুলো বিবেচনা করার পাশাপাশি কিছু বিকল্প উপায়ও বিবেচনায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপরোক্ত উপাগুলো অনুসরণ করে আপনারা খুব সহজেই ক্রেডিট কার্ড বন্ধ করতে পারবেন তবে আপনার ক্রেডিট স্কোর এর উপর নেতিবাচক প্রভাব পড়ার বিষয়টিও অবশ্যই মাথায় রাখতে হবে।

ক্রেডিট কার্ড বন্ধ করার বিষয়ে আপনার প্রশ্নের উত্তর

বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকের সমস্ত বকেয়া মেটানো থাকলে ক্রেডিট কার্ড বন্ধের আবেদনের ৭ দিনের মধ্যে তা বন্ধ করা হয়। তবে, আপনার বকেয়া পরিশোধ করার করার পরেই আপনার কার্ড বন্ধ করা হবে।

হ্যাঁ, ক্রেডিট কার্ড বন্ধ করলে আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত হবে। ক্রেডিট স্কোর গণনা করা হয় ক্রেডিট অ্যাকাউন্টের বয়স, ব্যবহারের পরিমাণ, ঋণের ইতিহাস এবং ঋণ পরিশোধের ক্ষমতা উপর ভিত্তি করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *