ব্যাংক লকার কি? বাংলাদেশে ব্যাংকের লকারের ভাড়া কত?

জানুন ব্যাংক লকার কী ও এর সুবিধা কি। আরও জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন ব্যংকের ব্যাংক লকার সার্ভিস ফি কত এই বিষয়ে বিস্তারিত তথ্য।

ব্যাংক লকার কি
Advertisement

ব্যাংক লকার বলতে কি বুঝায় , বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের লকার ভাড়া কত ও লকারের সুযোগ সুবিধা সম্পর্কে অনেকেই জানতে চান।

বিভিন্ন ব্যাংকের লকার ভাড়ার অনেক তারতম্য রয়েছে। তাই আপনাদের বোঝার সুবিধার্থে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের লকার ভাড়া এ আর্টিকেলটিতে তুলে ধরার চেষ্টা করেছি।

ব্যাংক লকার কি?

মানুষ যখন তার সম্পদ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ জিনিস, কাগজপত্র সুরক্ষিত ভাবে সঞ্চয়ের জন্য ব্যাংকে তার জন্য নির্ধারিত একটি সিন্দুকে অর্থাৎ লকারে জমা রাখে তখন এই ব্যবস্থাটিকে ব্যাংক লকার বলা হয়। ব্যাংকে এ সকল কিছু সংরক্ষণের জন্য বার্ষিক কিছু অর্থ প্রদান করতে হয়  ।

Advertisement

ব্যাংকে মূল্যবান সম্পদ নিরাপত্তার সাথে সংরক্ষণ করার একটি উত্তম উপায় হলো ব্যাংকের একটি লকার ভাড়া নেওয়া। সেখানে আপনি কী রাখছেন, ব্যাংকের পক্ষে সেটি দেখা বা যাচাইয়ের কোনো সুযোগ নেই। ব্যাংকে হাজার হাজার লকার থাকে এবং ব্যাক্তি তার নিজের প্রয়োজন অনুযায়ী একটি লকার নেয় এবং সেখানে তার মূল্যবান সম্পদ রাখে।

ব্যাংক লকার ব্যবহারের সময় আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন বিস্ফোরক বা নেশাজাতীয় দ্রব্য লকারে রাখা যাবে না। লকারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, তবে লকারের সামগ্রী সম্পর্কে ব্যাংকের জানার সুযোগ নেই, তাই এক্ষেত্রে গ্রাহকেরই অধিক সতর্ক থাকা উচিত।

ব্যাংক লকারের মালামাল ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকের দায়বদ্ধতা সীমিত হতে পারে, যা সাধারণত লকারের বার্ষিক ভাড়ার নির্দিষ্ট গুণ পর্যন্ত সীমাবদ্ধ থাকে।

যেহেতু ব্যাংক জানে না, আপনি লকারে কি রাখছেন, তাই ক্ষতিপূরণের বিষয়টি এখানে সীমাবদ্ধ। তবে কিছু ব্যাংক ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করে, এতে গ্রাহক কিছুটা অতিরিক্ত সুরক্ষা পেতে পারে।

Advertisement

আরও পড়তে পারেন:

ব্যাংক লকারের বৈশিষ্ট্য ও সুবিধা

  • বছরে একবার লকারের ভাড়া দিতে হয়
  • লকার হোল্ডারের একজন নমিনি নিযুক্ত করতে পারেন
  • লকারের মধ্যে কি  রাখা হলো তা লকারের মালিক ছাড়া কেউ জানবে না।
  • লকারে দুইটি তালা ও চাবি থাকে। 
  • লকারের মালিক অথবা লকারের নমিনী আসল কিনা তা ভালোভাবে যাচাই করার পরে লকার রুমে নিয়ে যাওয়া হয়।

ব্যাংক লকারের ব্যবহার

ব্যাংক লকার ব্যবহার করার মাধ্যমে অনেক মূল্যবান সম্পদ সহজে সংরক্ষণ করা সম্ভব হয়। যেমন-

  • প্রয়োজনীয় কাগজ যেমন – দলিলপত্র, বন্ড
  • স্বর্ণ বা গয়না
  • কোনো গুরুত্বপূর্ণ জিনিস

প্রতিটি লকারের দুটি তালা ও চাবি থাকে। একটি চাবি থাকে আমানত প্রদান কারীর কাছে, আরেকটি চাবি থাকে ব্যাংকে। ব্যাংকে আপনার লকার খোলার জন্য একই সঙ্গে ২টি চাবিই প্রয়োজন হবে।

প্রথমে ব্যাংক কর্মকর্তা প্রথম তালাটি তার সাথে থাকা চাবি দিয়ে খুলে চলে যাবে। এরপর আপনি আপনার চাবিটি দিয়ে পরের তালা ঠিক খুলবেন এবং আপনার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে তালা লাগিয়ে চলে যাবেন। লকার বন্ধ করার জন্য ব্যাংক কর্মকর্তার চাবির প্রয়োজন হবে না।

Advertisement

এখানে আপনার সম্পদের ব্যক্তিগত নিরাপত্তা অনেক রক্ষিত থাকে। কেননা ব্যাংকের কর্মকর্তা বা ব্যাংকের কেউ আপনার লকারের জিনিসপত্রের বিষয়ে জানতে পারে না।

ব্যাংক লকারে ডকুমেন্ট, স্বর্ণ ও জিনিসপত্র রাখার নিয়ম

  • আপনি অথবা আপনার লকারের বৈধ্য কোনো অংশীদার ব্যাঙ্কে গিয়ে লকারের নাম্বারটি বললে ব্যাঙ্কের অফিসার তাকে লকারের লগবুকে সাক্ষর করতে বলবেন।
  • এরপর ব্যাংকে রক্ষিত সাক্ষর ও ছবি দেখে আপনাকে সনাক্ত করা হবে
  •  কর্মকর্তা আপনাকে লকার রুমে নিয়ে যাবেন । 
  • ব্যাঙ্কের অফিসার তাঁর কাছে থাকা চাবিটি ঘুরিয়ে খুলে বের করে নিয়ে চলে যাবেন। 
  • এখন আপনার কাছে থাকা  চাবিটি অপর তালাটিতে প্রবেশ করিয়ে ঘোরালে আপনার লকারটি খুলে যাবে। 
  • এবার আপনি লকারের কাজটি সমাপ্ত করে তালা লািয়ে দিয়ে  চাবি বের করে নিবেন। আপনার চাবি বের করার সঙ্গে সঙ্গে লকারের দুটি তালাই লেগে যাবে।
  • লকার রুম থেকে বেরিয়ে অফিসারকে জানিয়ে চলে যাবেন।

ব্যাংকের লকারের ভাড়া কত?

ব্যাংক লকারের ভাড়া নির্ভর করে ব্যাংক, লকারের আকার এবং অবস্থানের উপর। উদাহরণস্বরূপ, সোনালী ব্যাংকে ছোট লকারের বার্ষিক ভাড়া ২,০০০ টাকা, মাঝারি লকারের জন্য ২,৫০০ টাকা এবং বড় লকারের জন্য ৩,০০০ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে এই ভাড়া তুলনামূলকভাবে বেশি হতে পারে।

Advertisement

সোনালী ব্যাংক লকার সার্ভিস

রাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক গুলোর ৫৪টি শাখায় লকার সেবা রয়েছে। সোনালী ব্যাংকে লকার সার্ভিসের চার্জ কত হবে এটা মূলত নির্ভর করে আপনি কোন সাইজের লকারে আপনার মূল্যবান সম্পদ সুরক্ষিত রাখার জন্য ভাড়া করছেন। যেমন –

সোনালী ব্যাংক লকারের বার্ষিক চার্জ:

সর্বশেষ ৩ জুন ২০২৪ তারিখের আপডেট অনুযায়ী, সোনালী ব্যাংক লকার সার্ভিসের চার্জের তালিকা। তথ্যসূত্র: Sonali Bank Locker Service

ফি’র ধরণফি’র পরিমাণ
ছোট লকার (4.7″ x 7″ x 23.50″)২৫০০ টাকা
মাঝারি লকার (4.7″ x 14.33″ x 23.50″)৩০০০ টাকা
বড় লকার (9.4″ x 14.33″ x 23.50″)৪০০০ টাকা
সিকিউরিটি ডিপোজিট (ফেরৎযোগ্য)৫০০০ টাকা

এই চার্জের সাথে অতিরিক্ত ১৫% ভ্যাট দিতে হবে।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার লকারের ধরন ছোট, মাঝারি ,বড় যাই হোক না কেন আপনাকে লকার সার্ভিস নিতে হলে অবশ্যই সিকিউরিটি ডিপোজিট করতে হবে। তবে এই টাকা ফেরত যোগ্য। অর্থাৎ আপনি যদি লকার ভাড়া নেওয়া বন্ধ করে দেন তাহলে এ টাকা আবার ফিরে পাবেন।

AB ব্যাংকের লকার ফি

৩ জানুয়ারি ২০২৪ এর নির্দেশনা অনুসারে এবি ব্যাংকের বার্ষিক লকার ফি নিম্নে উল্লেখ করা হলো। তথ্যসূত্র: AB Bank Schedule of Charges

ফি’র ধরণফি’র পরিমাণ
ছোট লকারের চার্জ৪০০০ টাকা
মাঝারি লকারের চার্জ৬০০০ টাকা
বড় লকারের চার্জ৮০০০ টাকা
সিকিউরিটি ফি৫০০০ টাকা
হারানো চাবি প্রতিস্থাপনপ্রকৃত খরচ + ১,০০০ টাকা
দেরিতে পেমেন্ট জন্য ফি৫০০ টাকা
নির্ধারিত সময়ের বাইরে প্রবেশের ফি১০০ টাকা

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লকার ফি

ফি’র ধরণফি’র পরিমাণ
ছোট লকারের চার্জ৩৫০০ টাকা
মাঝারি লকারের চার্জ৪৫০০ টাকা
বড় লকারের চার্জ৬০০০ টাকা
সিকিউরিটি ফি৫০০০ টাকা
হারানো চাবি প্রতিস্থাপন৩০০০ টাকা

জনতা ব্যাংকের লকার ফি

ফি’র ধরণফি’র পরিমাণ
ছোট লকারের চার্জ২০০০ টাকা
মাঝারি লকারের চার্জ৩০০০ টাকা
বড় লকারের চার্জ৫০০০ টাকা
সিকিউরিটি ফি৫০০০ টাকা

ইসলামী ব্যাংক লকার

ইসলামী ব্যাংকে লকারে টাকা রাখতে হলে কিছু নিয়ম অবশ্যই জানতে হবে। যেমন-

  • লকার সেবা পেতে আবেদনকারীর অবশ্যই IBBL ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে।
  • ব্যক্তির নিজস্ব কিংবা যৌথভাবে লকার সেবা পাওয়া যেতে পারে।
  • লকারের মালিক, কে কে লকার ব্যবহার করতে পারবে সে তালিকায় নাম যোগ কিংবা বা মুছে ফেলার অনুমতি দেওয়া হয়েছে। যারা লকারটি পরিচালনা করতে পারে এবং এতে অ্যাক্সেস থাকতে পারে।
  • চাবি হারালে স্থানীয় থানায় এ ব্যাপারে জিডি করে তার কপিসহ অতিসত্বর যে শাখায় আপনার লকার, সেখানে যোগাযোগ করতে হবে।
  • ইসলামী ব্যাংক লকার ভাড়ার তালিকা জানতে আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করতে হবে।

শেষ কথা

আপনি যদি ব্যাংক লকার ব্যবহারের চিন্তাভাবনা করে থাকেন, লকার সার্ভিস নেয়ার আগে বিভিন্ন ব্যাংকের লকার ভাড়া, নিয়মাবলী এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রয়োজনে, ব্যাংকের সাথে যোগাযোগ করে সব বিষয়ে ক্লিয়ার হয়ে নিন। কোন প্রশ্ন থাকলে, সে বিষয়ে ব্যাংক থেকে জেনে নিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *