ব্যক্তি শ্রেণীর আয়কর ২০২৩-২০২৪: নতুন যা পরিবর্তন এসেছে

এক নজরে দেখে নিন, নতুন আয়কর আইন ২০২৩ অনুসারে ব্যক্তি শ্রেণীর আয়কর ২০২৩-২০২৪ নির্ধারণ ও রিটার্ন দাখিলের ক্ষেত্রে যেসব নিয়ম পরির্বতন হয়েছে।

Advertisement

প্রায় প্রত্যেক বছরই বাজেটে, আয়কর আদায় বৃদ্ধি করার জন্য নতুন নতুন নিয়ম ও আইন জারি করা হয়। তবে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে আয়কর আইনে ব্যাপক পরিবর্তন করে নতুন আয়কর আইন ২০২৩ অনুমোদন করা হয়।

নতুন আয়কর আইন অনুযায়ী, ব্যক্তি শ্রেণীর আয়কর ২০২৩-২০২৪ নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে তা সম্পর্কে সংক্ষেপে ধারণা দেয়ার চেষ্টা করবো।

এছাড়া, নতুন করদাতা হিসেবে যারা টিআইএন রেজিস্ট্রেশন করেছেন বা, করতে যাচ্ছেন তারা একটা বিষয়ে চিন্তিত থাকেন যে, TIN Certificate থাকলেই কি নুন্যতম আয়কর দিতে হবে কিনা, বা আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা।

Advertisement

এসব প্রশ্নের উত্তর পাবেন এই ব্লগে। তাছাড়া ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালভাবে পড়লে আয়কর বিষয়ে আপনার ভাল একটি ধারণা তৈরি হবে।

আরও পড়তে পারেন:

ব্যক্তি শ্রেণীর আয়কর ২০২৩-২০২৪ এ পরিবর্তনসমূহ

ব্যক্তি শ্রেণীর আয়করের ক্ষেত্রে নতুন যেসব পরিবর্তন আনা হয়েছে, এগুলো হলো:

  • করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি
  • নুন্যতম কর
  • বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিলে পরিবর্তন
  • ভ্রমণ কর বৃদ্ধি
  • পরিবেশ সারচার্জ বৃদ্ধি

করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি

নতুন আয়কর আইনে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে স্বাভাবিক পুরুষ করদাতার করমুক্ত আয়ের সীমা ছিল বার্ষিক 3,00,000 টাকা; এখন তা বৃদ্ধি করে 3,50,000 টাকা করা হয়েছে। অপরদিকে মহিলা ও বয়স্ক করদাতাদের ক্ষেত্রে 3,50,000 থেকে বৃদ্ধি করে 4,00,000 টাকা করা হয়েছে।

করমুক্ত আয়ের সীমা নিচে উল্লেখ করা হলো:

করদাতার শ্রেণি২০২২-২০২৩২০২২-২০২৩
স্বাভাবিক করদাতা৩,০০,০০০৩,৫০,০০০
মহিলা ও ৬৫ বছরের বেশি৩,৫০,০০০৪,০০,০০০
প্রতিবন্ধী৪,৫০,০০০৪,৭৫,০০০
গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা৪,৭৫,০০০৫,০০,০০০
তৃতীয় লিঙ্গ৩,০০,০০০৪,৭৫,০০০

প্রতিবন্ধী ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা করা হয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা করা হয়েছে।

Advertisement

তৃতীয় লিঙ্গ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৪ লক্ষ ৭৫ হাজার টাকা করা হয়েছে।

ন্যূনতম করহার চালু

২০২৩-২০২৪ অর্থবছরের জন্য, যে সকল করদাতার রিটার্ন দাখিলের আইনী বাধ্যবাধকতা রয়েছে তাদের আয়কর করমুক্ত সীমার মধ্যে থাকলেও ন্যূনতম ২০০০ (দুই হাজার) টাকা কর পরিশোধ করতে হবে।

রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা

নতুন আয়কর আইন ২০২৩ অনুযায়ী, বাধ্যতামূলক রিটার্ন দাখিলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, TIN থাকলেই এখন আর বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। শুধুমাত্র বিগত ৩ বছরের মধ্যে কোন বছর তার কর নির্ধারণ করা হলে এবং ৪৩ টি সেবা নিতে গেলেই বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে।

যেমন আগে ১২ ডিজিটের TIN সার্টিফিকেট থাকলেই Income Tax Return জমা দেয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন তা আর প্রযোজ্য নয়।

Advertisement

এছাড়া, যাদের আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করবে, যাদের বাধ্যতামূলক Income Tax Return জমা দিতে হবে, তাদের ক্ষেত্রে আগের মতই রিটার্ন দাখিল করতে হবে।

যাদের বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে

নতুন আয়কর আইনের ২৬৪ ধারা অনুযায়ী নিম্মোক্ত ৪৩ টি সেবা নিতে একজন ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে রিটার্ন জমা দিতে হবে:

  1. করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
  2. কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে;
  3. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখিতে;
  4. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে;
  5. সমবায় সমিতির নিবন্ধন পাইতে;
  6. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে;
  7. সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ (দশ) লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করিতে;
  8. ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখিতে;
  9. ৯. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে;
  10. Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা, ক্ষেত্রমত, নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে বহাল রাখিতে;
  11. ট্রেডবডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে;
  12. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে;
  13. যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখিতে;
  14. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখিতে;
  15. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে;
  16. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্যকে ভর্তি করাতে;
  17. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখিতে;
  18. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখিতে;
  19. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখিতে;
  20. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
  21. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়;
  22. ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখিতে;
  23. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
  24. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ;
  25. মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করিতে;
  26. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
  27. গণকর্মচারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
  28. মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
  29. অ্যাডভাইজরি বা কন্সান্টেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থ প্রাপ্তিতে;
  30. Monthly payment order বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হিইতে মাসিক ১৬ হাজার টাকার ঊর্ধ্বে কোন অর্থ প্রাপ্তিতে;
  31. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে;
  32. দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
  33. এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করিতে;
  34. বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া পণ্য বা সেবা বিক্রয়ে;
  35. কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে;
  36. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে;
  37. কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক কোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে;
  38. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশে বিল অব এন্ট্রি দাখিলকালে;
  39. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;
  40. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে এবং বহাল রাখিতে;
  41. ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রডিট অরগানাইজেশন, সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে এবং চালু রাখিতে;
  42. কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;
  43. কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর।

ব্যক্তি করদাতার সারচার্জের হার বৃদ্ধি

ব্যক্তি করদাতার প্রদর্শনযোগ্য নীট পরিসম্পদের মূল্যের ভিত্তিতে করদাতার Surcharge পরিগণনার পূর্বে নির্ধারিত প্রদেয় আয়করের উপর সারচার্জ বা অতিরিক্ত কর আরোপ করা হয়। নিম্নোক্ত ভিত্তি ও হারে সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে, যথা:

আয়ের সীমাসারচার্জ হার
৪ কোটি টাকা পর্যন্ত০%
৪ কোটি থেকে ১০ কোটি; বা
দুইটি মোটরগড়ি; বা ৮০০০ বর্গফুট বা তার বেশি গৃহ-সম্পত্তি
১০%
১০ কোটি থেকে ২০ কোটি২০%
২০ কোটি থেকে ৫০ কোটি৩০%
৫০ কোটির অধিক৩৫%

পরিবেশ সারচার্জ

নতুন আয়কর আইন ২০২৩ অনুযায়ী, পরিবেশ সারচার্জেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। কোন ব্যক্তির একাধিক গাড়ী থাকলে একের অধিক যত গাড়ি থাকবে তার উপর নিম্নোক্তহারে সারচার্জ আরোপের বিধান প্রস্তাব করা হয়েছে:

মোটর যানের শ্রেণিকরের হার
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত২৫,০০০
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের অধিক কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক নয়৫০,০০০
২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক নহে৭৫,০০০
২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক নহে১,৫০,০০০
৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক নহে২,০০,০০০
৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক৩,৫০,০০০

ভ্রমণ করের আওতা বৃদ্ধি

ব্যক্তি করদাতাদের দেশের অভ্যন্তরে আকাশ পথে এবং দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে আয়কর আরোপ করা হয়েছে নতুন আয়কর আইনে।

আকাশ পথে দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে ২০০ টাকা এবং দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে স্থল ও জলপথে ১০০০ টাকা, আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে দেশভেদে ২০০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত কর ধার্য্য করা হবে।

আয়কর বিষয়ক আরও বিভিন্ন তথ্য ও নিয়মিত আপডেট পেতে, আমাদের ফেসবুক পেইজ ফলো করে রাখুন- MoneyAns। এছাড়া নিয়মিত ভিজিট করুন bn.moneyans.com

তথ্যসূত্র:

1. আয়কর আইন ২০২৩;
2. বাজেটে আনীত আয়করে পরিবর্তনসমূহ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *